alt

উপ-সম্পাদকীয়

মাশরুম প্রকল্প কার জন্য?

শ্যামলী তঞ্চঙ্গ্যা

: বুধবার, ০৯ জুন ২০২১

গত বছরের ২৭ অক্টোবর অনলাইনে মাশরুম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে ‘মাশরুম চাষের সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় আমাদের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে। মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গবেষণা বাড়াতে হবে বলেও জানান তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, গবেষণা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও সিজনভিত্তিক নতুন জাতের মাশরুম উদ্ভাবন করতে হবে এবং চাষ সম্প্রসারণ করতে হবে। মন্ত্রী মহোদয়ের এই সুন্দর আশাবাদকে মাশরুম সংশ্লিষ্টরা অবশ্যই সাধুবাদ জানাবে। তবে প্রশ্ন থেকে যায়, কোথায় কার জন্য কে করবে এই গবেষণা? এর আগেও বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রকল্পে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছে। মাশরুম উন্নয়ন প্রকল্প ছিল উন্নয়ন প্রকল্পের মডেল। সবাই মাশরুম প্রকল্পকে মারহাভা দিচ্ছিল। কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের বড় কর্তারা খুশি, অবসরে যাওয়া কর্মকর্তারা খুশি, তাদের বিবি সাহেবেরা খুশি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রফেসররা খুশি। কেউ খেয়ে খুশি, কেউ নিয়ে খুশি, কেউ এমনি-এমনিই খুশি।

আপনারা হয়ত প্রশ্ন করবেন- আচ্ছা প্রকল্প ভিজিট করলেই কি ওরা দু’হাত ভরে দেয়? না সবাইকে ওরা দেয় না। যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন। আপনি কত বড় কর্তা সেটির ওপর ভিত্তি করে আপনি পাবেন। আপনি অবসরে যাওয়া কর্তা ব্যক্তি হলে আপনার সঙ্গে ক্ষমতাশীন কর্তা ব্যক্তিদের সঙ্গে ভালো খাতির থাকতে হবে। অথবা এমন একটা ভাব করবেন যে ডিজি সাহেবের সঙ্গে তো আমার মাঝে-মাঝেই দেখা হয়। অথবা বলবেন, এই তো পরশুই ডিজি মহোদয়ের সঙ্গে দেখা হলে আপনাদের প্রকল্পের সফলতার গল্প আলাপ করব। কেউ যদি বলতে পারেন, মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে আমার সখ্য আছে- তার সঙ্গে সাক্ষাৎ হলে বলব- আপনারা খুব ভালো করছেন; তাহলে আপনার হয়েই যাবে! অনেকে একদম ভনিতা পছন্দ করেন না। এরা রসিকও বটে। হঠাৎ নাটকীয়ভাবে স্নেহের সুরে প্রকল্প পরিচালককে বলবে- তোমাদের সাভারে নাকি ভালো খাসির মাংস পাওয়া যায়! প্রকল্প পরিচালক বলবে, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। রসময় গুপ্ত মানিব্যাগ বের করে টাকা বের করতে উদ্যত হতেই প্রকল্প পরিচালক বলবে স্যার লজ্জা দেবেন না, এতদিন পর এসেছেন। স্যার কয় কেজি লাগবে? রসময় গুপ্ত বলবেন, ৮-১০ কেজি। প্রকল্প পরিচালক কলিং বেল টিপে তার দক্ষ অ্যাটেনডেন্স কে বাজারে পাঠাবে। সাভার নামা-বাজারে খাসির মাংসের সঙ্গে ল্যাংড়া বাছুরের মাংস সস্তায় পাওয়া যায়। অতএব এসব মাংস কেনার দায়িত্ব পেলে অ্যাটেনডেন্সেরও হয়ে যায়।

