জুলাই মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২৪৪টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার। এই সংখ্যা জুন মাসের চেয়ে ৭টি কম। ২১টি সংবাদমাধ্যমের অনলাইন ও মুদ্রিত সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। মোট সহিংসতার ৬৮.৪৪% যৌন ও প্রাণঘাতী।
১। কোন বয়সীরা বেশি সহিংসতার শিকার
জুন মাসের মতো জুলাই মাসেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৭৯জন)। যা মোট সংখ্যার প্রায় ৪৫%। একক সংখ্যায় সবচেয়ে বেশি শিকার ১২ বছরের কম নারী ও কন্যাশিশুরা (৪৪জন)।
২। অপরাধীরা কোন বয়সী
জুলাই মাসে নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ২৪৬ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ১২৯ জনের বয়স পাওয়া গেছে। এদের ৭১ জনের বয়স ১৮ থেকে ৩৫ বছরের ভেতর। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে।
৩। সহিংসতা সবচেয়ে বেশি কোন কোন জেলায়
সহিংসতার সংখ্যা বিবেচনায় শীর্ষ জেলাগুলির মধ্যে ঢাকা ও চট্টগ্রাম জুন মাসের মতো জুলাই মাসেও শীর্ষে। জুন মাসের মতো জুলাই মাসেও শীর্ষ তালিকায় রয়েছে ময়মনসিংহ ও কুমিল্লা তবে এবার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার ও নেত্রকোণা।
অন্তত ৮টি ঘটনা ঘটেছে এমন জেলাগুলি চার্টে দেখানো হয়েছে
চার্টে প্রদর্শিত জেলাগুলোর বাইরে, বরিশাল, খুলনা ও সিলেট ৬টি করে ঘটনা ঘটেছে। বরগুনা, ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, গাজীপুর, যশোর, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, লক্ষ্মীপুর ও পাবনা প্রতিটি জেলায় ৫টি করে ঘটনা ঘটেছে। নাটোর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই জেলাগুলোর প্রতিটিতে ৪টি করে ঘটনা ঘটেছে। এছাড়া বাগেরহাট, হবিগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ ও নোয়াখালী এসব জেলাগুলোতে ৩টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যান্য জেলাগুলোতে ১ থেকে ২টি করে সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
৪। ধর্ষণ কেন্দ্রিক সহিংসতা বেশি যেসব জেলায়
জুলাই মাসে বাংলাদেশে ধর্ষণকেন্দ্রিক (ধর্ষণ, দলবদ্ধধর্ষণ) সহিংসতার ঘটনা ঘটেছে ৬২টি। জুন মাসের মতো জুলাই মাসেও এ ধরনের অপরাধের শীর্ষে রয়েছে ঢাকা। এ মাসে তালিকায় যুক্ত হয়েছে কক্সবাজার, ময়মনসিংহ, চাঁদপুর ও পাবনা।
ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোণা ও টাঙ্গাইল এই ৭টি জেলায় ২টি করে ঘটনা পাওয়া গেছে। দেশের ২২টি জেলায় কমপক্ষে ১টি করে ধর্ষণকেন্দ্রিক ঘটনা ঘটেছে।
এছাড়া জুলাই মাসে ৪১ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনায় ঢাকা জেলায় সর্বাধিক ১১টি ঘটনা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর জেলায় ৩টি এবং চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, নাটোর, টাঙ্গাইল এই ৬টি জেলায় ২টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৫টি জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জুলাই মাসে মোট ২১টি শারীরিক সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে। ঢাকা জেলায় সর্বোচ্চ ৩টি এবং যশোর ও পাবনা জেলায় ২টি করে ঘটনা ঘটেছে। এছাড়া দেশের ১৪টি জেলায় ১টি করে শারীরিক সহিংসতার ঘটনানথি ভুক্ত হয়েছে।
জুলাই মাসে বাগেরহাট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, মাগুরা ও নোয়াখালীতে ১টি করে মোট ৬টি যৌন হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে ৭টি করে হত্যাচেষ্টা ও অপহরণের মতো ঘটনা রেকর্ড করা হয়েছে।
৫ | ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান
জুলাই মাসে সংঘটিত ২৪৪টি অপরাধের মধ্যে ১০৮টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ১৯টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৪৪টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান” এবং ৬২টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। এছাড়া ১১টি ঘটনায় মামলা হয়নি বলে উল্লেখ রয়েছে।
