alt

অর্থ-বাণিজ্য

এক বছরে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮৯১ শতাংশ

খোদ কোম্পানির কর্মকর্তাও অবাক

জাহিদুল ইসলাম সুজন : বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বল্পমূলধনী একটি বীমা কোম্পানির শেয়ার দর প্রায় প্রতিদিনই বাড়ছে। একবছর আগে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯.৪ টাকা। একবছরের ব্যবধানে বুধবার কোম্পানিটির শেয়ার ১৯২.৩ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৯১.২৩ শতাংশ। যদিও কোম্পানি ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ার দর এতো বাড়ার কোন যোক্তিক কারণ নেই।

এমনকি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটির সচিব সিরাজুল ইসলামও এমন দর বাড়ায় অবাক। তিনি সংবাদকে বলেন, ‘আমরা এমন কোন সোনার খনি, রূপার খনি বা হীরার খনি পাই নাই, যে আমাদের শেয়ার দর এমন বাড়ছে।’

শুধু প্রভাতী ইন্স্যুরেন্স নয়, বিগত একবছরের ব্যবধানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬৫৮.৪৭ শতাংশ। বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ৫৯১.৮৫ শতাংশ। যদিও বেক্সিমকোর শেয়ার দর বাড়ার পিছনে করোনা টিকার সংযুক্তি থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বল্পমূলধনী কোম্পানিগুলোর দর প্রতিনিয়তই রেকর্ড করছে। এক বছরের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ৭০টির শেয়ার দর বেড়েছে ১০০ শতাংশের বেশি। আর ৫০ শতাংশের বেশি দর বেড়েছে ১৩৮টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলো শেয়ার দরের উল্লম্ফন ছিল বেশি। পাশাপাশি উৎপাদন বন্ধ থাকা, লোকসানি কোম্পানিগুলোর শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের স্বাভাবিক উত্থান বিনিয়োগকারী ও অর্থনীতির জন্য মঙ্গলজনক। কিন্তু কোন কারণ ছাড়াই ২০ টাকার শেয়ারের দাম ২০০ টাকা হওয়ায় বাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে অশনি সংকেত দিচ্ছে। এখনই এই ইঙ্গিত বুঝতে না পারলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলেন, বাজারের কারসাজি খুঁজে বের করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জগুলোর নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার রয়েছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোর এ সফটওয়্যার ব্যবহারে উদাসীনতা দেখা যাচ্ছে। নতুবা, বাজারের লোকসানি ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার দরের এমন উল্লম্ফন রুখে দেয়া সম্ভব হতো।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২০ সালের ৮ জুন থেকে ২০২১ সালে ৯ জুনের সমাপনী বাজার দর বিশ্লেষণ দেখা যায়, বিগত ১ বছরের ব্যবধানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৬৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির। এ সময় দর অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও দর কমেছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর (নতুন তালিকাভুক্ত, ওটিসিতে যুক্ত ও ওটিসি থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিগুলো ব্যতিত)।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে তালিকাভুক্ত ৭০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০০ শতাংশের বেশি। এ সময় ৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে ৫০০ শতাংশের বেশি। ৫০০ শতাংশ বেশি দর বাড়া কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

১০০ শতাংশের বেশি দর বাড়া শীর্ষে থাকা ৫০টি কোম্পানির মধ্যে হলো পাইনিওর ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ঢাকা ডাইং, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, নর্দান ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, পিপলস ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, শাহিনপুকুর সিরামিক, রূপালি ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, গোল্ডেন ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, ডেল্টা স্পিনিং, সেন্টাল ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, আরডি ফুড, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার, আরামিট সিমেন্ট, বিডি থাই, কাট্টালি টেক্সটাইল, বিজিআইসি, মুজাফ্ফর হোসেন স্পিনিং, বে-লিজিং, আনোয়ার গ্যালভানাইজিং, সন্ধানী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস ও আমান কটন ফেব্রিকস লিমিটেড।

প্রভাতী ইন্স্যুরেন্স : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৬৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। বিগত ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯.৪ টাকা থেকে বেড়ে গতকাল সর্বশেষ ১৯২.৩ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭২.৯ টাকা বা ৮৯১.২৩ শতাংশ।

