alt

সাময়িকী

সাময়িকী কবিতা

: বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

মায়ার মতো

হাসান কল্লোল

আমার পায়ের পাশ থেকে সরে যাচ্ছে

পারদজল- জলের টলটল ধ্বনি।

আমি জানি কি জানিনি তার ফলাফল

হাতে পাওয়ার আগেই তুমি কে হে পাড়ার মাস্টার

আমায় রাজটিকেট দিয়ে বের করে দিলে এই

ঘোর রাতে!

সাথে ছিলো দোলন দত্তের দেয়া অন্ধকারের

ছোয়া- ছিল মায়া, ঠিক মায়া নয়

মায়ার মতো এক আঁঠালো আবেগ।

কৈশোরকে ছুঁতে গেলে সারাদেহ আজো গোলমরিচের মতো

আত্মমেহনের অভ্যাসে বেড়ে ওঠা মাধবীলতার কথা মনে ভাসে!

ও ড্রামবন্দি জীবন- ও লালপাতা, সাদাপাতা

মেকি সাজে পুষ্পিত আর্দ্র সময়ের দুপাড়!

তুমি ভাঙোনা কেন, তুমি পয়স্থির প্রসব যন্ত্রণা

নিতে ভীত এক বালখিল্য অপবাদ স্কন্ধে ঝুলিয়ে চলবে সরকারি পথ?

মত, অভিন্ন মতে হাততালি দিতে দিতে

বানরের লাঠিখেলার বড় বাক্স হলে বুঝি!

পরাধীন বেলুনগুলো হাতে নিয়ে মাঝপথে

সবগুলো বিক্রি শেষে দেখছো-

কী স্বাধীন বাতাসে ধিকি ধিকি আনন্দে

উড়ছে ফানুস!!

মানুষ হারিয়ে যাচ্ছে

ইকবাল হোসেন বুলবুল

কোনো কিছু নাই আর মানুষের কাছে

নদী গেছে কুমিরের পেটে

বাঘের থাবার নিচে অরণ্যের সকল সবুজ

পোকার দখলে গেছে ফুলের বাগান

যুদ্ধের বিমান দখলে নিয়েছে নক্ষত্রমহল

তারপরও মানুষেরা বাঁচতে পারতো

যদি না মানুষ খেতো তার মানবতা

মানুষ হারিয়ে যাচ্ছে; বাড়ছে প্রাণির সংখ্যা মানুষের মতো।

একটি কবিতার জন্মকথা

কাজী জাহেদ ইকবাল

মুহূর্তের অনুভব অথবা দীর্ঘ ভাবনা

নেমে আসে অলক্ষ্যে অবলীলায়

কবিতার শরীর হয়ে।

একটা কবিতার জন্ম হবে আজ

মানস পটে তোমার বিম্বিত চিত্র ধরে,

অথবা

কিন্নর কণ্ঠও হতে পারে কাব্যের উপজীব্য!

যখন থাকো তখন সব কবিতা হয়ে যায়,

না থাকাটাও কবিতা হয়ে ওঠে অবলীলায়!

কবিতার অনুভব শুধু কবিতায় ধরা যায়।

ছবি কবিতা হয় কবিতাও ছবি হয়ে ওঠে;

কণ্ঠ তাড়িত করে কবিকে নতুন সৃষ্টিতে।

মোহাবিষ্ট কবির কাছে শুধু কবিতাই সত্যি!

পতনের ছন্দ

তরুন ইউসুফ

পতনেরও ছন্দ আছে

আছে কিছু সুখ।

শালফুল সেটা জেনে-

প্রথমে সৌন্দর্য ছড়ায়

তারপর হাওয়ায় ঘুরে ঘুরে

উড়ে উড়ে একটু দূরে

ঝড়ে পরে

শান্ত স্থির।

অথচ আমরা

ধুপ করে পড়ে যাই

ছন্দহীন, সৌন্দর্যহীন

নিস্ব-

পতনেরও ছন্দ আছে

আছে কিছু সৌন্দর্য

চল শালফুলের কাছে

অন্তত পতনের ছন্দ শিখি।

ছবি

ওবায়েদ আকাশের বাছাই ৩২ কবিতা

ছবি

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’

ছবি

স্মৃতির অতল তলে

ছবি

দেহাবশেষ

ছবি

যাদুবাস্তবতা ও ইলিয়াসের যোগাযোগ

ছবি

বাংলার স্বাধীনতা আমার কবিতা

ছবি

মিহির মুসাকীর কবিতা

ছবি

শুশ্রƒষার আশ্রয়ঘর

ছবি

সময়োত্তরের কবি

ছবি

নাট্যকার অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ৭৪

ছবি

মহত্ত্বম অনুভবে রবিউল হুসাইন

‘লাল গহনা’ উপন্যাসে বিষয়ের গভীরতা

ছবি

‘শৃঙ্খল মুক্তির জন্য কবিতা’

ছবি

স্মৃতির অতল তলে

ছবি

মোহিত কামাল

ছবি

আশরাফ আহমদের কবিতা

ছবি

‘আমাদের সাহিত্যের আন্তর্জাতিকীকরণে আমাদেরই আগ্রহ নেই’

ছবি

ছোটগল্পের অনন্যস্বর হাসান আজিজুল হক

‘দীপান্বিত গুরুকুল’

