Sangbad-VAW

ঢাকা: নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার অক্টোবর মাস

vaw
ডেটা » নারীর প্রতি সহিংসতা

অক্টোবর মাসে ঢাকা বিভাগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ৩৫টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার, যা সারাদেশের অক্টোবর মাসের মোট ঘটনার প্রায় ২৫%। ঢাকা বিভাগের মোট ঘটনাগুলোর প্রায় ৪৫% যৌন সহিংসতা সম্পর্কিত।

অক্টোবর মাসে ঢাকা বিভাগের নারীর প্রতি সহিংসতার চিত্র

কোন বয়সীরা বেশি সহিংসতার শিকার

অক্টোবর মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (১২জন)।

অপরাধীরা কোন বয়সী

অক্টোবর মাসে ঢাকা বিভাগে নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ৩১ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে ১৯ জনের বয়স পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।

সহিংসতা সবচেয়ে বেশি কোন কোন জেলায়

ঢাকা বিভাগে অক্টোবার মাসে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে গাজীপুর জেলায় (৬টি) । ফরিদপুরে ৩টি ও টাঙ্গাইলে ২টি ঘটনা ঘটেছে। চার্টে উল্লেখিত বাহিরে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, রাজবাড়ী ও শেরপুরে১টি করে ঘটনা ঘটেছে।

ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান

অক্টোবর মাসে ঢাকা বিভাগে সংঘটিত ৩৫টি অপরাধের মধ্যে ১৫টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৭টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”এবং ১১টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”। ২টি ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।