alt

সারাদেশ

বঙ্গবন্ধু-শেখ হাসিনার পোস্টার ছিঁড়ে ফেলার মামলার আসামি নৌকার প্রার্থী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপির বহিষ্কৃত নেতাকে নৌকার মনোনয়ন দিয়ে সমালোচনার রেশ কাঁটতে না কাঁটতেই আরও এক ইউনিয়নে বিতর্কিত প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলার আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন। এই প্রার্থীর বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ভাঙচুরের অভিযোগ ছিল। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাখানেক পূর্বে ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন জাকির হোসেন। হেফাজতে ইসলামের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নৌকার প্রার্থী ঘোষণা করায় ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের তৃণমূলে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক সাংসদের আশীর্বাদপুষ্ট জাকির হোসেন নৌকার মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর পাইকপাড়ার নয়াপাড়া এলাকায় মহাজোটের প্রার্থী বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর ও লুটপাট চলে। নির্বাচনের বানচালের চেষ্টায় সংঘটিত ওই ঘটনায় ২৫ ডিসেম্বর সাংসদের অনুসারী এনামুল হক রিয়াজ মামলা করেন। ওই মামলায় ৭৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলার ৭৪ নম্বর আসামি জাকির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, জাকিরসহ এজাহারনামীয় ৭৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন আসামি মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের পাইকপাড়ার নয়াপাড়া ক্যাম্পে হামলা করে। ক্যাম্পের ভেতর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত পোস্টার ছিঁড়ে ফেলে। ক্যাম্পে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুন নেভায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। ক্যাম্পে থাকা অডিও প্লেয়ার, মাইক লুট করে আসামিরা।

আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার মতো ঘটনার সাথে জড়িত ছিলেন জাকির হোসেন। সেই মামলায় আসামিও হন তিনি। হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ তাকেই আবার দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেয়া হচ্ছে। প্রভাবশালী এক সাংসদের কারণে সহিংসতা মামলার আসামির ঝুলিতে নৌকার মনোনয়ন উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় অন্যান্য ইউপির সাথে আলীরটেক ইউনিয়ন পরিষদেও দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ড আলীরটেকে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমানকে চূড়ান্ত করে। তবে তা বাতিল করে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে দেওয়া হয়েছে মনোনয়ন। গত ১৫ অক্টোবর বিকেলে জাকির হোসেন অনুসারী কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের কাগজও সংগ্রহ করেছেন।

দলীয় একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জের এক সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন মতিউর রহমান। তার লবিংয়েই নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। গতবারও ওই সাংসদের কারণে নৌকার মনোনয়ন পেয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হন। তবে এইবার প্রভাবশালী আরেক সাংসদের পছন্দের প্রার্থী জাকির হোসেন। তাকে দলীয় প্রার্থী করতেই নৌকার মনোনয়ন পেয়েও অসুস্থতার অজুহাতে মতিউর রহমান সরে দাঁড়িয়েছেন। এদিকে সহিংসতা মামলার আসামিকে নৌকার মনোনয়ন দেয়ায় ক্ষোভ রয়েছে তৃণমূলে।

এই বিষয়ে কথা বলতে মতিউর রহমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামলার বিষয়টি আমি অবগত নই। আসলে আলীরটেকের প্রার্থীর তালিকায় আমি স্বাক্ষর করিনি। সাধারণ সম্পাদক নিজে কেন্দ্রে গিয়ে তালিকা জমা দিছেন। কুতুবপুরের ক্ষেত্রেও তাই। কেন্দ্রই বাকিটা করেছে। হাইকমান্ড কোনো সিদ্ধান্ত দিলে আমাদের তা মেনে নিতেই হয়। তবে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরসহ বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলা মামলার আসামির নৌকা মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই পারে।’

মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি নৌকার প্রার্থী জাকির হোসেন। তিনি বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অন্য কোথাও থেকে তথ্য নেন। আমাকে আওয়ামী লীগ যোগ্য ভেবেই মনোনয়ন দিছে।’

