alt

আন্তর্জাতিক

৩৪ বছর পর আফ্রিকার চে গুয়েভারাকে হত্যার বিচার

সংবাদ অনলাইন রিপোর্ট : মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

তাকে বলা হয় আফ্রিকার চে গুয়েভারা। ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আপার ভোল্টার নাম বদলে তিনিই রেখেছিলেন দেশটির বর্তমান নাম, যার অর্থ - ঋজু মানুষের দেশ।

সাম্রাজ্যবাদ বিরোধী এই নেতা নিজের বেতন কমিয়েছিলেন। সেই সঙ্গে সরকারি পদে থাকা সবার।

মাত্র চার বছরে পশ্চিম আফ্রিকার দেশটিতে শিক্ষার হার ১৩ শতাংশ থেকে উন্নীত করেছিলেন ৭৩ শতাংশে।

অথচ তাকেই হত্যা করা হলো। ১৯৮৭ সালের ১৫ অক্টোবর। যখন তার বয়স মাত্র ৩৭ বছর।

তবে চৌত্রিশ বছর পর সেই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়েছে সেদেশে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে ১৪ জনের বিরুদ্ধে।

এদের মধ্যে আছেন সানকারারই বন্ধু ব্লেইস কোম্পাওরে, যিনি ওই হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় আসেন। বর্তমানে তিনি আছেন পাশের দেশ আইভরি কোস্টে।

সানকারার বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মুখে পদত্যাগ করে সেখানে পালিয়ে যান কোম্পাওরে। তবে বরাবরই তিনি তার বন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এসেছেন।

বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন কোম্পাওরের আমলের চীফ অব স্টাফ জেনারেল গিলবার্ট ডিয়েন্ডারে। তাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তায় আঘাত, হত্যাকাণ্ডে সম্পৃক্ততা এবং মৃতদেহ গুমের অভিযোগ আনা হয়েছে।

ডিয়েন্ডারে আগে থেকেই জেলে আছেন। ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান সংঘটনের দায়ে তার ২০ বছরের সাজা হয়েছে।

ডাক্তার ডিয়েব্রে জীন ক্রিস্টোফারের হত্যার বিষয়ে সরকারি নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি মৃত্যুসনদে স্বাক্ষর করেছিলেন। তাতে লেখা ছিল সানকারার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

কোম্পাওরের নিরাপত্তা প্রধান হায়াসিন্থ কাফান্ডোর বিরুদ্ধে হত্যা সংঘটনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদের সবারই বিচার হবে সামরিক আদালতে।

“আমি এই বিচার দেখার জন্য কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি,” বলেন সানকারার স্ত্রী মারিয়াম।

তিনি বিবিসিকে বলেন, আমি সত্যটা জানতে চাই শুধু। কারা কী করেছে, সেটা।

তার ভাই পল সানকারা বলেন, আমরা দীর্ঘ সময় প্রতীক্ষা করেছি। কোম্পাওরের ২৭ বছরের শাসনকালের পুরোটা। তার আমলে এই বিচারের স্বপ্নও দেখতে পারতাম না আমরা।

সানকারার স্ত্রী তার স্বামীর হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করেন ১৯৯৭ সালে। কিন্তু এর তদন্ত চালানোর আদেশ দিতে দেশটির সুপ্রীম কোর্টের লেগেছে ১৫ বছর।

কেননা ২০১৪ সালে কোম্পাওরে উৎখাত হওয়ার আগ পর্যন্ত মামলার তেমন কোনো অগ্রগতি ছিল না।

এর পরের বছর তার দেহাবশেষ তোলা হয়েছিল ডিএনএ টেস্টের জন্য। কিন্তু তাতেও তার কোনো চিহ্ন ছিল না।

পরে ২০১৬ সালে সরকারিভাবে ফ্রান্সের কাছে সানকারা হত্যার বিষয়ে তাদের সামরিক নথিসমূহ প্রকাশের অনুরোধ জানায় বারকিনা ফাসো ।