ছবি

নাসির আহমেদের কবিতা

ছবি

শেষ থেকে শুরু

সাময়িকী কবিতা

ছবি

স্মৃতির অতল তলে

ছবি

রবীন্দ্রবোধন

ছবি

বাঙালির ভাষা-সাহিত্য-সংস্কৃতি হয়ে ওঠার দীর্ঘ সংগ্রাম

ছবি

হাফিজ রশিদ খানের নির্বাচিত কবিতা আদিবাসীপর্ব

ছবি

আনন্দধাম

ছবি

কান্নার কুসুমে চিত্রিত ‘ধূসরযাত্রা’

সাময়িকী কবিতা

ছবি

ফারুক মাহমুদের কবিতা

ছবি

পল্লীকবি জসীম উদ্দীন ও তাঁর অমর সৃষ্টি ‘আসমানী’

ছবি

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’

ছবি

পরিবেশ-সাহিত্যের নিরলস কলমযোদ্ধা

ছবি

আব্দুলরাজাক গুনরাহর সাহিত্যচিন্তা

ছবি

অমিতাভ ঘোষের ‘গান আইল্যান্ড’

ছবি

‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’

tab

সাময়িকী

সাময়িকী কবিতা

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১

মায়ার মতো

হাসান কল্লোল

আমার পায়ের পাশ থেকে সরে যাচ্ছে

পারদজল- জলের টলটল ধ্বনি।

আমি জানি কি জানিনি তার ফলাফল

হাতে পাওয়ার আগেই তুমি কে হে পাড়ার মাস্টার

আমায় রাজটিকেট দিয়ে বের করে দিলে এই

ঘোর রাতে!

সাথে ছিলো দোলন দত্তের দেয়া অন্ধকারের

ছোয়া- ছিল মায়া, ঠিক মায়া নয়

মায়ার মতো এক আঁঠালো আবেগ।

কৈশোরকে ছুঁতে গেলে সারাদেহ আজো গোলমরিচের মতো

আত্মমেহনের অভ্যাসে বেড়ে ওঠা মাধবীলতার কথা মনে ভাসে!

ও ড্রামবন্দি জীবন- ও লালপাতা, সাদাপাতা

মেকি সাজে পুষ্পিত আর্দ্র সময়ের দুপাড়!

তুমি ভাঙোনা কেন, তুমি পয়স্থির প্রসব যন্ত্রণা

নিতে ভীত এক বালখিল্য অপবাদ স্কন্ধে ঝুলিয়ে চলবে সরকারি পথ?

মত, অভিন্ন মতে হাততালি দিতে দিতে

বানরের লাঠিখেলার বড় বাক্স হলে বুঝি!

পরাধীন বেলুনগুলো হাতে নিয়ে মাঝপথে

সবগুলো বিক্রি শেষে দেখছো-

কী স্বাধীন বাতাসে ধিকি ধিকি আনন্দে

উড়ছে ফানুস!!

মানুষ হারিয়ে যাচ্ছে

ইকবাল হোসেন বুলবুল

কোনো কিছু নাই আর মানুষের কাছে

নদী গেছে কুমিরের পেটে

বাঘের থাবার নিচে অরণ্যের সকল সবুজ

পোকার দখলে গেছে ফুলের বাগান

যুদ্ধের বিমান দখলে নিয়েছে নক্ষত্রমহল

তারপরও মানুষেরা বাঁচতে পারতো

যদি না মানুষ খেতো তার মানবতা

মানুষ হারিয়ে যাচ্ছে; বাড়ছে প্রাণির সংখ্যা মানুষের মতো।

একটি কবিতার জন্মকথা

কাজী জাহেদ ইকবাল

মুহূর্তের অনুভব অথবা দীর্ঘ ভাবনা

নেমে আসে অলক্ষ্যে অবলীলায়

কবিতার শরীর হয়ে।

একটা কবিতার জন্ম হবে আজ

মানস পটে তোমার বিম্বিত চিত্র ধরে,

অথবা

কিন্নর কণ্ঠও হতে পারে কাব্যের উপজীব্য!

যখন থাকো তখন সব কবিতা হয়ে যায়,

না থাকাটাও কবিতা হয়ে ওঠে অবলীলায়!

কবিতার অনুভব শুধু কবিতায় ধরা যায়।

ছবি কবিতা হয় কবিতাও ছবি হয়ে ওঠে;

কণ্ঠ তাড়িত করে কবিকে নতুন সৃষ্টিতে।

মোহাবিষ্ট কবির কাছে শুধু কবিতাই সত্যি!

পতনের ছন্দ

তরুন ইউসুফ

পতনেরও ছন্দ আছে

আছে কিছু সুখ।

শালফুল সেটা জেনে-

প্রথমে সৌন্দর্য ছড়ায়

তারপর হাওয়ায় ঘুরে ঘুরে

উড়ে উড়ে একটু দূরে

ঝড়ে পরে

শান্ত স্থির।

অথচ আমরা

ধুপ করে পড়ে যাই

ছন্দহীন, সৌন্দর্যহীন

নিস্ব-

পতনেরও ছন্দ আছে

আছে কিছু সৌন্দর্য

চল শালফুলের কাছে

অন্তত পতনের ছন্দ শিখি।

back to top