ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দিনাজপুরের হিলি বন্দর থেকে জয়পুরহাটগামী আঞ্চলিক সড়কে একটি খড়বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই দিকে অনেক গাড়ি আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানান, খড়বোঝাই ট্রাকটি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রাস্তায় বিকল হয়ে যায়। রাস্তার ওই অংশটি খানাখন্দে ভরা থাকায় ট্রাকটি সরানোও কঠিন হয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে ওঠে। বিশেষ করে ঢাকাগামী ও জয়পুরহাটগামী দূরপাল্লার বাসগুলোও এই জ্যামে আটকে পড়ে আছে।
বিকল ট্রাকটির চালক মো. হানিফ বলেন, গাড়িটার ব্রেক পাইপ ফেটে গেছে, মেরামত করতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ, তাই গাড়ি চালানোও কষ্টকর। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় প্রায়ই এমন হয়। খানাখন্দে ভর্তি রাস্তায় ট্রাক-বাস মাঝে মাঝেই বিকল হয়ে যায়। পথচারী সালমা বেগম বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি। জরুরি প্রয়োজনে শহরে যেতে পারছি না। রাস্তার সংস্কার না করলে এমন ভোগান্তি লেগেই থাকবে। স্থানীয় মরিরুল ইসলাম জানান, হিলি বন্দর হয়ে জয়পুরহাট পর্যন্ত এই আঞ্চলিক সড়কটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রায়ই এমন বিপর্যয়ের মুখে পড়তে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
দিনাজপুরের হিলি বন্দর থেকে জয়পুরহাটগামী আঞ্চলিক সড়কে একটি খড়বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই দিকে অনেক গাড়ি আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানান, খড়বোঝাই ট্রাকটি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রাস্তায় বিকল হয়ে যায়। রাস্তার ওই অংশটি খানাখন্দে ভরা থাকায় ট্রাকটি সরানোও কঠিন হয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে ওঠে। বিশেষ করে ঢাকাগামী ও জয়পুরহাটগামী দূরপাল্লার বাসগুলোও এই জ্যামে আটকে পড়ে আছে।
বিকল ট্রাকটির চালক মো. হানিফ বলেন, গাড়িটার ব্রেক পাইপ ফেটে গেছে, মেরামত করতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ, তাই গাড়ি চালানোও কষ্টকর। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় প্রায়ই এমন হয়। খানাখন্দে ভর্তি রাস্তায় ট্রাক-বাস মাঝে মাঝেই বিকল হয়ে যায়। পথচারী সালমা বেগম বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি। জরুরি প্রয়োজনে শহরে যেতে পারছি না। রাস্তার সংস্কার না করলে এমন ভোগান্তি লেগেই থাকবে। স্থানীয় মরিরুল ইসলাম জানান, হিলি বন্দর হয়ে জয়পুরহাট পর্যন্ত এই আঞ্চলিক সড়কটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় প্রায়ই এমন বিপর্যয়ের মুখে পড়তে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন।