alt

শিক্ষা

১১ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

পরীক্ষা হবে শুধু ঐচ্ছিক বিষয়ের, হচ্ছে না আবশ্যিক বিষয়ে

রাকিব উদ্দিন : শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

সংক্ষিপ্ত সিলেবাসে ‘লিখিত ও এমসিকিউ’ মিলিয়ে এবারের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে। সময় স্বল্পতার কারণে এই দুই পরীক্ষায় এবার প্রায় অর্ধেক বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে। ১১ নভেম্বর এসএসসি ও সমমান এবং ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই সূচি ধরে একটি সম্ভাব্য রুটিন চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদকে জানিয়েছেন। নভেম্বর ও ডিসেম্বর মাসব্যাপী দুই পাবলিক পরীক্ষার সূচি থাকায় এবার অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। এই দুই পরীক্ষা নিয়ে সারাদেশের স্কুল-কলেজগুলো বছরের শেষের দুই মাস ব্যস্ত সময় পার করবে। এ কারণে এবার পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও (পিইসিই) হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সাধারণত নভেম্বরের শুরুতে জেএসসি ও জেডিসি এবং একইমাসের শেষের দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হয়। ২০১১ সাল থেকে এই দুই পরীক্ষা শুরু হয়। যদিও ২০১০ সালে প্রণীত শিক্ষা নীতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা নেয়ার বিষয়ে কোন সুপারিশ ছিল না।

এসএসসি ও এইচএসসিতে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা

এসএসসি এবং এইচএসসিতে এবার বিভাগওয়ারি শুধুমাত্র ঐচ্ছিক বিষয়গুলোর পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক বিষয়গুলোর কোন পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুধু ‘এচ্ছিক’ অর্থাৎ বিজ্ঞানের বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে ঠিক তেমনি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু তাদের ‘ঐচ্ছিক’ বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে। এ ক্ষেত্রে আবশ্যিক অর্র্থাৎ বাংলা, ইংরেজি ও ধর্ম-এ জাতীয় বিষয়ের পরীক্ষা হচ্ছে না।

রুটিনটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষা নেয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এস এম আমিরুল ইসলাম সংবাদকে বলেন, ‘রুটিন এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই। আর পরীক্ষা শেষ হওয়ার এক-দেড় মাসের মধ্যেই ফল প্রকাশ করতে চাই।’

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এসএসসিতে এবার বিজ্ঞান, মানবিক ও হিসাব বিজ্ঞান বিভাগে মোট ১২টি বিষয়ের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অটোপাস’ ‘নামমাত্র’ পরীক্ষাÑএই খবরে এবার নিবন্ধনকারীদের প্রায় সবাই ‘ফরম পূরণ’ করেছে। পাশাপাশি অনিয়মিত পরীক্ষার্থীদের বেশির ভাগই এবারও ‘ফরম পূরণ’ করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে পরীক্ষার সংখ্যা কমেছে। তবে লিখিত, এমসিকিউ (মাল্টিপল চয়েস কোশ্চেশন) দুটোই হবে। বিজ্ঞানের বিষয়গুওলোর মৌখিক পরীক্ষাও হবে।’

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের আগে গত বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া গেলেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ জন্য এসএসসি এবং অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হয়। এতে প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

এসএসসিতে পরীক্ষার্থী ২৩ লাখ

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এই পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এ হিসেবে এবার প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গত ১৯ আগস্ট পর্যন্ত মোট পরীক্ষার্থী ২১ লাখ পাঁচ হাজার ১২৫ জন। কারিগরির পরীক্ষার্থীসহ (এসএসসি ভোকেশনাল) মোট পরীক্ষার্থী প্রায় ২৩ লাখ।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৮ লাখ তিন হাজার ৩৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ লাখ ৭১ হাজার ৮২২ জন, রাজশাহীতে দুই লাখ সাত হাজার ৬৪৭ জন, কুমিল্লায় দুই লাখ ২২ হাজার ৬৪৮ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ১৮৫ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৪৯২ জন, বরিশালে এক লাখ ১৪ হাজার ৪৯২ জন, সিলেটে এক লাখ ২০ হাজার ৯৩৯ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন শিক্ষার্থী রয়েছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় তিন লাখ এক হাজার ৭৫২ জন পরীক্ষার্থী রয়েছে।

