ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
রোববার নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে সকালে আধা ঘণ্টা এবং বিকালে আধা ঘণ্টা সময় বাড়বে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।”
বিকালে তফসিলের আগে ও পরের কাজসহ নির্বাচন প্রস্তুতির সার্বিক বিষয়ও তুলে ধরেন তিনি। সাধারণত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। তবে কদিন আগের মক ভোটিংয়ের অভিজ্ঞতা বিবেচনায় এবার সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
এদিন সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।” কমিশনের এই সার্বিক সিদ্ধান্তের পর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা রয়েছে।