alt

জাতীয়

২০৪ ইউপিতে ভোট চলছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৬টিতে নৌকার জয়

লক্ষ্মীপুর-২ আসন ও দুটি পৌরসভায় উপনির্বাচন

নিজস্ব বার্তা পরিবেশক : সোমবার, ২১ জুন ২০২১

প্রথম ধাপে বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ২০৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট চলছে। আজ একইদিনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আশিংক) সংসদীয় আসনের উপনির্বাচনের এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় ভোট নেয়া হচ্ছে। এর মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইতোমধ্যে ২৬টি ইউপিতে আওয়ামী লীগের (নৌকা) একক প্রার্র্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু সহিংসতারও খবর পাওয়া গেছে। কিছু এলাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, বিএনপি এই নির্বাচনে প্রার্থী না দিলেও কিছু ইউপিতে দলটির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও রয়েছেন ভোটের মাঠে।

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নারী প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বেবী রানি দাস। অন্যজন (স্বতন্ত্র) আনারস প্রতীকে উর্মিলা বাড়ৈ হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই নারী প্রার্থীই ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তাদের প্রয়াত স্বামীরাও এই ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই নারী প্রার্থীর স্বামী দুর্বৃত্তের গুলিতে নিহত হলে স্ত্রীরা রাজনীতির মাঠে আসেন।

এবারের নির্বাচনে এই দুই নারী চেয়ারম্যান প্রার্থী মুখোমুখি অবস্থানে। বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে প্রার্থী বেবী রানি দাসের বিরুদ্ধে গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর, হামলা ও ভোটারদের হুমকি দেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আনারসের স্বতন্ত্র প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উর্মিলা বাড়ৈ। তবে সব অভিযোগই মিথ্যে বলে দাবি করেছেন নৌকা প্রতীকের প্রার্থী।

আওয়ামী লীগের দুইজন প্রার্থী ছাড়াও ওই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. নাসির উদ্দিন মল্লিক। স্থানীয়রা ভোটের দিন এখানে সহিংসতার আশঙ্কা করছেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৩ নম্বর বালিয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মূলত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থীর মধ্যে লড়াই হতে যাচ্ছে। জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারে ও ঝাউতলায় গত শুক্রবার রাতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে প্রতিপক্ষরা। এ সময় দু’জন আহত হন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী এক মেম্বার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রচারে বাধা, তাদের ওপর হামলা ও হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। জেলার বামনা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে সদরের একটি ইউনিয়ন ছাড়া বাকি তিনটিতে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য র‌্যাবের ১০টি টিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮ প্লাটুন সদস্য, প্রতি ৩ ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

দুটি পৌরসভার প্রতিটির জন্য র‌্যাবের দুটি, দুই প্লাটুন বিজিবি এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ইউপিতে পুলিশের ১টি মোবাইল টিম, প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের ১টি স্ট্রাইকিং ফোর্স, প্রতি উপজেলার জন্য র‌্যাবের ২টি টিম ও ৩ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করে মাদারীপুর, গাজীপুর ও নরসিংদীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

যে ২০৪টি ইউপিতে ভোট

যেসব ইউপিতে আজ ভোটগ্রহণ হচ্ছে এগুলো হলো পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া (ইভিএম) ও মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা (ইভিএম), চন্দ্রদ্বীপ, কালিশ্বরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী।

বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া (ইভিএম), জাগুয়া ও টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর।

উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া (ইভিএম), চরকালেখা, মুলাদী ও কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ ও ভাসানচর।

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (ইভিএম), কেদারপুর, দেহেরগতি ও মাধবপাশা। গৌরনদীর বাটাজোড় (ইভিএম), সরিকল, খানজাপুর, বার্থি, চাদশী ও মহিলারা। হিজলার নলচিরা, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া।

বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া ও উদয়কাঠি।

বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া (ইভিএম), বরগুনা (ইভিএম) ও নলটোনা।

আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া (ইভিএম) ও আরপাঙ্গাশিয়া।

বেতাগীর বিবিচিনি, বেতাগী (ইভিএম), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি।

বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী।

পিরোজপুরের ভা-ারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী (ইভিএম), ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া।

পিরোজপুর সদরের কদমতলা (ইভিএম), কলাখালী, টোনা ও শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী (ইভিএম), মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী।

নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী, সমুদয়কাঠী ও জলাবাড়ী। কাউখালীর আমড়াজুড়ি ও কাউখালী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া (ইভিএম)।

ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী (ইভিএম), নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখান, ধানসিড়ি, শেখেরহাট, নথুল¬াবাদ (ইভিএম) ও কেওড়া।

নলছিটির ভৈরবপাশা (ইভিএম), মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া (ইভিএম) ও মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্তগড় (ইভিএম), রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী।

কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া।

ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া। নরসিংদী পলাশের গজারিয়া ও ডাংগা।

গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর। মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর (ইভিএম), দ্বিতীয় খন্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া।