তিন ধাপে সেই নথি অবমুক্ত করা হয়। সর্বশেষটি এ বছর এপ্রিল মাসে।

অনেকেরই আশঙ্কা ছিলো এই বিচারের প্রক্রিয়া নতুন করে বারকিনা ফাসোতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, যখন দেশটিতে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আলকায়েদা ও ইসলামিক স্টেটের আক্রমণ বেড়েছে।

এছাড়া কোম্পাওরে এখনো উল্লেখযোগ্য প্রভাব রয়েছে সেদেশে। বিশেষ করে সেনাবাহিনীর যে অংশটি তার প্রতি এখনো আনুগত্য পোষণ করে তারা বিগ্রহ ঘটাতে পারে সেই জল্পনাও ছিল।

তবে এসবের কিছুই হয়নি এখন পর্যন্ত। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরে আশা প্রকাশ করে বলেন এই বিচার দেশটির মধ্যকার সংহতি বাড়াতে সহায়ক হবে। উত্তেজনা দূর হবে।

প্রসঙ্গত, পুরো আফ্রিকা জুড়েই সানকারা একজন আইকন। পশ্চিম আফ্রিকার গাড়িতে গাড়িতে এখনো তার ছবির স্টিকার শোভা পায়। দক্ষিণ আফ্রিকার নেতা জুলিয়াস মালেমার মতো মহাদেশটির অনেকের কাছেই সানকারা এক অনুপ্রেরণার নাম।

সানকারার স্মৃতি রক্ষার্থে গঠিত কমিটির সাধারণ সম্পাদক লুক ডামিবা বলেন, “আমাদের কাছে সানকারা দেশপ্রেমিক। তিনি তার মানুষদের ভালবাসতেন। তিনি আফ্রিকাকে ভালবাসতেন। তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন।”

খুবই সাদাসিধে জীবন যাপন করতেন সানকারা। সরকারি গাড়ি আর বিমানের প্রথম শ্রেণীতে টিকেট কাটা বন্ধ করেছিলেন তিনি।

গোটা দেশকে টিকার আওতায় এনেছিলেন।

নব্য সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন তিনি। তিনি বলতেন, যে তোমাকে খাওয়াবে, সে তোমাকে নিয়ন্ত্রণও করতে চাইবে।

তিনি সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতি নিয়েছিলেন যা তার দেশসহ আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্সের প্রভাবের বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছিল।

সে কারণেই সানকারার স্ত্রী তার হত্যার ষড়যন্ত্রের জন্য ফ্রান্সকে দায়ী করেন।

বারকিনা ফাসোর রাজধানী ঔগাদুগুর থমাস সানকারা মেমোরিয়াল পার্কে ছ’মিটার উচু ভাস্কর্য রয়েছে সানকারার। এই ভাস্কর্যটির উদ্বোধন হয় ২০১৯ সালে। কিন্তু এর নির্মাণ নিয়ে কিছু অভিযোগ থাকায় গত বছর তা আবার ঠিকঠাক করা হয়।

ডাম্বিয়া জানান এই পার্কটি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ৮৭ মিটার উচু একটি টাওয়ার হবে। সেখানে সানকারার একটি সংগ্রহশালা করা হবে। একটা প্রেক্ষাগৃহ এবং মিডিয়া লাইব্রেরি কথা হবে। এসবই সানকারার বিপ্লবী আদর্শকে এগিয়ে নেবে।

দেশটির রাজধানীতেই তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বিবিসিকে বলেন, “তিনি এখনো আমার প্রেসিডেন্ট। তিনি মানুষের জন্য যা করেছেন তা আজও তরুণদের অনুপ্রাণিত করে।”

তবে সানকারা সমালোচনার উর্ধ্বে ছিলেন না। তার বামপন্থী আদর্শকে দানবীয় বলে থাকেন মানবাধিকারবাদীরা।

১৯৮৬ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তার বিরুদ্ধে বিনা বিচারে বিরোধীদের আটকে রাখা এবং তাদের ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়।

