জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২৩৪টি ঘটনালিপি বদ্ধ করেছে ভাওট্র্যাকার। এই সংখ্যাগত বছরের জুন মাসের ১২১টি ঘটনার তুলনায় ১১৩টি বেশি। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। মোট সহিংসতার ৬৪.৯৬% যৌন ও প্রাণঘাতী।
১। কোন বয়সীরা বেশি সহিংসতার শিকার
জুন মাসে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৮৬জন)। একক বয়সসীমা বিবেচনায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৩৬ বছরের বেশি বয়সী নারীরা।
২। অপরাধীরা কোন বয়সী
জুন মাসে নারী-কন্যা শিশুর প্রতি সহিংসতায় মোট ২৪৪ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ৯৮ জনের বয়স পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে।
৩। সহিংসতা সবচেয়ে বেশি কোন কোন জেলায়
চার্টে প্রদর্শিত জেলাগুলোর বাইরে, বরিশাল, কক্সবাজার, গাইবান্ধা, খুলনা, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শেরপুর ও সুনামগঞ্জ প্রতিটি জেলায় ৫টি করে ঘটনা ঘটেছে। হবিগঞ্জ, কুড়িগ্রাম, পিরোজপুর ও সিরাজগঞ্জ এই জেলাগুলোর প্রতিটিতে ৪টি করে ঘটনা ঘটেছে। এছাড়া চাঁদপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নেত্রকোনা, পাবনা ও টাঙ্গাইল এসব জেলাগুলোতে ৩টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যান্য জেলাগুলোতে ১ থেকে ২টি করে সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
৪। ধর্ষণ কেন্দ্রিক সহিংসতা বেশি যেসব জেলায়
জুন মাসে বাংলাদেশে ধর্ষণ কেন্দ্রিক (ধর্ষণ, দলবদ্ধধর্ষণ) সহিংসতার ঘটনা ঘটেছে ৬৬টি।
চার্টে উল্লেখিত জেলার বাইরে বান্দরবান, গাজীপুর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, রাজবাড়ী ও শেরপুর এই ১০টি জেলায় ২টি করে ঘটনা পাওয়া গেছে।
দেশের ২০টি জেলায় কমপক্ষে ১টি করে ধর্ষণ কেন্দ্রিক ঘটনা ঘটেছে।
এছাড়া জুন মাসে ৩২ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনায় ঢাকা জেলায় সর্বাধিক ৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পটুয়াখালী জেলায় ৩টি, এবং চাঁদপুর, গাইবান্ধা, গাজীপুর, মাদারীপুর, নাটোর ও টাঙ্গাইল, এই ৬টি জেলায় ২টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৩টি জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জুন মাসে মোট ২০টি শারীরিক সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে ১৬টি জেলায়। বগুড়া জেলায় সর্বোচ্চ ৩টি এবং বরিশাল ও ঢাকা জেলায় ২টি করে ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, খুলনা, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, মাদারীপুর, মৌলভীবাজার, নওগাঁ, নোয়াখালী, পিরোজপুর ও সুনামগঞ্জ এ ১টি করে শারীরিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।
জুন মাসে যৌন হয়রানির ঘটনায় মোট ৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনা ঘটেছে বগুড়া, ঢাকা, জয়পুরহাট, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, নেত্রকোনা, নোয়াখালী ও পিরোজপুর এই ৮টি জেলার প্রতিটিতে ১টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।
৫ | ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান
জুন মাসে সংঘটিত ২৩৮টি অপরাধের মধ্যে ১১৪টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ১২টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৬৪টি ঘটনায় বলা হয়েছে “তদন্তচলমান”, এবং ৪৫টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। এছাড়া ৯টি ঘটনায় মামলা হয়নি বলে উল্লেখ রয়েছে।