বিগবস কারখানায় আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের বাধা ও গাড়ি ভেঙে দেওয়ার প্রায় দুই ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে পৌঁছে। আগুন লাগার প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বিপুল পরিমাণের ফেব্রিক ও কেমিক্যাল পুড়ে যায়।
অন্যদিকে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ভার্গো এইচএম পোশাক কারখানার ও শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপুরে বকেয়ার বেতন বছর দাবিতে অবরোধ সৃষ্টি করে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রায় দুই ঘন্টা পর অবরোধকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
দিনভর এসব বিভিন্ন কারখানায় আন্দোলন চলাকালে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গাজীপুর সদর, কাশিমপুর, শ্রীপুর সহ বিভিন্ন এলাকার অন্তত ২০ টি কারখানা সাময়িক বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়।
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
বিগবস কারখানায় আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের বাধা ও গাড়ি ভেঙে দেওয়ার প্রায় দুই ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে পৌঁছে। আগুন লাগার প্রায় চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বিপুল পরিমাণের ফেব্রিক ও কেমিক্যাল পুড়ে যায়।
অন্যদিকে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ভার্গো এইচএম পোশাক কারখানার ও শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপুরে বকেয়ার বেতন বছর দাবিতে অবরোধ সৃষ্টি করে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রায় দুই ঘন্টা পর অবরোধকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
দিনভর এসব বিভিন্ন কারখানায় আন্দোলন চলাকালে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গাজীপুর সদর, কাশিমপুর, শ্রীপুর সহ বিভিন্ন এলাকার অন্তত ২০ টি কারখানা সাময়িক বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়।