খোদ সানকারার তথ্যমন্ত্রী থিওফাইল বালিমা বলেন, আমি মনে করে বহুত্ববাদী গণতান্ত্রিক ধ্যানধারণা গ্রহণের ক্ষেত্রে তিনি খুব ধীর ছিলেন।

“তিনি মানুষকে ক্ষমতা দিতে চেয়েছিলেন। তাই শোষিত শ্রেণীর মানুষকে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে বসিয়েছিলেন। তিনি এটি করেছিলেন ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে মানুষকে উজ্জীবিত করতে। কিন্তু তারা তার অপব্যবহার করেছিল, যা সানকারার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ”

সানকারার দ্বারা উৎখাত হওয়া প্রেসিডেন্টে জীন ব্যাপ্টিস্ট ঔয়েড্রাওগো ২০২০ সালের এক সাক্ষাৎকারে সানকারাকে নিষ্ঠুর ও রাজনৈতিকভাবে শঠ হিসেবে অভিহিত করেন।

ছবি

পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ছবি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি

ছবি

মালয়েশিয়ায় সামরিক মহড়ার সময় ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

ছবি

দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

ছবি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ২ শিক্ষার্থীর মৃত্যু

ছবি

পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট

ছবি

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

ছবি

ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

ছবি

সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

ছবি

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

ছবি

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে মইজ্জুর দলের বড় জয়

ছবি

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করবেন নেতানিয়াহু

ছবি

রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০, বেশিরভাগই শিশু

ছবি

সোমালি দস্যুদের মুক্তিপণ দেওয়ায় ইইউর উদ্বেগ, হুঁশিয়ারি

ছবি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮

ছবি

সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

ছবি

মায়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা

ছবি

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে বোমা হামলা

ছবি

মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল

ছবি

কাতার ছাড়তে চায় হামাস!

ছবি

বিমান হামলায় ৮ জন নিহতের পর রাশিয়ার বোম্বার নামানোর দাবি কিইভের

আদালতের ভেতরে ট্রাম্প, বাইরে নিজ দেহে আগুন দিলেন যুবক

ছবি

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো

ছবি

হামলার পর ইসরায়েলকে যে হুমকি দিল ইরান

ছবি

ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি : আইএইএ

ছবি

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

ছবি

ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ, সিরিয়া-ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ছবি

কাল ভারতে লোকসভার প্রথম দফার ভোট

ছবি

বিরোধিতা করায় চাকরি গেল ২৮ কর্মীর

ছবি

পানির নিচে দুবাই বিমানবন্দর, ব্যাপক বিশৃঙ্খলা

ছবি

হিজবুল্লাহর হামলায় ১৪ ইসরায়েলি সেনা আহত

ছবি

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ছবি

ঈদ উদযাপনে এক সপ্তাহে সৌদিবাসীর ব্যয় ৩৩ হাজার কোটি টাকা

ছবি

‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

ছবি

নতুন অনলাইন ভিসা পদ্ধতি চালু করেছে শ্রীলঙ্কা, দেওয়া হয়েছে নতুন লিঙ্ক

ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ভারতের সোনার বাজারে

tab

আন্তর্জাতিক

৩৪ বছর পর আফ্রিকার চে গুয়েভারাকে হত্যার বিচার

সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

তাকে বলা হয় আফ্রিকার চে গুয়েভারা। ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন তিনি।

আপার ভোল্টার নাম বদলে তিনিই রেখেছিলেন দেশটির বর্তমান নাম, যার অর্থ - ঋজু মানুষের দেশ।

সাম্রাজ্যবাদ বিরোধী এই নেতা নিজের বেতন কমিয়েছিলেন। সেই সঙ্গে সরকারি পদে থাকা সবার।

মাত্র চার বছরে পশ্চিম আফ্রিকার দেশটিতে শিক্ষার হার ১৩ শতাংশ থেকে উন্নীত করেছিলেন ৭৩ শতাংশে।

অথচ তাকেই হত্যা করা হলো। ১৯৮৭ সালের ১৫ অক্টোবর। যখন তার বয়স মাত্র ৩৭ বছর।

তবে চৌত্রিশ বছর পর সেই হত্যাকাণ্ডের বিচারকাজ শুরু হয়েছে সেদেশে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে ১৪ জনের বিরুদ্ধে।

