এক ম্যাচ গোলশূন্য থাকার পর আবারও দুর্দান্ত ফর্মে ফিরলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে রবিবার রাতে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এনে দিলেন দাপুটে ৫-১ গোলের জয়। একই সঙ্গে নিজের ঝুলিতে যোগ করলেন আরেকটি ইতিহাস—পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের রেকর্ডে এবার তিনি পেছনে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।
ম্যাচের শুরুটা যদিও সহজ ছিল না মেসিদের জন্য। ১৪ মিনিটেই রেড বুলসকে এগিয়ে দেন আলেক্সান্ডার হেক। তবে খুব বেশি সময় লাগেনি সমতায় ফেরার। ২৪ মিনিটে দুর্দান্ত এক থ্রু পাসে জর্দি আলবাকে দিয়ে গোল করান মেসি। এরপর ২৭ ও প্রথমার্ধের যোগ করা সময়ে তেলাসকো সেগোভিয়ার দুই গোল মায়ামিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়।
বিরতির পর আসে মেসি-ম্যাজিক। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের নিখুঁত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জোড়া গোলের মাধ্যমে মেসির নন-পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়াল ৭৬৪, যা রোনালদোর ৭৬৩ গোলকে ছাড়িয়ে গেছে। মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮৭৪, যেখানে তিনি রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেছেন।
এছাড়া মেসি টানা ১৯ পঞ্জিকাবর্ষে (২০০৭–২০২৫) ৩০ বা তার বেশি গোল অথবা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখার বিরল কীর্তিও গড়েছেন।
এই জয়ের পর ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠেছে ইন্টার মায়ামি। যদিও শীর্ষে থাকা চার দলই মায়ামির চেয়ে তিনটি করে বেশি ম্যাচ খেলেছে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।
রোববার, ২০ জুলাই ২০২৫
এক ম্যাচ গোলশূন্য থাকার পর আবারও দুর্দান্ত ফর্মে ফিরলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে রবিবার রাতে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এনে দিলেন দাপুটে ৫-১ গোলের জয়। একই সঙ্গে নিজের ঝুলিতে যোগ করলেন আরেকটি ইতিহাস—পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের রেকর্ডে এবার তিনি পেছনে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।
ম্যাচের শুরুটা যদিও সহজ ছিল না মেসিদের জন্য। ১৪ মিনিটেই রেড বুলসকে এগিয়ে দেন আলেক্সান্ডার হেক। তবে খুব বেশি সময় লাগেনি সমতায় ফেরার। ২৪ মিনিটে দুর্দান্ত এক থ্রু পাসে জর্দি আলবাকে দিয়ে গোল করান মেসি। এরপর ২৭ ও প্রথমার্ধের যোগ করা সময়ে তেলাসকো সেগোভিয়ার দুই গোল মায়ামিকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়।
বিরতির পর আসে মেসি-ম্যাজিক। ৬০ মিনিটে সের্হিও বুসকেতসের নিখুঁত পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জোড়া গোলের মাধ্যমে মেসির নন-পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়াল ৭৬৪, যা রোনালদোর ৭৬৩ গোলকে ছাড়িয়ে গেছে। মেসির ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮৭৪, যেখানে তিনি রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেছেন।
এছাড়া মেসি টানা ১৯ পঞ্জিকাবর্ষে (২০০৭–২০২৫) ৩০ বা তার বেশি গোল অথবা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখার বিরল কীর্তিও গড়েছেন।
এই জয়ের পর ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠেছে ইন্টার মায়ামি। যদিও শীর্ষে থাকা চার দলই মায়ামির চেয়ে তিনটি করে বেশি ম্যাচ খেলেছে। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।