এইচএসসিতে পরীক্ষার্থী ১৪ লাখের বেশি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম এখনও শেষ হয়নি। সর্বশেষ বর্ধিত সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রয়েছে। এ কারণে এখন পর্যন্ত এই স্তরের পরীক্ষার্থীর চূড়ান্ত সংখ্যা এখনও নির্ণয় হয়নি।

তবে গত সপ্তাহে পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছে ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮ জন, চট্টগ্রামে ৯৬ হাজার ৮১২ জন, কুমিল্লায় ১ লাখ ১৪ হাজার ৭১১ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৩০৬ জন, যশোরে ১ লাখ ২৮ হাজার ৪৫৬ জন, রাজশাহীতে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ জন, সিলেটে ৬৬ হাজার ১০১ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৯ হাজার ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরি শিক্ষা ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছে ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণীতে শরীফার গল্প থাকছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ

তাপদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস , মিডটার্ম পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরেই চলবে ক্লাস-পরীক্ষা

ছবি

গরমের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল কলেজের ক্লাস বন্ধ

ছবি

তৃতীয় দফায় তিনদিন শ্রেণি কার্যক্রম বর্জনে ঘোষণা কুবি শিক্ষক সমিতির

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তির আবেদনের ২য় মেধা তালিকা প্রকাশ

ছবি

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি

ছবি

এইচএসসির ফরম পূরণ শুরু মঙ্গলবার, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত

ছবি

স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন

ছবি

রাবি-চবির অধিভুক্ত হল ৯ সরকারি কলেজ

ছবি

১১ মের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

নতুন শিক্ষাক্রম : আগের ধাচেই শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র

এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে ফি আদায় করলে ব্যবস্থা

ছবি

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ

ছবি

বুয়েটে ছাত্র রাজনীতি চলবে : হাইকোর্ট

ছবি

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দেশব্যাপী মানববন্ধন করবে ছাত্রলীগ

ছবি

তিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন ক্যাম্পাসে চলছে পাল্টাপাল্টি মহড়া

ছবি

৩০টি বেসরকারি বিশ^বিদ্যালয়ের ব্যাংক হিসাব স্থগিত:এনবিআর

ছবি

শিক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরে পারিবারিক ব্যয় বেড়েছে

শিক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরে পারিবারিক ব্যয় বেড়েছে

কক্সবাজারে ওয়্যারলেস অডিও ডিভাইসসহ দুইজন আটক

ছবি

মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদ্রাসায়

ছবি

দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বরখাস্ত

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ দিনের ছুটি শুরু

ছবি

শনিবার স্কুল খোলা রাখার ইঙ্গিত: শিক্ষামন্ত্রী নওফেল

উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমাপনী পরীক্ষা পাঁচ ঘণ্টা করার প্রস্তাব এনসিটিবির

ছবি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ

ছবি

এইচএসসি পরীক্ষা কার কোন কেন্দ্রে, তালিকা প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডের শতাধিক ‘ট্রেড কোর্সের’ নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার দ্বন্দ্ব

ছবি

ঢাকা কলেজিয়েট স্কুলের ২০০ বছর বয়সী ভবন ভাঙার প্রতিবাদে মানববন্ধন

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের অনন্য সাফল্য

ছবি

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

সিমাগো র‍্যাঙ্কিংয়ে অষ্টম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির ফল ১৮ মার্চ

tab

শিক্ষা

১১ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

পরীক্ষা হবে শুধু ঐচ্ছিক বিষয়ের, হচ্ছে না আবশ্যিক বিষয়ে

রাকিব উদ্দিন

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

সংক্ষিপ্ত সিলেবাসে ‘লিখিত ও এমসিকিউ’ মিলিয়ে এবারের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে। সময় স্বল্পতার কারণে এই দুই পরীক্ষায় এবার প্রায় অর্ধেক বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে। ১১ নভেম্বর এসএসসি ও সমমান এবং ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই সূচি ধরে একটি সম্ভাব্য রুটিন চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদকে জানিয়েছেন। নভেম্বর ও ডিসেম্বর মাসব্যাপী দুই পাবলিক পরীক্ষার সূচি থাকায় এবার অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। এই দুই পরীক্ষা নিয়ে সারাদেশের স্কুল-কলেজগুলো বছরের শেষের দুই মাস ব্যস্ত সময় পার করবে। এ কারণে এবার পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও (পিইসিই) হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সাধারণত নভেম্বরের শুরুতে জেএসসি ও জেডিসি এবং একইমাসের শেষের দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হয়। ২০১১ সাল থেকে এই দুই পরীক্ষা শুরু হয়। যদিও ২০১০ সালে প্রণীত শিক্ষা নীতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা নেয়ার বিষয়ে কোন সুপারিশ ছিল না।