আচ্ছা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি কোন উন্নয়ন প্রকল্প ভিজিট করেছিলেন? কেননা তিনি লিখেছিলেন- ‘যদি জোটে রোজ- এমনি বিনি পয়সার ভোজ। ডিশের পরে ডিশ- শুধু মটন কারি ফিশ, সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার রয়াল ডোজ। পরের তহবিল- চোকায় উইলসনের বিল- থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।’

রবীন্দ্রনাথ ঠিকই লিখেছেন, কেউ কারও খোঁজ রাখেনি। মাশরুম উদ্যোক্তা আর চাষির খোঁজ কেউ রাখেনি। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট গবেষণার নামে উন্নয়ন কর্মকর্তা ও কতিপয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বায়োডাটা প্রলম্বিত করেছে। উন্নয়ন প্রকল্পের কারিগরদের পিএইচডি ডিগ্রি দিয়ে বিনিময়ে কোন-কোন প্রফেসর এখানে তার গবেষণার বিষয়ে ল্যাবরেটরি তৈরি করতে উৎসাহিত করেছে। এইসব ল্যাবরেটরি থেকে বাংলাদেশের মাশরুম উদ্যোক্তারা কিছু পাবে না। অথচ এসব সুবিধাভোগী চতুর প্রফেসর ক্ষমতাশীনদের খুব কাছে চলে যেতে পারে। যেমন মাশরুম প্রকল্পের দূর্দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একবার আয়োজিত বোটানিক্যাল সোসাইটির কনফারেন্সে তৎকালীন মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে প্রধান অতিথি করা হয়। কৃষিমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে অল্প সময়ের জন্য এলেও এক চতুর প্রফেসর তার কানে মাশরুম প্রকল্পের সাফাই গেয়ে আবার প্রকল্প অনুমোদনের অনুরোধ করে। কিন্তু বিধি বাম! এইসব সুবিধাবাদীদের খুব ভালো করে চেনেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। মুুহূর্তেই প্রধান অতিথির বক্তব্যে তিনি মাশরুম প্রকল্প নিয়ে অগ্নিঝড়া বক্তব্য দেন। মঞ্চে উপবিষ্ট মাশরুমপ্রেমী প্রফেসর এবং মঞ্চের বাইরে মাশরুমের স্টল সাজিয়ে বসে থাকা মাশরুমের উপপরিচালক ও মাশরুম বিশেষজ্ঞ মুখ লুকানোর জায়গা খুঁজে পায়নি।

এমন ঘটনা মন্ত্রণালয়েও নাকি ঘটেছে। দুর্নীতি ও নানাবিধ অপকর্মের কারণে মাশরুম উদ্যোক্তা ও চাষিদের তোপের মুখে নাজেহাল যখন মাশরুম প্রকল্প এমনি সময়ে একজন প্রভাবশালী কর্মকর্তা কৃষিমন্ত্রীর সামনে বলে বসলেন, ‘মাশরুম প্রকল্প তো বেশ ভালো করছে।’ মন্ত্রী নাকি তেলে-বেগুনে জ্বলে উঠে বলেছিলেন, ‘তাই নাকি! ওরা খুব খাইয়ে-টাইয়ে দিয়েছে আপনাকে, চেহারা তো জ্বল-জ্বল করছে।’

অভার-ডোজে আপ্যায়ন, লাগামহীন কেনাকাটা, ভাউচার বাণিজ্য এবং মাশরুম উদ্যোক্তাদের প্রতি উদাসিনতায় মুখ থুবরে পড়েছিলো জাতীয় মাশরুম প্রকল্প।

পাঁচ বছর আগের গল্প এগুলো। উন্নয়ন প্রকল্পের জন্য আরও বরাদ্দ ছিল ছিয়াত্তর কোটি টাকা। প্রকল্পটি এ টেবিল সে-টেবিল করে মন্ত্রণালয়ের সবুজ পাতায় পৌঁছে গিয়েছিল। কৃষিমন্ত্রী স্বাক্ষর করে দিলেই সেটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের জন্য যেত।

দুই দশক আগে রাঙামাটিতে মাশরুম প্রকল্প চালু হলে সেখানেও ব্যাপক দুর্নীতি হয়, রাঙামাটি ঢাকা থেকে অনেক দূরে ছিল বলে নাকি খোঁজখবর নেয়া সম্ভব হয়নি। তাহলে কৃষি বিভাগের নাকের ডগায় অবস্থিত সাভারের মাশরুম প্রকল্পের বেহাল অবস্থা কি অতিরিক্ত খোঁজখবর নেয়ার কারণে হয়েছে!