৩৪ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধিত মূলধনধারী বীমা কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৩০.০৩ শাতংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের নিকট। বাদবাকি শেয়ারের ৮.৭৭ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ও ৬১.২০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সালে কোম্পানিটির ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করলেও ২০২০ সমাপ্ত বছরে কোম্পানিটি ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল।

দর বৃদ্ধির প্রসঙ্গে প্রভাতী ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, আমাদের কোম্পানির ব্যবসায়িক এমন কোন উল্লম্ফন হয়নি যার কারণে শেয়ার দর এমন বাড়বে। বীমা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এজেন্ট কমিশন বন্ধ করা হয়েছে। এটা এমন কোন খবর নয় যার কারণে শেয়ার দর এমন বাড়বে। কোম্পানির কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নাই।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : বিগত ১ বছরের ব্যবধানে পুঁজিবাজারের দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এ সময় কোম্পানিটির শেয়ার দর ১৭.১ টাকা থেকে সর্বোচ্চ ১২৯.৪ টাকায় লেনদেন হতে দেখা গেছে। এ সময় কোম্পানিটির শেয়ার ১১২.৬ টাকা বা ৬৫৮.৪৭ শতাংশ বেড়েছে।

৪৪ কোটি ২৫ লাখ টাকা মূলধনধারী কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৫৯.৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের নিকট, বাদবাকি শেয়ারের ১৭.২৫ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট রয়েছে। এছাড়া ২৩.১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব উত্তম কুমার দে সংবাদকে বলেন, বীমা খাতের অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। মূলত চাহিদা ও যোগানের সমন্বয়হীনতার কারণেই বাজারে এ খাতের শেয়ারের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও এ খাতে সেই অনুযায়ী যোগান না থাকায় শেয়ারের দর বাড়ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদকে বলেন, বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর কারসাজি রোধে অনলাইন ও অফলাইন উভয় প্রক্রিয়ায় তদারকি করা হচ্ছে। কোন সন্দেহজনক লেনদেন হলেই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

তিনি বলেন, কোম্পানিগুলোর শেয়ার কারসাজির ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহারের প্রচেষ্টা করা হয়। তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কারসাজি রোধে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করছি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদকে বলেন, সার্বিকভাবে পুঁজিবাজারের অনেক কোম্পানির শেয়ার দর এখনও প্রত্যাশিত মূল্যের নিচে রয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে অপ্রত্যাশিত বাড়ছে। এগুলোর পিছনে কারসাজি রয়েছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোকে খুঁজে বের করা উচিত।

ছবি

রাজধানীতে ঈদের পরও চড়া সবজির বাজার

ছবি

সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ল ৪ টাকা

ছবি

সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন

ছবি

ব্যাংক এশিয়া কিনবে পাকিস্তানি ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশ

ছবি

এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ

ছবি

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংক চাইলে সরে যেতে পারবে, তবে শর্তসাপেক্ষে : কেন্দ্রীয় ব্যাংক

ছবি

পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

ছবি

একীভূত ব্যাংক : পাঁচটির বাইরে আপাতত আর না

ছবি

ঈদে মানুষের মাঝে স্বস্তি দেখেছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংকের চেয়ে বেশি দেখছে এডিবি

ছবি

মার্চে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশ

ছবি

ঈদের আগে পাঁচ দিনে দেশে এলো ৪৬ কোটি ডলার

ছবি

শিল্পাঞ্চলের বাইরের কারখানায় গ্যাস-বিদ্যুৎ আর নয়, পাবেনা ঋণও

এবার ঈদে পর্যটন খাত চাঙ্গা হওয়ার আশা

ছবি

জাতীয় লজিস্টিক নীতির খসড়ার অনুমোদন

সোনালীতে একীভূত হচ্ছে বিডিবিএল

ছবি

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা

ছবি

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রীয় বেসিক ব্যাংক

ছবি

বিজিএমইএর দায়িত্ব নিলেন এস এম মান্নান কচি

ছবি

বাজার মূলধন কিছুটা বাড়লো, তবু লাখ কোটি টাকার ওপরে ক্ষতি

ছবি

নতুন বিদেশী ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করছে সরকার : সিপিডি

