যশোরে দুর্বৃত্তের গুলিতে কুয়েত প্রবাসী এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মেহের আলী (২৮) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ১৫ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছিলেন।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন,শুক্রবার রাতে বাড়ির কলাপসিবল গেইট লাগানোর সময় বাইরে থেকে মেহেরকে গুলি করা হয়। পরিবারের সদস্যরা তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মিজানুর রহমান জানান, নিহত মেহের আলী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শাখা কমিটির সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মেহের আলী কুয়েতে বেশি দিন থাকতেন না। কয়েক মাস পরপর বাড়ি আসতেন। তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
ডিবি কর্মকর্তা মফিজুল বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
শনিবার, ১০ আগস্ট ২০২৪
যশোরে দুর্বৃত্তের গুলিতে কুয়েত প্রবাসী এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মেহের আলী (২৮) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ১৫ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছিলেন।
যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন,শুক্রবার রাতে বাড়ির কলাপসিবল গেইট লাগানোর সময় বাইরে থেকে মেহেরকে গুলি করা হয়। পরিবারের সদস্যরা তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মিজানুর রহমান জানান, নিহত মেহের আলী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শাখা কমিটির সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মেহের আলী কুয়েতে বেশি দিন থাকতেন না। কয়েক মাস পরপর বাড়ি আসতেন। তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
ডিবি কর্মকর্তা মফিজুল বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।