এদের মধ্যে আছেন সানকারারই বন্ধু ব্লেইস কোম্পাওরে, যিনি ওই হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় আসেন। বর্তমানে তিনি আছেন পাশের দেশ আইভরি কোস্টে।

সানকারার বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের মুখে পদত্যাগ করে সেখানে পালিয়ে যান কোম্পাওরে। তবে বরাবরই তিনি তার বন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এসেছেন।

বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন কোম্পাওরের আমলের চীফ অব স্টাফ জেনারেল গিলবার্ট ডিয়েন্ডারে। তাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তায় আঘাত, হত্যাকাণ্ডে সম্পৃক্ততা এবং মৃতদেহ গুমের অভিযোগ আনা হয়েছে।

ডিয়েন্ডারে আগে থেকেই জেলে আছেন। ২০১৫ সালের ব্যর্থ অভ্যুত্থান সংঘটনের দায়ে তার ২০ বছরের সাজা হয়েছে।

ডাক্তার ডিয়েব্রে জীন ক্রিস্টোফারের হত্যার বিষয়ে সরকারি নথিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি মৃত্যুসনদে স্বাক্ষর করেছিলেন। তাতে লেখা ছিল সানকারার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

কোম্পাওরের নিরাপত্তা প্রধান হায়াসিন্থ কাফান্ডোর বিরুদ্ধে হত্যা সংঘটনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদের সবারই বিচার হবে সামরিক আদালতে।

“আমি এই বিচার দেখার জন্য কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি,” বলেন সানকারার স্ত্রী মারিয়াম।

তিনি বিবিসিকে বলেন, আমি সত্যটা জানতে চাই শুধু। কারা কী করেছে, সেটা।

তার ভাই পল সানকারা বলেন, আমরা দীর্ঘ সময় প্রতীক্ষা করেছি। কোম্পাওরের ২৭ বছরের শাসনকালের পুরোটা। তার আমলে এই বিচারের স্বপ্নও দেখতে পারতাম না আমরা।

সানকারার স্ত্রী তার স্বামীর হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করেন ১৯৯৭ সালে। কিন্তু এর তদন্ত চালানোর আদেশ দিতে দেশটির সুপ্রীম কোর্টের লেগেছে ১৫ বছর।

কেননা ২০১৪ সালে কোম্পাওরে উৎখাত হওয়ার আগ পর্যন্ত মামলার তেমন কোনো অগ্রগতি ছিল না।

এর পরের বছর তার দেহাবশেষ তোলা হয়েছিল ডিএনএ টেস্টের জন্য। কিন্তু তাতেও তার কোনো চিহ্ন ছিল না।

পরে ২০১৬ সালে সরকারিভাবে ফ্রান্সের কাছে সানকারা হত্যার বিষয়ে তাদের সামরিক নথিসমূহ প্রকাশের অনুরোধ জানায় বারকিনা ফাসো ।

তিন ধাপে সেই নথি অবমুক্ত করা হয়। সর্বশেষটি এ বছর এপ্রিল মাসে।

অনেকেরই আশঙ্কা ছিলো এই বিচারের প্রক্রিয়া নতুন করে বারকিনা ফাসোতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, যখন দেশটিতে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আলকায়েদা ও ইসলামিক স্টেটের আক্রমণ বেড়েছে।

এছাড়া কোম্পাওরে এখনো উল্লেখযোগ্য প্রভাব রয়েছে সেদেশে। বিশেষ করে সেনাবাহিনীর যে অংশটি তার প্রতি এখনো আনুগত্য পোষণ করে তারা বিগ্রহ ঘটাতে পারে সেই জল্পনাও ছিল।

তবে এসবের কিছুই হয়নি এখন পর্যন্ত। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরে আশা প্রকাশ করে বলেন এই বিচার দেশটির মধ্যকার সংহতি বাড়াতে সহায়ক হবে। উত্তেজনা দূর হবে।