একজন মাশরুমপ্রেমী হিসেবে আমি মাশরুম উন্নয়ন প্রত্যাশী। সত্যিকার অর্থেই যদি ভালো কাজের সুযোগ থাকে তবে সেটি হৌক, নচেৎ সাধারণ মানুষকে মিথ্যা আস্ফালনে প্রতারণা করা ঠিক নয়। প্রকল্পের নামে আবার কানার হাটবাজার যেন না বসে সেদিকে কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

shyamolitg@gmail.com

ছবি

স্মরণ : কাঙ্গাল হরিনাথ মজুমদার

ঐতিহাসিক মুজিবনগর দিবস

দাবদাহে সুস্থ থাকবেন কীভাবে

কত দিন পরে এলে, একটু শোনো

রম্যগদ্য : আনন্দ, দ্বিগুণ আনন্দ...

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

ঈদ নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি, বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ

প্রসঙ্গ: বিদেশি ঋণ

ছাত্ররাজনীতি কি খারাপ?

জাকাত : বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ স্কাউটস দিবস : শুরুর কথা

ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

প্রবাসীর ঈদ-ভাবনা

বিশ্ব স্বাস্থ্য দিবস

ধানের ফলন বাড়াতে ক্লাইমেট স্মার্ট গুটি ইউরিয়া প্রযুক্তি

কমিশন কিংবা ভিজিটে জমি রেজিস্ট্রির আইনি বিধান ও প্রাসঙ্গিকতা

ছবি

ঈদের অর্থনীতি

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে ‘পোস্ট পার্টিশন সিনড্রম’

শিক্ষকের বঞ্চনা, শিক্ষকের বেদনা

নিরাপদ সড়ক কেন চাই

রম্যগদ্য : ‘প্রহরীর সাতশ কোটি টাকা...’

ছবি

অবন্তিকাদের আত্মহনন

শিক্ষাবিষয়ক ভাবনা

অপ্রয়োজনে সিজারিয়ান নয়

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

ছবি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আতুড়ঘর

চেক ডিজঅনার মামলার অধিক্ষেত্র ও প্রাসঙ্গিকতা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের কৃষি

ছবি

‘হৃৎ কলমের’ পাখি এবং আমাদের জেগে ওঠা

ছবি

ভূগর্ভস্থ পানি সুরক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ

tab

উপ-সম্পাদকীয়

মাশরুম প্রকল্প কার জন্য?

শ্যামলী তঞ্চঙ্গ্যা

বুধবার, ০৯ জুন ২০২১

গত বছরের ২৭ অক্টোবর অনলাইনে মাশরুম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে ‘মাশরুম চাষের সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় আমাদের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে। মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গবেষণা বাড়াতে হবে বলেও জানান তিনি। কৃষিমন্ত্রী আরও বলেন, গবেষণা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও সিজনভিত্তিক নতুন জাতের মাশরুম উদ্ভাবন করতে হবে এবং চাষ সম্প্রসারণ করতে হবে। মন্ত্রী মহোদয়ের এই সুন্দর আশাবাদকে মাশরুম সংশ্লিষ্টরা অবশ্যই সাধুবাদ জানাবে। তবে প্রশ্ন থেকে যায়, কোথায় কার জন্য কে করবে এই গবেষণা? এর আগেও বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রকল্পে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছে। মাশরুম উন্নয়ন প্রকল্প ছিল উন্নয়ন প্রকল্পের মডেল। সবাই মাশরুম প্রকল্পকে মারহাভা দিচ্ছিল। কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের বড় কর্তারা খুশি, অবসরে যাওয়া কর্মকর্তারা খুশি, তাদের বিবি সাহেবেরা খুশি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রফেসররা খুশি। কেউ খেয়ে খুশি, কেউ নিয়ে খুশি, কেউ এমনি-এমনিই খুশি।

