রাজশাহীর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মনোগোল সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি)। বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়ার বিওপি দামকুড়া থানান পূর্বপাড়া আমবাগানে হানা দিলে কৌশলে পালানোর সময় দামকুড়া থানার হরিপুর এর চরমাজাদিয়াড় গ্রামের মো. মাইন উদ্দিন শেখের ছেলে চোরাকারবারী মো. মোরশালিন শেখ কে আটক করে ও তার নিকট থাকা ভারতীয় ১৯ বোতল গঙঘঙএঙখঊ সিরাপ জব্দ করেছে। আটককৃত চোরাকারবারী ও সিরাপ দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন।