নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে জয়কৃষ্ণ সাহা (১৯) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে।
ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ জানায়, শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে জয়কৃষ্ণ নদীতে পড়ে যান। স্থানীয়রা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়, তবে তাকে রাতে খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, রাতে উদ্ধার কাজ চালানো হলেও যুবককে পাওয়া যায়নি। সকালে আবার অভিযান শুরু করলে মরদেহ উদ্ধার করা হয়।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি