ঝালকাঠিতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নলছিটিতে বাস,সিএনজি ও অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার আকন (৩৮) দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ: খালেক আকনের ছেলে। তিনি বর্তমানে র্যাব-৪ কর্মরত ছিলেন।
অপর দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রতাপ এলাকার পলী বিদ্যুৎ অফিসের সামনে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশা সংঘর্ষ একজন নিহত হয়েছেন। তাদের মরদেহ পুলিশ উদ্ধার করে জালকাঠি মর্গে পাঠায়েছে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি