রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড প্রায় এক মাস বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে। কাঁচামালের অভাব ও কারিগরি ত্রুটির কারণে মিলটি গত এক মাস ধরে বন্ধ ছিল। তবে গতকাল বুধবার রাতে উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
কেপিএমের মহাব্যবস্থাপক আবুল কাশেম জানিয়েছেন, সকাল থেকেই মিলের উৎপাদন চালুর প্রক্রিয়া শুরু করা হয় এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামতের পর রাত থেকে কাগজ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে পাল্প থেকে কাগজ তৈরি করা হচ্ছে এবং রাত থেকে আজ সকাল পর্যন্ত ৮ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে।
এক মাস পর মিলটি উৎপাদনে ফেরায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, মিলের উৎপাদন কার্যক্রম যেন অব্যাহত থাকে।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড প্রায় এক মাস বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে। কাঁচামালের অভাব ও কারিগরি ত্রুটির কারণে মিলটি গত এক মাস ধরে বন্ধ ছিল। তবে গতকাল বুধবার রাতে উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
কেপিএমের মহাব্যবস্থাপক আবুল কাশেম জানিয়েছেন, সকাল থেকেই মিলের উৎপাদন চালুর প্রক্রিয়া শুরু করা হয় এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামতের পর রাত থেকে কাগজ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে পাল্প থেকে কাগজ তৈরি করা হচ্ছে এবং রাত থেকে আজ সকাল পর্যন্ত ৮ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে।
এক মাস পর মিলটি উৎপাদনে ফেরায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, মিলের উৎপাদন কার্যক্রম যেন অব্যাহত থাকে।