alt

রাজনীতি

নারায়ণগঞ্জে ১৬ ইউপি চেয়ারম্যান পদে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দুই ইউপিতে একক প্রার্থী

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ : রোববার, ১৭ অক্টোবর ২০২১

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে তিন উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ রোববার (১৭ অক্টোবর)।

শেষ দিনে ১৬ ইউপি চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে গোলাকান্দাইল ও ভুলতা ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ১৬ ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৯২ পদের বিপরীতে ৭৮০ জন মনোনয়নপত্র জমা করেছেন। সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে সারাদেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সদর উপজেলার ৬টি, বন্দর উপজেলার ৫টি ও রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয় ১৭ অক্টোবর। এরপর মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। নারায়ণগঞ্জের কায়েতপাড়া ও মুড়াপাড়া ইউপিতে কেবল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

সদর উপজেলা

কাশীপুর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সাইফউল্লাহ বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুহাম্মাদ ওমর ফারুক ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্যের ৯টি পদের বিপরীতে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্যের ৩টি পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বক্তাবলী ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম শওকত আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল আলম সেন্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী এস এম কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সায়েম আহাম্মেদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোগনগর ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বন্দর উপজেলা

বন্দর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এহসান উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মদনপুর ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী এম এ সালাম, ইসলামী আন্দোলনের প্রার্থী, দুইজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ধামগড় ইউপি চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদ, বাংলাদেশ খেলাফত ইসলামের মনোনীত প্রার্থী, ছয়জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুছাপুর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাকসুদ হোসেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন প্রধান, ইসলামী আন্দোলনের প্রার্থী, জাকের পার্টির প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপগঞ্জ উপজেলা

কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান পদে দশজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহেদ আলী, জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানসহ আটজন। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছ ও স্বতন্ত্র প্রার্থী একজন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান তুহিন। তবে সাধারণ সদস্য পদে ৩৬টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ভুলতা ইউপিতেও চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত আরিফুল হক ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমান পরিষদেরও চেয়ারম্যান। ইউপির সাধারণ সদস্য পদে ৩৩টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ভোলাব ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী, জাকের পার্টির প্রার্থী, দুইজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৬ ইউপির ৭ রিটার্নিং কর্মকর্তা

তিন উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন পরিচালনার জন্য ৭ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কুতুবপুর, গোগনগর ও এনায়েতনগর ইউপির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন। আলীরটেক ও বক্তবলী ইউপি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন সদর উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা আতাউর রহমান। কাশীপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।

মদনপুর, বন্দর ও কলাগাছিয়া ইউপিতে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। মুছাপুর ও ধামগড় ইউপিতে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

মুড়াপাড়া, কায়েতপাড়া, ভুলতা ইউপির রিটার্নিং কর্মকর্তা হলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান। ভোলাব ও গোলাকান্দাইল ইউপিতে আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ছবি

‘স্বার্থহীন’ রাজনীতির উদাহরণ পঙ্কজ ভট্টাচার্য

ছবি

মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা: কাদের

দুই ধাপের ভোটেই এমপির স্বজনরা

দুই ধাপের ভোটেই এমপির স্বজনরা

প্রথম ধাপে চার উপজেলায় ভোটের প্রয়োজন নেই

ছবি

মাদারীপুরে দুইটি উপজেলায় ২১ প্রার্থীর প্রতিক বরাদ্দ

ছবি

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে : কাদের

ছবি

উপজেলা নির্বাচন: পরশুরামে এবারও ভোটের প্রয়োজন হবে না

চেয়ারম্যান পদে জামায়াত নেতার মনোনযন প্রত্যাহার, দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই

ছবি

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

ছবি

তাপপ্রবাহের কারণে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত

লালমনিরহাটে দলীয় নির্দেশ উপেক্ষা করেই সাবেক মন্ত্রীর ভাই-ছেলের লড়াই

ছবি

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ছবি

সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

কসবায় নির্বাচন থেকে সরছেন না মন্ত্রীর আত্মীয় ছাইদুর

ছবি

স্বাস্থ্য সুরক্ষা আইন করে প্রাইভেট হাসপাতালের রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ: স্বাস্থ্য মন্ত্রী