ছবি

ব্যাংক একীভুতকরনে নীতিমালা জারি

রাষ্ট্রীয় চার ব্যাংক একীভূত হয়ে হবে দুই

ছবি

এবার একীভূত হচ্ছে ‘সোনালীর সাথে বিডিবিএল’ ও ‘কৃষির সাথে রাকাব’

ছবি

শেয়ার প্রতি ১ পয়সা লভ্যাংশ দেবে একমি পেস্টিসাইড

এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের কর্মীদের জন্য মেটলাইফের বীমা সুরক্ষা

গাজীপুরে এক বছরে ট্রাফিক পুলিশের ৫ কোটি টাকা রাজস্ব আয়

ছবি

প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক

ছবি

সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহযোগিতা করল সাউথইস্ট ব্যাংক

ছবি

ডেমরায় বাস গ্যারেজে আগুন

ছবি

নিত্যপণ্যের দাম বাড়লেও সেইহারে বাড়েনি তামাকপণ্যের দাম

ছবি

প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই ভূমি অফিস কর্মী সাময়িক বরখাস্ত

ব্যাংক ঋণের সুদহার আরও বাড়লো

ছবি

বেক্সিমকোর ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন দিলো বিএসইসি

শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করব : শ্রম প্রতিমন্ত্রী

ছবি

ঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াল বিমান

tab

অর্থ-বাণিজ্য

এক বছরে একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৮৯১ শতাংশ

খোদ কোম্পানির কর্মকর্তাও অবাক

জাহিদুল ইসলাম সুজন

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বল্পমূলধনী একটি বীমা কোম্পানির শেয়ার দর প্রায় প্রতিদিনই বাড়ছে। একবছর আগে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯.৪ টাকা। একবছরের ব্যবধানে বুধবার কোম্পানিটির শেয়ার ১৯২.৩ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৯১.২৩ শতাংশ। যদিও কোম্পানি ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ার দর এতো বাড়ার কোন যোক্তিক কারণ নেই।

এমনকি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানিটির সচিব সিরাজুল ইসলামও এমন দর বাড়ায় অবাক। তিনি সংবাদকে বলেন, ‘আমরা এমন কোন সোনার খনি, রূপার খনি বা হীরার খনি পাই নাই, যে আমাদের শেয়ার দর এমন বাড়ছে।’

শুধু প্রভাতী ইন্স্যুরেন্স নয়, বিগত একবছরের ব্যবধানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬৫৮.৪৭ শতাংশ। বেক্সিমকোর শেয়ার দর বেড়েছে ৫৯১.৮৫ শতাংশ। যদিও বেক্সিমকোর শেয়ার দর বাড়ার পিছনে করোনা টিকার সংযুক্তি থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বল্পমূলধনী কোম্পানিগুলোর দর প্রতিনিয়তই রেকর্ড করছে। এক বছরের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ৭০টির শেয়ার দর বেড়েছে ১০০ শতাংশের বেশি। আর ৫০ শতাংশের বেশি দর বেড়েছে ১৩৮টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলো শেয়ার দরের উল্লম্ফন ছিল বেশি। পাশাপাশি উৎপাদন বন্ধ থাকা, লোকসানি কোম্পানিগুলোর শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের স্বাভাবিক উত্থান বিনিয়োগকারী ও অর্থনীতির জন্য মঙ্গলজনক। কিন্তু কোন কারণ ছাড়াই ২০ টাকার শেয়ারের দাম ২০০ টাকা হওয়ায় বাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে অশনি সংকেত দিচ্ছে। এখনই এই ইঙ্গিত বুঝতে না পারলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলেন, বাজারের কারসাজি খুঁজে বের করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জগুলোর নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার রয়েছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোর এ সফটওয়্যার ব্যবহারে উদাসীনতা দেখা যাচ্ছে। নতুবা, বাজারের লোকসানি ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার দরের এমন উল্লম্ফন রুখে দেয়া সম্ভব হতো।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২০ সালের ৮ জুন থেকে ২০২১ সালে ৯ জুনের সমাপনী বাজার দর বিশ্লেষণ দেখা যায়, বিগত ১ বছরের ব্যবধানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৬৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০টির। এ সময় দর অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও দর কমেছে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর (নতুন তালিকাভুক্ত, ওটিসিতে যুক্ত ও ওটিসি থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিগুলো ব্যতিত)।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে তালিকাভুক্ত ৭০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০০ শতাংশের বেশি। এ সময় ৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে ৫০০ শতাংশের বেশি। ৫০০ শতাংশ বেশি দর বাড়া কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