উল্লেখ্য, কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। তিনি দীর্ঘদিন ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ ওই কমিটির সিনিয়র সহসভাপতি পদে ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় তাকে বহিষ্কার করে বিএনপি। যার জন্য বহিষ্কার হয়েছিলেন সেই সাংসদের আশীর্বাদেই নৌকার মনোনয়ন পেয়েছেন সেন্টু। বিএনপির বহিষ্কৃত নেতাকে নৌকার প্রার্থী বানানোর ঘটনায় গণমাধ্যমে লেখালেখি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অভিযোগ করা হলেও শেষ পর্যন্ত মনিরুল আলম সেন্টুকেই চূড়ান্ত প্রার্থী করা হয়।

ছবি

কক্সবাজারে জলকেলি উৎসবের সমাপনীতে আলোকিত জীবনের প্রত্যাশা

ছবি

মায়ানমারের বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে

ছবি

রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

ছবি

ইউএসএআইডি এবং সিমিট প্রতিনিধি দলের বারি পরিদর্শন

ছবি

পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনে নারীর ঝুলন্ত মরদেহ

ছবি

‘আনন্দে’ শুরুর পর সড়কের ঈদযাত্রা কেন ‘বিষাদে’

ছবি

ঘটনা চাপা দিতে ১৫০ বস্তা সিমেন্ট সরিয়ে ফেলার অভিযোগ

মীরসরাইয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরের চাল ছিদ্র হয়ে গেছে

ছবি

মাধবপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ছবি

টঙ্গীতে আগুনে পুড়ল ১২টি খাদ্য গুদাম

ছবি

জলকেলি উৎসবে মুখরিত কক্সবাজরের রাখাইন পল্লী

শেরপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্বোধন

কেশবপুরে সকাল-সন্ধ্যা বাজারের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি উচ্ছেদ আতঙ্কে অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

গোবিন্দগঞ্জে সরকারি রাস্তার ১২০টি গাছ কর্তনের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করেন পুত্রবধূ

ছবি

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি

নড়াইলের শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ছবি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা

