মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে বাস চালকের সহকারী এক কিশোরের প্রাণ গেছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান।
নিহত ১৪ বছর বয়সী শাহাবীর মিয়া লৌহজং উপজেলা পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গভীর রাতে হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘গাংচিল পরিবহনের’ ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাংচিল পরিবহনের বাসগুলো বালিগাঁও-মাওয়া-ঢাকা রুটে চলাচল করে। আর বাসগুলোর বড় অংশই সেতু সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় গাংচিল পরিবহনের ওই বাসের আগুন নেভানো হয়। পরে দগ্ধ অবস্থায় বাসের হেলপার শাহাবীরের মরদেহ উদ্ধার করেন তারা।
আগুন সূত্রপাত কিভাবে হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। থেমে থাকা বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তবে মশার কয়েল জ্বালানো ছিল কি-না সেটি তদন্ত করা হচ্ছে।”
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে বাস চালকের সহকারী এক কিশোরের প্রাণ গেছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ি-লৌহজং সড়কের বালিগাঁও সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান।
নিহত ১৪ বছর বয়সী শাহাবীর মিয়া লৌহজং উপজেলা পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গভীর রাতে হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘গাংচিল পরিবহনের’ ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাংচিল পরিবহনের বাসগুলো বালিগাঁও-মাওয়া-ঢাকা রুটে চলাচল করে। আর বাসগুলোর বড় অংশই সেতু সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, লৌহজং ও টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় গাংচিল পরিবহনের ওই বাসের আগুন নেভানো হয়। পরে দগ্ধ অবস্থায় বাসের হেলপার শাহাবীরের মরদেহ উদ্ধার করেন তারা।
আগুন সূত্রপাত কিভাবে হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। থেমে থাকা বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তবে মশার কয়েল জ্বালানো ছিল কি-না সেটি তদন্ত করা হচ্ছে।”