সুনামগঞ্জ ছাতকের নোয়ারাই ও সিংচাপইড়। লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম, চর পোড়াগাছা ও চর রমিজ। কমলনগরের চর ফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী এবং বগুড়ার দুপচাচিয়ার তালোড়া।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) উপনির্বাচন

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের ভোট হচ্ছে ইভিএমে। এখানে সংসদ সদস্য পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৬টি, এর মধ্যে ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন।

দুই পৌরসভায় নির্বাচন

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রশিদুল ইসলাম, স্বতন্ত্র মো. হাবিবুর রহমান দুলাল, মো. নাহিদ বাসার চৌধুরী ও নাজমুন নাহার মুক্তি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু’জন বিএনপির স্থানীয় নেতা।

ঝালকাঠি পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. লিয়াকত আলী তালুকদার, ইসলামী আন্দোলনের মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র আফজাল হোসেন রানা। কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহামুদ, ৪ নম্বর ওয়ার্ডে কামাল শরীফ ও ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা।

প্রথম ধাপে মোট ২৭১টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়। একই সঙ্গে ১১টি পৌরসভা ও জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়। এরপর গত ২ জুন করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন এলাকার ইউপিগুলো বাদ রেখে ২১ জুন ২০৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া একই দিন দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়।

ছবি

গরমের কারণে সব সরকারি স্কুল, কলেজ আরও ৭ দিন বন্ধ

ছবি

ট্রাফিক সদস্যদের ছাতা-স্যালাইন-জুস-শরবত দিলেন আইজিপি

ছবি

ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮ : যাত্রী কল্যাণ সমিতি

ছবি

ফুলেল শ্রদ্ধায় শিব নারায়ণ দাশকে বিদায়

ছবি

দেশে ইন্টারনেট সেবায় ব্যাঘাত

ছবি

তীব্র দাবদাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ

ছবি

শিব নারায়ণের কর্নিয়ায় আলো ফুটবে দুই অন্ধের চোখে

ছবি

একদিনে করোনায় আক্রান্ত ১৬ জন

ছবি

তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্ক বার্তা আবহাওয়া অধিদপ্তরের

ছবি

বঙ্গবন্ধু টানেলে টোল ফ্রি সুবিধা পেল যেসব গাড়ি

ছবি

সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

ছবি

জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস আর নেই

ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে : আরাফাত

স্বাধীনতার ঘোষণাপত্র এবং মুজিবনগর দিবস সম্পর্কে নতুন প্রজন্মেকে জানাতে হবে

ছবি

স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি সংসদ নির্বাচ‌নের ‌চে‌য়ে বে‌শি থাকবে

ছবি

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন-জুলাইয়ে দেশে ইনফ্লুয়েঞ্জার হার বেশি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখতে বললেন প্রধানমন্ত্রী

এথেন্স সম্মেলনে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ছবি

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: স্পিকার

ছবি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

ছবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ

ছবি

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

ছবি

এমভি আবদুল্লাহ : ২১ নাবিক দেশে ফিরবেন জাহাজে, বাকি দুজন বিমানে

ছবি

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু, আবেদনের নিয়ম

ছবি

ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে আলোচনা

ছবি

টিসিবির তালিকা হালনাগাদ করতে চাই:বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি

লক্ষ্যমাত্রার চেয়ে গমের আবাদ কম

ছবি

ভোজ্য তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা আপত্তি বাণিজ্য প্রতিমন্ত্রীর

ছবি

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী

ছবি

জলবায়ু পরিবর্তনে দেশে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত : মন্ত্রী

ছবি

দেশে ফিরতে আরও ১০ দিন সময় লাগবে নাবিকদের

ছবি

মুক্ত এমভি আবদুল্লাহর ৩ ছবি প্রকাশ

ছবি

২ মে বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন

ছবি

কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

tab

জাতীয়

২০৪ ইউপিতে ভোট চলছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৬টিতে নৌকার জয়

লক্ষ্মীপুর-২ আসন ও দুটি পৌরসভায় উপনির্বাচন

নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ২১ জুন ২০২১

প্রথম ধাপে বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ২০৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট চলছে। আজ একইদিনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আশিংক) সংসদীয় আসনের উপনির্বাচনের এবং ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় ভোট নেয়া হচ্ছে। এর মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইতোমধ্যে ২৬টি ইউপিতে আওয়ামী লীগের (নৌকা) একক প্রার্র্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু সহিংসতারও খবর পাওয়া গেছে। কিছু এলাকায় সহিংসতার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংবাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, বিএনপি এই নির্বাচনে প্রার্থী না দিলেও কিছু ইউপিতে দলটির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও রয়েছেন ভোটের মাঠে।

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নারী প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বেবী রানি দাস। অন্যজন (স্বতন্ত্র) আনারস প্রতীকে উর্মিলা বাড়ৈ হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই নারী প্রার্থীই ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তাদের প্রয়াত স্বামীরাও এই ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই নারী প্রার্থীর স্বামী দুর্বৃত্তের গুলিতে নিহত হলে স্ত্রীরা রাজনীতির মাঠে আসেন।