১০০ শতাংশের বেশি দর বাড়া শীর্ষে থাকা ৫০টি কোম্পানির মধ্যে হলো পাইনিওর ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ঢাকা ডাইং, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, নর্দান ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, পিপলস ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, শাহিনপুকুর সিরামিক, রূপালি ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, গোল্ডেন ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, ডেল্টা স্পিনিং, সেন্টাল ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, আরডি ফুড, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার, আরামিট সিমেন্ট, বিডি থাই, কাট্টালি টেক্সটাইল, বিজিআইসি, মুজাফ্ফর হোসেন স্পিনিং, বে-লিজিং, আনোয়ার গ্যালভানাইজিং, সন্ধানী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস ও আমান কটন ফেব্রিকস লিমিটেড।

প্রভাতী ইন্স্যুরেন্স : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৬৮টি কোম্পানি ও ফান্ডের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। বিগত ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯.৪ টাকা থেকে বেড়ে গতকাল সর্বশেষ ১৯২.৩ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭২.৯ টাকা বা ৮৯১.২৩ শতাংশ।

৩৪ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধিত মূলধনধারী বীমা কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৩০.০৩ শাতংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের নিকট। বাদবাকি শেয়ারের ৮.৭৭ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ও ৬১.২০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সালে কোম্পানিটির ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করলেও ২০২০ সমাপ্ত বছরে কোম্পানিটি ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল।

দর বৃদ্ধির প্রসঙ্গে প্রভাতী ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, আমাদের কোম্পানির ব্যবসায়িক এমন কোন উল্লম্ফন হয়নি যার কারণে শেয়ার দর এমন বাড়বে। বীমা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এজেন্ট কমিশন বন্ধ করা হয়েছে। এটা এমন কোন খবর নয় যার কারণে শেয়ার দর এমন বাড়বে। কোম্পানির কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নাই।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : বিগত ১ বছরের ব্যবধানে পুঁজিবাজারের দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এ সময় কোম্পানিটির শেয়ার দর ১৭.১ টাকা থেকে সর্বোচ্চ ১২৯.৪ টাকায় লেনদেন হতে দেখা গেছে। এ সময় কোম্পানিটির শেয়ার ১১২.৬ টাকা বা ৬৫৮.৪৭ শতাংশ বেড়েছে।

৪৪ কোটি ২৫ লাখ টাকা মূলধনধারী কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৫৯.৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের নিকট, বাদবাকি শেয়ারের ১৭.২৫ শতাংশ প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট রয়েছে। এছাড়া ২৩.১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নিকট রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব উত্তম কুমার দে সংবাদকে বলেন, বীমা খাতের অধিকাংশ শেয়ারের দরই বেড়েছে। মূলত চাহিদা ও যোগানের সমন্বয়হীনতার কারণেই বাজারে এ খাতের শেয়ারের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও এ খাতে সেই অনুযায়ী যোগান না থাকায় শেয়ারের দর বাড়ছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদকে বলেন, বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর কারসাজি রোধে অনলাইন ও অফলাইন উভয় প্রক্রিয়ায় তদারকি করা হচ্ছে। কোন সন্দেহজনক লেনদেন হলেই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

তিনি বলেন, কোম্পানিগুলোর শেয়ার কারসাজির ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহারের প্রচেষ্টা করা হয়। তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কারসাজি রোধে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করছি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদকে বলেন, সার্বিকভাবে পুঁজিবাজারের অনেক কোম্পানির শেয়ার দর এখনও প্রত্যাশিত মূল্যের নিচে রয়েছে। কিন্তু সম্প্রতিক সময়ে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে অপ্রত্যাশিত বাড়ছে। এগুলোর পিছনে কারসাজি রয়েছে কিনা তা নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোকে খুঁজে বের করা উচিত।

back to top