ছবি

প্রেমিকার ওপর অভিমান প্রেমিকের আত্মহত্যা

ছবি

শ্যামনগর পদ্মপুকুরের প্রধান সড়কের একাংশ যেন বালুর স্তুপে পরিণত

আমার চেয়ে খারাপ লোক এ জেলায় নাই : তাহেরপুত্র বিপ্লব

ছবি

কক্সবাজারে রিসোর্টে পযটক তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

ছবি

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ছবি

টোলপ্লাজায় ট্রাকের ধাক্কা, নিহত ১৪

ছবি

গরমে অতিষ্ঠ জনজীবন, বেশিরভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

কোম্পানীগঞ্জে পর্যটকের সঙ্গে এএসপির মারামারি

ছবি

গ্রাহকের টাকা আত্মসাৎ গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

শার্শায় সাংবাদিকের উপর হামলা

ছবি

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি

সালথায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ছবি

শিবগঞ্জে পরিবারের উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

ছবি

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা নিহত

ছবি

নরসিংদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২

tab

সারাদেশ

বঙ্গবন্ধু-শেখ হাসিনার পোস্টার ছিঁড়ে ফেলার মামলার আসামি নৌকার প্রার্থী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিএনপির বহিষ্কৃত নেতাকে নৌকার মনোনয়ন দিয়ে সমালোচনার রেশ কাঁটতে না কাঁটতেই আরও এক ইউনিয়নে বিতর্কিত প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলার আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান জাকির হোসেন। এই প্রার্থীর বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ভাঙচুরের অভিযোগ ছিল। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাখানেক পূর্বে ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন জাকির হোসেন। হেফাজতে ইসলামের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নৌকার প্রার্থী ঘোষণা করায় ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের তৃণমূলে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক সাংসদের আশীর্বাদপুষ্ট জাকির হোসেন নৌকার মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন পূর্বে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর পাইকপাড়ার নয়াপাড়া এলাকায় মহাজোটের প্রার্থী বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর ও লুটপাট চলে। নির্বাচনের বানচালের চেষ্টায় সংঘটিত ওই ঘটনায় ২৫ ডিসেম্বর সাংসদের অনুসারী এনামুল হক রিয়াজ মামলা করেন। ওই মামলায় ৭৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলার ৭৪ নম্বর আসামি জাকির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, জাকিরসহ এজাহারনামীয় ৭৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন আসামি মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের পাইকপাড়ার নয়াপাড়া ক্যাম্পে হামলা করে। ক্যাম্পের ভেতর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত পোস্টার ছিঁড়ে ফেলে। ক্যাম্পে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুন নেভায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। ক্যাম্পে থাকা অডিও প্লেয়ার, মাইক লুট করে আসামিরা।

আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার মতো ঘটনার সাথে জড়িত ছিলেন জাকির হোসেন। সেই মামলায় আসামিও হন তিনি। হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ তাকেই আবার দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেয়া হচ্ছে। প্রভাবশালী এক সাংসদের কারণে সহিংসতা মামলার আসামির ঝুলিতে নৌকার মনোনয়ন উঠেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় অন্যান্য ইউপির সাথে আলীরটেক ইউনিয়ন পরিষদেও দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ড আলীরটেকে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমানকে চূড়ান্ত করে। তবে তা বাতিল করে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে দেওয়া হয়েছে মনোনয়ন। গত ১৫ অক্টোবর বিকেলে জাকির হোসেন অনুসারী কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের কাগজও সংগ্রহ করেছেন।

দলীয় একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জের এক সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন মতিউর রহমান। তার লবিংয়েই নৌকার মনোনয়ন পেয়েছিলেন তিনি। গতবারও ওই সাংসদের কারণে নৌকার মনোনয়ন পেয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হন। তবে এইবার প্রভাবশালী আরেক সাংসদের পছন্দের প্রার্থী জাকির হোসেন। তাকে দলীয় প্রার্থী করতেই নৌকার মনোনয়ন পেয়েও অসুস্থতার অজুহাতে মতিউর রহমান সরে দাঁড়িয়েছেন। এদিকে সহিংসতা মামলার আসামিকে নৌকার মনোনয়ন দেয়ায় ক্ষোভ রয়েছে তৃণমূলে।

এই বিষয়ে কথা বলতে মতিউর রহমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামলার বিষয়টি আমি অবগত নই। আসলে আলীরটেকের প্রার্থীর তালিকায় আমি স্বাক্ষর করিনি। সাধারণ সম্পাদক নিজে কেন্দ্রে গিয়ে তালিকা জমা দিছেন। কুতুবপুরের ক্ষেত্রেও তাই। কেন্দ্রই বাকিটা করেছে। হাইকমান্ড কোনো সিদ্ধান্ত দিলে আমাদের তা মেনে নিতেই হয়। তবে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরসহ বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলা মামলার আসামির নৌকা মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই পারে।’

মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি নৌকার প্রার্থী জাকির হোসেন। তিনি বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অন্য কোথাও থেকে তথ্য নেন। আমাকে আওয়ামী লীগ যোগ্য ভেবেই মনোনয়ন দিছে।’

উল্লেখ্য, কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। তিনি দীর্ঘদিন ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ ওই কমিটির সিনিয়র সহসভাপতি পদে ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় তাকে বহিষ্কার করে বিএনপি। যার জন্য বহিষ্কার হয়েছিলেন সেই সাংসদের আশীর্বাদেই নৌকার মনোনয়ন পেয়েছেন সেন্টু। বিএনপির বহিষ্কৃত নেতাকে নৌকার প্রার্থী বানানোর ঘটনায় গণমাধ্যমে লেখালেখি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অভিযোগ করা হলেও শেষ পর্যন্ত মনিরুল আলম সেন্টুকেই চূড়ান্ত প্রার্থী করা হয়।

back to top