এবারের নির্বাচনে এই দুই নারী চেয়ারম্যান প্রার্থী মুখোমুখি অবস্থানে। বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে প্রার্থী বেবী রানি দাসের বিরুদ্ধে গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর, হামলা ও ভোটারদের হুমকি দেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আনারসের স্বতন্ত্র প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উর্মিলা বাড়ৈ। তবে সব অভিযোগই মিথ্যে বলে দাবি করেছেন নৌকা প্রতীকের প্রার্থী।

আওয়ামী লীগের দুইজন প্রার্থী ছাড়াও ওই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. নাসির উদ্দিন মল্লিক। স্থানীয়রা ভোটের দিন এখানে সহিংসতার আশঙ্কা করছেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৩ নম্বর বালিয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মূলত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থীর মধ্যে লড়াই হতে যাচ্ছে। জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারে ও ঝাউতলায় গত শুক্রবার রাতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও মেম্বার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে প্রতিপক্ষরা। এ সময় দু’জন আহত হন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী এক মেম্বার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রচারে বাধা, তাদের ওপর হামলা ও হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। জেলার বামনা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে সদরের একটি ইউনিয়ন ছাড়া বাকি তিনটিতে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের জন্য র‌্যাবের ১০টি টিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮ প্লাটুন সদস্য, প্রতি ৩ ইউনিয়নের জন্য পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

দুটি পৌরসভার প্রতিটির জন্য র‌্যাবের দুটি, দুই প্লাটুন বিজিবি এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ইউপিতে পুলিশের ১টি মোবাইল টিম, প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশের ১টি স্ট্রাইকিং ফোর্স, প্রতি উপজেলার জন্য র‌্যাবের ২টি টিম ও ৩ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করে মাদারীপুর, গাজীপুর ও নরসিংদীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

যে ২০৪টি ইউপিতে ভোট

যেসব ইউপিতে আজ ভোটগ্রহণ হচ্ছে এগুলো হলো পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া (ইভিএম) ও মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা (ইভিএম), চন্দ্রদ্বীপ, কালিশ্বরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া ও কাছিপাড়া। দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী।

বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া (ইভিএম), জাগুয়া ও টংগীবাড়ীয়া। বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর।

উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরোকোঠা। মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া (ইভিএম), চরকালেখা, মুলাদী ও কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ ও ভাসানচর।

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর (ইভিএম), কেদারপুর, দেহেরগতি ও মাধবপাশা। গৌরনদীর বাটাজোড় (ইভিএম), সরিকল, খানজাপুর, বার্থি, চাদশী ও মহিলারা। হিজলার নলচিরা, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া।

বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া ও উদয়কাঠি।

বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া (ইভিএম), বরগুনা (ইভিএম) ও নলটোনা।

আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া (ইভিএম) ও আরপাঙ্গাশিয়া।

বেতাগীর বিবিচিনি, বেতাগী (ইভিএম), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি।

বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী।

পিরোজপুরের ভা-ারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী (ইভিএম), ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া।

পিরোজপুর সদরের কদমতলা (ইভিএম), কলাখালী, টোনা ও শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী (ইভিএম), মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী।

নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী, সমুদয়কাঠী ও জলাবাড়ী। কাউখালীর আমড়াজুড়ি ও কাউখালী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া (ইভিএম)।

ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী (ইভিএম), নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখান, ধানসিড়ি, শেখেরহাট, নথুল¬াবাদ (ইভিএম) ও কেওড়া।

নলছিটির ভৈরবপাশা (ইভিএম), মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া (ইভিএম) ও মোল্লারহাট। রাজাপুরের সাতুরিয়া, শুক্তগড় (ইভিএম), রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী।

কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া।

ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া। নরসিংদী পলাশের গজারিয়া ও ডাংগা।

গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর। মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর (ইভিএম), দ্বিতীয় খন্ড, ভান্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া।

সুনামগঞ্জ ছাতকের নোয়ারাই ও সিংচাপইড়। লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম, চর পোড়াগাছা ও চর রমিজ। কমলনগরের চর ফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী এবং বগুড়ার দুপচাচিয়ার তালোড়া।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) উপনির্বাচন

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের ভোট হচ্ছে ইভিএমে। এখানে সংসদ সদস্য পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৬টি, এর মধ্যে ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন।

দুই পৌরসভায় নির্বাচন

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. আসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রশিদুল ইসলাম, স্বতন্ত্র মো. হাবিবুর রহমান দুলাল, মো. নাহিদ বাসার চৌধুরী ও নাজমুন নাহার মুক্তি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু’জন বিএনপির স্থানীয় নেতা।

ঝালকাঠি পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. লিয়াকত আলী তালুকদার, ইসলামী আন্দোলনের মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র আফজাল হোসেন রানা। কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহামুদ, ৪ নম্বর ওয়ার্ডে কামাল শরীফ ও ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা।

প্রথম ধাপে মোট ২৭১টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়। একই সঙ্গে ১১টি পৌরসভা ও জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়। এরপর গত ২ জুন করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন এলাকার ইউপিগুলো বাদ রেখে ২১ জুন ২০৪টি ইউপির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া একই দিন দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়।

back to top