প্রসঙ্গত, পুরো আফ্রিকা জুড়েই সানকারা একজন আইকন। পশ্চিম আফ্রিকার গাড়িতে গাড়িতে এখনো তার ছবির স্টিকার শোভা পায়। দক্ষিণ আফ্রিকার নেতা জুলিয়াস মালেমার মতো মহাদেশটির অনেকের কাছেই সানকারা এক অনুপ্রেরণার নাম।

সানকারার স্মৃতি রক্ষার্থে গঠিত কমিটির সাধারণ সম্পাদক লুক ডামিবা বলেন, “আমাদের কাছে সানকারা দেশপ্রেমিক। তিনি তার মানুষদের ভালবাসতেন। তিনি আফ্রিকাকে ভালবাসতেন। তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন।”

খুবই সাদাসিধে জীবন যাপন করতেন সানকারা। সরকারি গাড়ি আর বিমানের প্রথম শ্রেণীতে টিকেট কাটা বন্ধ করেছিলেন তিনি।

গোটা দেশকে টিকার আওতায় এনেছিলেন।

নব্য সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন তিনি। তিনি বলতেন, যে তোমাকে খাওয়াবে, সে তোমাকে নিয়ন্ত্রণও করতে চাইবে।

তিনি সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতি নিয়েছিলেন যা তার দেশসহ আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষ করে ফ্রান্সের প্রভাবের বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছিল।

সে কারণেই সানকারার স্ত্রী তার হত্যার ষড়যন্ত্রের জন্য ফ্রান্সকে দায়ী করেন।

বারকিনা ফাসোর রাজধানী ঔগাদুগুর থমাস সানকারা মেমোরিয়াল পার্কে ছ’মিটার উচু ভাস্কর্য রয়েছে সানকারার। এই ভাস্কর্যটির উদ্বোধন হয় ২০১৯ সালে। কিন্তু এর নির্মাণ নিয়ে কিছু অভিযোগ থাকায় গত বছর তা আবার ঠিকঠাক করা হয়।

ডাম্বিয়া জানান এই পার্কটি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ৮৭ মিটার উচু একটি টাওয়ার হবে। সেখানে সানকারার একটি সংগ্রহশালা করা হবে। একটা প্রেক্ষাগৃহ এবং মিডিয়া লাইব্রেরি কথা হবে। এসবই সানকারার বিপ্লবী আদর্শকে এগিয়ে নেবে।

দেশটির রাজধানীতেই তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বিবিসিকে বলেন, “তিনি এখনো আমার প্রেসিডেন্ট। তিনি মানুষের জন্য যা করেছেন তা আজও তরুণদের অনুপ্রাণিত করে।”

তবে সানকারা সমালোচনার উর্ধ্বে ছিলেন না। তার বামপন্থী আদর্শকে দানবীয় বলে থাকেন মানবাধিকারবাদীরা।

১৯৮৬ সালে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তার বিরুদ্ধে বিনা বিচারে বিরোধীদের আটকে রাখা এবং তাদের ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়।

খোদ সানকারার তথ্যমন্ত্রী থিওফাইল বালিমা বলেন, আমি মনে করে বহুত্ববাদী গণতান্ত্রিক ধ্যানধারণা গ্রহণের ক্ষেত্রে তিনি খুব ধীর ছিলেন।

“তিনি মানুষকে ক্ষমতা দিতে চেয়েছিলেন। তাই শোষিত শ্রেণীর মানুষকে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে বসিয়েছিলেন। তিনি এটি করেছিলেন ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে মানুষকে উজ্জীবিত করতে। কিন্তু তারা তার অপব্যবহার করেছিল, যা সানকারার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ”

সানকারার দ্বারা উৎখাত হওয়া প্রেসিডেন্টে জীন ব্যাপ্টিস্ট ঔয়েড্রাওগো ২০২০ সালের এক সাক্ষাৎকারে সানকারাকে নিষ্ঠুর ও রাজনৈতিকভাবে শঠ হিসেবে অভিহিত করেন।

back to top