আপনারা হয়ত প্রশ্ন করবেন- আচ্ছা প্রকল্প ভিজিট করলেই কি ওরা দু’হাত ভরে দেয়? না সবাইকে ওরা দেয় না। যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন। আপনি কত বড় কর্তা সেটির ওপর ভিত্তি করে আপনি পাবেন। আপনি অবসরে যাওয়া কর্তা ব্যক্তি হলে আপনার সঙ্গে ক্ষমতাশীন কর্তা ব্যক্তিদের সঙ্গে ভালো খাতির থাকতে হবে। অথবা এমন একটা ভাব করবেন যে ডিজি সাহেবের সঙ্গে তো আমার মাঝে-মাঝেই দেখা হয়। অথবা বলবেন, এই তো পরশুই ডিজি মহোদয়ের সঙ্গে দেখা হলে আপনাদের প্রকল্পের সফলতার গল্প আলাপ করব। কেউ যদি বলতে পারেন, মাননীয় কৃষিমন্ত্রীর সঙ্গে আমার সখ্য আছে- তার সঙ্গে সাক্ষাৎ হলে বলব- আপনারা খুব ভালো করছেন; তাহলে আপনার হয়েই যাবে! অনেকে একদম ভনিতা পছন্দ করেন না। এরা রসিকও বটে। হঠাৎ নাটকীয়ভাবে স্নেহের সুরে প্রকল্প পরিচালককে বলবে- তোমাদের সাভারে নাকি ভালো খাসির মাংস পাওয়া যায়! প্রকল্প পরিচালক বলবে, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। রসময় গুপ্ত মানিব্যাগ বের করে টাকা বের করতে উদ্যত হতেই প্রকল্প পরিচালক বলবে স্যার লজ্জা দেবেন না, এতদিন পর এসেছেন। স্যার কয় কেজি লাগবে? রসময় গুপ্ত বলবেন, ৮-১০ কেজি। প্রকল্প পরিচালক কলিং বেল টিপে তার দক্ষ অ্যাটেনডেন্স কে বাজারে পাঠাবে। সাভার নামা-বাজারে খাসির মাংসের সঙ্গে ল্যাংড়া বাছুরের মাংস সস্তায় পাওয়া যায়। অতএব এসব মাংস কেনার দায়িত্ব পেলে অ্যাটেনডেন্সেরও হয়ে যায়।

আচ্ছা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি কোন উন্নয়ন প্রকল্প ভিজিট করেছিলেন? কেননা তিনি লিখেছিলেন- ‘যদি জোটে রোজ- এমনি বিনি পয়সার ভোজ। ডিশের পরে ডিশ- শুধু মটন কারি ফিশ, সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার রয়াল ডোজ। পরের তহবিল- চোকায় উইলসনের বিল- থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।’

রবীন্দ্রনাথ ঠিকই লিখেছেন, কেউ কারও খোঁজ রাখেনি। মাশরুম উদ্যোক্তা আর চাষির খোঁজ কেউ রাখেনি। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট গবেষণার নামে উন্নয়ন কর্মকর্তা ও কতিপয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বায়োডাটা প্রলম্বিত করেছে। উন্নয়ন প্রকল্পের কারিগরদের পিএইচডি ডিগ্রি দিয়ে বিনিময়ে কোন-কোন প্রফেসর এখানে তার গবেষণার বিষয়ে ল্যাবরেটরি তৈরি করতে উৎসাহিত করেছে। এইসব ল্যাবরেটরি থেকে বাংলাদেশের মাশরুম উদ্যোক্তারা কিছু পাবে না। অথচ এসব সুবিধাভোগী চতুর প্রফেসর ক্ষমতাশীনদের খুব কাছে চলে যেতে পারে। যেমন মাশরুম প্রকল্পের দূর্দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে একবার আয়োজিত বোটানিক্যাল সোসাইটির কনফারেন্সে তৎকালীন মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে প্রধান অতিথি করা হয়। কৃষিমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে অল্প সময়ের জন্য এলেও এক চতুর প্রফেসর তার কানে মাশরুম প্রকল্পের সাফাই গেয়ে আবার প্রকল্প অনুমোদনের অনুরোধ করে। কিন্তু বিধি বাম! এইসব সুবিধাবাদীদের খুব ভালো করে চেনেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। মুুহূর্তেই প্রধান অতিথির বক্তব্যে তিনি মাশরুম প্রকল্প নিয়ে অগ্নিঝড়া বক্তব্য দেন। মঞ্চে উপবিষ্ট মাশরুমপ্রেমী প্রফেসর এবং মঞ্চের বাইরে মাশরুমের স্টল সাজিয়ে বসে থাকা মাশরুমের উপপরিচালক ও মাশরুম বিশেষজ্ঞ মুখ লুকানোর জায়গা খুঁজে পায়নি।

এমন ঘটনা মন্ত্রণালয়েও নাকি ঘটেছে। দুর্নীতি ও নানাবিধ অপকর্মের কারণে মাশরুম উদ্যোক্তা ও চাষিদের তোপের মুখে নাজেহাল যখন মাশরুম প্রকল্প এমনি সময়ে একজন প্রভাবশালী কর্মকর্তা কৃষিমন্ত্রীর সামনে বলে বসলেন, ‘মাশরুম প্রকল্প তো বেশ ভালো করছে।’ মন্ত্রী নাকি তেলে-বেগুনে জ্বলে উঠে বলেছিলেন, ‘তাই নাকি! ওরা খুব খাইয়ে-টাইয়ে দিয়েছে আপনাকে, চেহারা তো জ্বল-জ্বল করছে।’

অভার-ডোজে আপ্যায়ন, লাগামহীন কেনাকাটা, ভাউচার বাণিজ্য এবং মাশরুম উদ্যোক্তাদের প্রতি উদাসিনতায় মুখ থুবরে পড়েছিলো জাতীয় মাশরুম প্রকল্প।

পাঁচ বছর আগের গল্প এগুলো। উন্নয়ন প্রকল্পের জন্য আরও বরাদ্দ ছিল ছিয়াত্তর কোটি টাকা। প্রকল্পটি এ টেবিল সে-টেবিল করে মন্ত্রণালয়ের সবুজ পাতায় পৌঁছে গিয়েছিল। কৃষিমন্ত্রী স্বাক্ষর করে দিলেই সেটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের জন্য যেত।

দুই দশক আগে রাঙামাটিতে মাশরুম প্রকল্প চালু হলে সেখানেও ব্যাপক দুর্নীতি হয়, রাঙামাটি ঢাকা থেকে অনেক দূরে ছিল বলে নাকি খোঁজখবর নেয়া সম্ভব হয়নি। তাহলে কৃষি বিভাগের নাকের ডগায় অবস্থিত সাভারের মাশরুম প্রকল্পের বেহাল অবস্থা কি অতিরিক্ত খোঁজখবর নেয়ার কারণে হয়েছে!

একজন মাশরুমপ্রেমী হিসেবে আমি মাশরুম উন্নয়ন প্রত্যাশী। সত্যিকার অর্থেই যদি ভালো কাজের সুযোগ থাকে তবে সেটি হৌক, নচেৎ সাধারণ মানুষকে মিথ্যা আস্ফালনে প্রতারণা করা ঠিক নয়। প্রকল্পের নামে আবার কানার হাটবাজার যেন না বসে সেদিকে কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

shyamolitg@gmail.com

back to top