হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে গতকাল শনিবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পিডিবি নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ কেন্দ্রের একটি খালি জায়গায় হঠাৎ আগুন দেখা দেয়। সেখানে পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন সরঞ্জাম ও শুকনো ঘাস জমে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সামিট বিবিয়ানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। লিডার হাবিব মিয়ার নেতৃত্বে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, অগ্নিকান্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খালি জায়গায় থাকা পরিত্যক্ত ফিল্টার ও শুকনো ঘাস থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত কোনো সিগারেটের আগুন থেকে এটি ঘটতে পারে।
পিডিবির প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেখানে আগুন লেগেছে সেটি মূল প্ল্যান্টের বাইরের অংশ। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের সমস্যা হয়নি। স্থানীয়রা জানান, বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সতর্কতা ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।