Sangbad-VAW

জুন মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ২৫টি ঘটনা ঘটেছে

vaw
ডেটা » নারীর প্রতি সহিংসতা

গত জুন মাসে ঢাকা জেলায় নারী ও শিশুর প্রতি সহিংসতার ২৫টি ঘটনার কথা জানা গেছে। ভাও ট্র্যাকারের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এই তথ্য। ১৬ টি জাতীয় ও চট্টগ্রাম ভিত্তিক ৫টি আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেএই ডেটা সংগ্রহ করা হয়েছে ভাও ট্র্যাকার।

জুন মাসে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণের ঘটনা- ৮টি। হত্যার ঘটনা ঘটেছে ৬টি। এরপর রয়েছে আত্মহত্যা, ধর্ষণের পর হত্যা, শারীরীক সহিংসতা, যৌন হয়রানি, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণচেষ্টা।

জুন মাসে নারীর প্রতি সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ১৪টি। ৭টি ঘটনা তদন্তানাধীন। মামলার প্রক্রিয়া চলছিল ৪টির।

সহিংসতার শিকার নারীদের মধ্যে ৫ থেকে ১৮ বছর বয়সী ছিল ৫ জন, ১৯ থেকে ৩০ বছর বয়সী ছিলেন ১২ জন, ৩০ থেকে ৪৫ বছর বয়সী ছিলেন ৪ জন। সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ১৯ থেকে ৩০ বছর বয়সী নারীরা।

এসব সহিংসতায় যারা অভিযুক্ত হয়েছেন তাদের অনেকের বয়স জানা যায়নি। যেসব অভিযুক্তের বয়স জানা গেছে তাদের মধ্যে ১৪ থেকে ১৮ বছর বয়সী ২ জন, ১৯ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৫৫ বছর বয়সী ৩ জন।