চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাজীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে ৮ হাজার কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৩ হাজার ৪’শ কৃষক জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, রবি প্রনোদনা হিসাবে ৯টি ফসলের জন্য ১ হাজার ৬’শ কৃষকের মধ্যে বীজ ও সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ দেয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরো বলেন, ইতিমধ্যে বেশিরভাগ ইউনিয়নে সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। যে কয়টি ইউনিয়ন বাকি আছে, তা চলতি সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাজীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে ৮ হাজার কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৩ হাজার ৪’শ কৃষক জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, রবি প্রনোদনা হিসাবে ৯টি ফসলের জন্য ১ হাজার ৬’শ কৃষকের মধ্যে বীজ ও সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ দেয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরো বলেন, ইতিমধ্যে বেশিরভাগ ইউনিয়নে সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। যে কয়টি ইউনিয়ন বাকি আছে, তা চলতি সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।