যাত্রী হয়রানির অভিযোগে বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি, ফলে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, যানজট নিরসনের লক্ষ্যে যশোরের ডিসির সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বেনাপোল চেকপোস্টের পরিবর্তে দুই কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়বে। এছাড়া রাতে আসা দূরপাল্লার বাসগুলোর যাত্রী চেকপোস্টে নামিয়ে পরে টার্মিনালে ফিরে যাবে।
কিন্তু শুক্রবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে আসা বাসগুলোর যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাত্রীরা নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হন। প্রতিবাদে বাস মালিক সমিতি সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।
পৌর প্রশাসনের মতে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চেকপোস্টে বাস প্রবেশে কোনো বাধা নেই। তবে, টার্মিনাল বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসনের অভিযোগ উত্থাপিত হয়েছে। বেনাপোল পৌর প্রশাসক এ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।
যাত্রীরা অভিযোগ করেছেন, ভারত সীমান্তে পেট্রাপোলে ইমিগ্রেশনের পাশে টার্মিনাল থাকলেও, বাংলাদেশে যাত্রীদের দুই কিলোমিটার দূরে টার্মিনালে পাঠানো হচ্ছে, যা ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
যাত্রী হয়রানির অভিযোগে বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে বাস মালিক সমিতি, ফলে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, যানজট নিরসনের লক্ষ্যে যশোরের ডিসির সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বেনাপোল চেকপোস্টের পরিবর্তে দুই কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়বে। এছাড়া রাতে আসা দূরপাল্লার বাসগুলোর যাত্রী চেকপোস্টে নামিয়ে পরে টার্মিনালে ফিরে যাবে।
কিন্তু শুক্রবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে আসা বাসগুলোর যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাত্রীরা নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হন। প্রতিবাদে বাস মালিক সমিতি সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।
পৌর প্রশাসনের মতে, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চেকপোস্টে বাস প্রবেশে কোনো বাধা নেই। তবে, টার্মিনাল বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসনের অভিযোগ উত্থাপিত হয়েছে। বেনাপোল পৌর প্রশাসক এ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।
যাত্রীরা অভিযোগ করেছেন, ভারত সীমান্তে পেট্রাপোলে ইমিগ্রেশনের পাশে টার্মিনাল থাকলেও, বাংলাদেশে যাত্রীদের দুই কিলোমিটার দূরে টার্মিনালে পাঠানো হচ্ছে, যা ভোগান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।