এসএসসি ও এইচএসসিতে ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা

এসএসসি এবং এইচএসসিতে এবার বিভাগওয়ারি শুধুমাত্র ঐচ্ছিক বিষয়গুলোর পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক বিষয়গুলোর কোন পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শুধু ‘এচ্ছিক’ অর্থাৎ বিজ্ঞানের বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে ঠিক তেমনি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু তাদের ‘ঐচ্ছিক’ বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে। এ ক্ষেত্রে আবশ্যিক অর্র্থাৎ বাংলা, ইংরেজি ও ধর্ম-এ জাতীয় বিষয়ের পরীক্ষা হচ্ছে না।

রুটিনটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষা নেয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এস এম আমিরুল ইসলাম সংবাদকে বলেন, ‘রুটিন এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই। আর পরীক্ষা শেষ হওয়ার এক-দেড় মাসের মধ্যেই ফল প্রকাশ করতে চাই।’

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এসএসসিতে এবার বিজ্ঞান, মানবিক ও হিসাব বিজ্ঞান বিভাগে মোট ১২টি বিষয়ের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অটোপাস’ ‘নামমাত্র’ পরীক্ষাÑএই খবরে এবার নিবন্ধনকারীদের প্রায় সবাই ‘ফরম পূরণ’ করেছে। পাশাপাশি অনিয়মিত পরীক্ষার্থীদের বেশির ভাগই এবারও ‘ফরম পূরণ’ করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে পরীক্ষার সংখ্যা কমেছে। তবে লিখিত, এমসিকিউ (মাল্টিপল চয়েস কোশ্চেশন) দুটোই হবে। বিজ্ঞানের বিষয়গুওলোর মৌখিক পরীক্ষাও হবে।’

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের আগে গত বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া গেলেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এ জন্য এসএসসি এবং অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হয়। এতে প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

এসএসসিতে পরীক্ষার্থী ২৩ লাখ

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এই পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এ হিসেবে এবার প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গত ১৯ আগস্ট পর্যন্ত মোট পরীক্ষার্থী ২১ লাখ পাঁচ হাজার ১২৫ জন। কারিগরির পরীক্ষার্থীসহ (এসএসসি ভোকেশনাল) মোট পরীক্ষার্থী প্রায় ২৩ লাখ।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৮ লাখ তিন হাজার ৩৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ লাখ ৭১ হাজার ৮২২ জন, রাজশাহীতে দুই লাখ সাত হাজার ৬৪৭ জন, কুমিল্লায় দুই লাখ ২২ হাজার ৬৪৮ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ১৮৫ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৪৯২ জন, বরিশালে এক লাখ ১৪ হাজার ৪৯২ জন, সিলেটে এক লাখ ২০ হাজার ৯৩৯ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন শিক্ষার্থী রয়েছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় তিন লাখ এক হাজার ৭৫২ জন পরীক্ষার্থী রয়েছে।

এইচএসসিতে পরীক্ষার্থী ১৪ লাখের বেশি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম এখনও শেষ হয়নি। সর্বশেষ বর্ধিত সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ রয়েছে। এ কারণে এখন পর্যন্ত এই স্তরের পরীক্ষার্থীর চূড়ান্ত সংখ্যা এখনও নির্ণয় হয়নি।

তবে গত সপ্তাহে পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে ১৪ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। গত বছর এই পরীক্ষায় ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছে ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন।

অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮ জন, চট্টগ্রামে ৯৬ হাজার ৮১২ জন, কুমিল্লায় ১ লাখ ১৪ হাজার ৭১১ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৩০৬ জন, যশোরে ১ লাখ ২৮ হাজার ৪৫৬ জন, রাজশাহীতে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ জন, সিলেটে ৬৬ হাজার ১০১ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৯ হাজার ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরি শিক্ষা ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছে ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

back to top