গাছ আমার ধ্যান, গাছ আমার প্রাণ, গাছ নিয়ে থাকি, গাছ নিয়েই বাঁচি। এমনিভাবেই বৃক্ষপ্রেমিক নুরু মিয়া গাছের প্রতি তার টান ব্যক্ত করেন। মোহনগঞ্জের উপকণ্ঠে নাগডরা গ্রামের নুরু মিয়া দীর্ঘ ২৩ বছর ধরে গাছের সঙ্গে আছেন। প্রথমে ভ্যানে, রিকশায় করে এলাকার বিভিন্ন হাটবাজারে গাছের চারা বিক্রি করতেন। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটে। জনপ্রিয়তা পায় চারার ব্যবসা। মোহনগঞ্জ উপজেলা সদরে থানা রোডে গড়ে তোলেন সিজান নার্সারি। বিভিন্ন বনজ, ফলদ, ঔষধী, ফুলের চারার সমাহার তার নার্সারিতে। তিনি উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি। নুরু মিয়া বলেন, এ ব্যবসা আমার জীবনে সফলতা এনে দিয়েছে। পারিবারিক জীবনে নার্সারি ব্যবসায় আমি সফল। তিনি পরিবেশ বাঁচাতে সবাইকে গাছ লাগানোর আহ্বান করেন। যতদিন বাঁচি গাছ নিয়েই বাঁচব, গাছ নিয়েই থাকব।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
গাছ আমার ধ্যান, গাছ আমার প্রাণ, গাছ নিয়ে থাকি, গাছ নিয়েই বাঁচি। এমনিভাবেই বৃক্ষপ্রেমিক নুরু মিয়া গাছের প্রতি তার টান ব্যক্ত করেন। মোহনগঞ্জের উপকণ্ঠে নাগডরা গ্রামের নুরু মিয়া দীর্ঘ ২৩ বছর ধরে গাছের সঙ্গে আছেন। প্রথমে ভ্যানে, রিকশায় করে এলাকার বিভিন্ন হাটবাজারে গাছের চারা বিক্রি করতেন। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটে। জনপ্রিয়তা পায় চারার ব্যবসা। মোহনগঞ্জ উপজেলা সদরে থানা রোডে গড়ে তোলেন সিজান নার্সারি। বিভিন্ন বনজ, ফলদ, ঔষধী, ফুলের চারার সমাহার তার নার্সারিতে। তিনি উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি। নুরু মিয়া বলেন, এ ব্যবসা আমার জীবনে সফলতা এনে দিয়েছে। পারিবারিক জীবনে নার্সারি ব্যবসায় আমি সফল। তিনি পরিবেশ বাঁচাতে সবাইকে গাছ লাগানোর আহ্বান করেন। যতদিন বাঁচি গাছ নিয়েই বাঁচব, গাছ নিয়েই থাকব।