ছবি

রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বিএনপি : ওবায়দুল কাদের

ছবি

১০ দিনে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে ছাত্রলীগ

ছবি

সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

ছবি

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতি করতে চাই-- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি

ছবি

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

ছবি

সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে: রিজভী

ছবি

ইরাকে ইরানপন্থি বাহিনীর ঘাঁটিতে বিমান হামলায় হতাহত ৭

ছবি

আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি

ছবি

আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে : কাদের

ছবি

আমি লজ্জিত-দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী, দোষীদের কপালে দুঃখ আছে : পলক

ছবি

যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে : শেখ হাসিনা

মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ’লীগের

ছবি

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়া : পররাষ্ট্রমন্ত্রী

ছবি

খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : শেখ হাসিনা

ছবি

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

ছবি

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি

মনোনয়নে বিএনপি-জামায়াতের নেতারা, তবে দল দু’টির বর্জনের ঘোষণা

ছবি

আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

ছবি

হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু : ওবায়দুল কাদের

ছবি

এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

tab

রাজনীতি

নারায়ণগঞ্জে ১৬ ইউপি চেয়ারম্যান পদে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দুই ইউপিতে একক প্রার্থী

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ

রোববার, ১৭ অক্টোবর ২০২১

দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে তিন উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ রোববার (১৭ অক্টোবর)।

শেষ দিনে ১৬ ইউপি চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে গোলাকান্দাইল ও ভুলতা ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ১৬ ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৯২ পদের বিপরীতে ৭৮০ জন মনোনয়নপত্র জমা করেছেন। সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে সারাদেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সদর উপজেলার ৬টি, বন্দর উপজেলার ৫টি ও রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয় ১৭ অক্টোবর। এরপর মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। নারায়ণগঞ্জের কায়েতপাড়া ও মুড়াপাড়া ইউপিতে কেবল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

সদর উপজেলা

কাশীপুর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সাইফউল্লাহ বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুহাম্মাদ ওমর ফারুক ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্যের ৯টি পদের বিপরীতে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্যের ৩টি পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বক্তাবলী ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম শওকত আলী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এনায়েতনগর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল আলম সেন্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী এস এম কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী, জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আলীরটেক ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী সায়েম আহাম্মেদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও জাকের পার্টির মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোগনগর ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বন্দর উপজেলা

বন্দর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এহসান উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মদনপুর ইউপি চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী এম এ সালাম, ইসলামী আন্দোলনের প্রার্থী, দুইজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ধামগড় ইউপি চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুম আহম্মেদ, বাংলাদেশ খেলাফত ইসলামের মনোনীত প্রার্থী, ছয়জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুছাপুর ইউপি চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাকসুদ হোসেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন প্রধান, ইসলামী আন্দোলনের প্রার্থী, জাকের পার্টির প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রূপগঞ্জ উপজেলা

কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান পদে দশজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহেদ আলী, জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানসহ আটজন। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছ ও স্বতন্ত্র প্রার্থী একজন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান তুহিন। তবে সাধারণ সদস্য পদে ৩৬টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ভুলতা ইউপিতেও চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত আরিফুল হক ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমান পরিষদেরও চেয়ারম্যান। ইউপির সাধারণ সদস্য পদে ৩৩টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ভোলাব ইউপি চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী, জাকের পার্টির প্রার্থী, দুইজন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৬ ইউপির ৭ রিটার্নিং কর্মকর্তা

তিন উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন পরিচালনার জন্য ৭ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কুতুবপুর, গোগনগর ও এনায়েতনগর ইউপির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন। আলীরটেক ও বক্তবলী ইউপি নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন সদর উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা আতাউর রহমান। কাশীপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।

মদনপুর, বন্দর ও কলাগাছিয়া ইউপিতে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। মুছাপুর ও ধামগড় ইউপিতে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

মুড়াপাড়া, কায়েতপাড়া, ভুলতা ইউপির রিটার্নিং কর্মকর্তা হলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান। ভোলাব ও গোলাকান্দাইল ইউপিতে আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

back to top