ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা- সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় ত্রিপুরা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে হামলার খবর নিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে স্থানীয় পুলিশ ও বাসের চালক ঘটনার প্রকৃতি নিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছেন।
ভারতীয় কিছু গণম্যধমে খবরটি ছড়িয়ে পড়ে যে, একটি পণ্যবোঝাই ট্রাক ইচ্ছাকৃতভাবে বাসটিকে চাপা দিয়েছে, ভারতীয় যাত্রীদের হুমকি দিয়েছে। কিন্তু বাসের চালক এবং স্থানীয় সূত্রে জানা যায়, এটি ছিল একটি দুর্ঘটনা।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা-আগরতলা-ঢাকা সড়কে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটি শুরু হয় ওভারটেকিংয়ের কারণে।
জানা গেছে, বাসটি সকাল আনুমানিক ১১টার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় হঠাৎ ইমার্জেন্সি ব্রেক কষে থেমে যায়। এর ফলে পেছনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাসের সঙ্গে ধাক্কা খায় এবং অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক সামান্য আহত হন।
বাস চালক মো. আসাদুল হক বলেন,একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়।
বাসের কোনো ক্ষতি হয়নি, কোনো হামলার ঘটনা ঘটেনি এবং যাত্রীরা নিরাপদে ছিলেন। ঘটনার পর হাইওয়ে থানা দ্রুত রেকার এনে অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন । পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে চলে যায়।
খাটিহাতা থানা পুলিশের ওসি মো. মারগুব তৌহিদ জানান, এ ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। পরে চালকরা একে অপরের সঙ্গে সমঝোতা করে চলে যান।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা- সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় ত্রিপুরা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে হামলার খবর নিয়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে স্থানীয় পুলিশ ও বাসের চালক ঘটনার প্রকৃতি নিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছেন।
ভারতীয় কিছু গণম্যধমে খবরটি ছড়িয়ে পড়ে যে, একটি পণ্যবোঝাই ট্রাক ইচ্ছাকৃতভাবে বাসটিকে চাপা দিয়েছে, ভারতীয় যাত্রীদের হুমকি দিয়েছে। কিন্তু বাসের চালক এবং স্থানীয় সূত্রে জানা যায়, এটি ছিল একটি দুর্ঘটনা।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা-আগরতলা-ঢাকা সড়কে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটি শুরু হয় ওভারটেকিংয়ের কারণে।
জানা গেছে, বাসটি সকাল আনুমানিক ১১টার দিকে আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় হঠাৎ ইমার্জেন্সি ব্রেক কষে থেমে যায়। এর ফলে পেছনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাসের সঙ্গে ধাক্কা খায় এবং অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার চালক সামান্য আহত হন।
বাস চালক মো. আসাদুল হক বলেন,একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়।
বাসের কোনো ক্ষতি হয়নি, কোনো হামলার ঘটনা ঘটেনি এবং যাত্রীরা নিরাপদে ছিলেন। ঘটনার পর হাইওয়ে থানা দ্রুত রেকার এনে অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন । পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে চলে যায়।
খাটিহাতা থানা পুলিশের ওসি মো. মারগুব তৌহিদ জানান, এ ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। পরে চালকরা একে অপরের সঙ্গে সমঝোতা করে চলে যান।