আগস্ট মাসে দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ২২১টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার। এই সংখ্যা জুলাই মাসের চেয়ে ২৩টি কম। ২১টি সংবাদমাধ্যমের অনলাইন ও মুদ্রিত সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। মোট সহিংসতার ৭২.৮৫% (যা জুলাই মাসের থেকে প্রায় ৪% বেশি)যৌন ও প্রাণঘাতী।
১। কোন বয়সীরা বেশি সহিংসতার শিকার
জুলাই মাসের মতো আগস্ট মাসেও সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৭০ জন)। যা মোট সংখ্যার প্রায় ৪৪%। একক সংখ্যায় সবচেয়ে বেশি শিকার ১২ বছরের কম নারী ও কন্যাশিশুরা (৩৭ জন)।
২। অপরাধীরা কোন্ বয়সী
আগস্ট মাসে নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ২৮০ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ১৩১ জনের বয়স পাওয়া গেছে। এদের ৭৬ জনের বয়স ১৮ থেকে ৩৫ বছরের ভেতর। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৫০ জনকে।
৩। সহিংসতা সবচেয়ে বেশি কোন কোন জেলায়
সহিংসতার সংখ্যা বিবেচনায় শীর্ষ জেলাগুলির মধ্যে ঢাকা জুলাই মাসের মতো আগস্ট মাসেও শীর্ষে। জুলাই মাসের মতো আগস্ট মাসেও শীর্ষ তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা তবে এবার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে গাজিপুর, রাজশাহী ও পাবনা।
চার্টে প্রদর্শিত জেলাগুলোর বাইরে খুলনায় ৬টি ঘটনা ঘটেছে। কক্সবাজার, কুষ্টিয়া ও টাঙ্গাইলে প্রতিটি জেলায় ৫টি করে ঘটনা ঘটেছে। বরগুনা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, পিরোজপুর এই জেলাগুলোর প্রতিটিতে ৪টি করে ঘটনা ঘটেছে। এছাড়া বান্দরবান, বগুড়া, যশোর, নীলফামারী, রাজবাড়ী, শেরপুর, সিরাজগঞ্জ এসব জেলাগুলোতে ৩টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যান্য জেলাগুলোতে ১ থেকে ২টি করে সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে।
৪। ধর্ষণকেন্দ্রিক সহিংসতা বেশি যেসব জেলায়
আগস্ট মাসে বাংলাদেশে ধর্ষণকেন্দ্রিক (ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ) সহিংসতার ঘটনা ঘটেছে ৬০টি। জুলাই মাসের মতো আগস্ট মাসেও এ ধরনের অপরাধের শীর্ষে রয়েছে ঢাকা। এ মাসে তালিকায় যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ, বান্দরবান ও রাজশাহী।
বরগুনা, বগুড়া, চট্টগ্রাম, ফেনী, জামালপুর, নীলফামারী, রাজবাড়ী ও সুনামগঞ্জ এই ৮টি জেলায় ২টি করে ঘটনা পাওয়া গেছে। দেশের ২২টি জেলায় কমপক্ষে ১টি করে ধর্ষণ কেন্দ্রিক ঘটনা ঘটেছে।
এছাড়া আগস্ট মাসে ৩৪ জন নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনায় চট্টগ্রাম জেলায় সর্বাধিক ৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। ঢাকা জেলায় ৬টি,বরিশাল জেলায় ৩টি এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, পিরোজপুর এই ৪টি জেলায় ২টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১০টি জেলায় ১টি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আগস্ট মাসে মোট ১৩টি শারীরিক সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে। কুমিল্লা জেলায় সর্বোচ্চ ৩টি এবং দেশের ১০টি জেলায় ১টি করে শারীরিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।
আগস্ট মাসে রাজশাহীতে ২ টি এবং দিনাজপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, খুলনা, কিশোরগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, টাঙ্গাইলে১টি করে মোট ১০টি যৌন হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে ৬টি হত্যাচেষ্টা ও ৭টি অপহরণের মতো ঘটনা রেকর্ড করা হয়েছে।
৫ | ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান
আগস্ট মাসে সংঘটিত ২২১টি অপরাধের মধ্যে ৯৯টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গুলোর ১৫টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ৩৮টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান” এবং ৪৭টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। এছাড়া ২২টি ঘটনায় মামলা হয়নি বলে উল্লেখ রয়েছে।
