alt

সারাদেশ

কচুয়ায় ঈদের কেনাকাটা জমজমাট

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর) : সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঈদ মানে নতুন কাপড় পরার আনন্দ আর কেনাকাটার ধুম। ঈদুল ফিতর এর এখনও বাকি ১৫ দিন সোমবার ১৬তম রোজা। তবে এরার রোজার শুরু থেকেই চাঁদপুরের কচুয়া উপজেলার মার্কেটগুলোতে জমে উঠেছে পবিত্র ঈদুল ফিতর এর কেনাকাটা। এর মাধ্যমে বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদ বাজার। মূলত ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে ঈদের কেনাকাটা করে ফেলেছেন। তাই রমজানের শুরুতেই ঈদের বাজার জমজমাট হয়েছে উঠেছে। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া, সাচার, রহিমানগর, পালাখাল, গুলবাহার, শুয়ারোল, রাগদৈল, মাঝিগাছাসহ, বিভিন্ন এলাকার মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে এসব এলাকার ফ্যাশন হাউজগুলো সেজেছে বাহারী সব পোশাকে। পাঞ্জাবী, ফতুয়া, শাড়ি, লুঙ্গী, স্যালাওয়ার-কামিজ, কার্ট, টি-কার্ট ও ছোটদের পোশাক। এসব কিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে শতভাগ নতুন অন্যদিকে মার্কেটগুলোতে জুতার দোকানগুলোতে ও বেচা-কেনা বাড়ছে।

সরজমিনে গিয়ে আমাদের এই প্রতিনিধি দেখেন, কেউ এসেছেনে ঘুরে দেখতে, কেউ আবার বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে অনেক খুশি। তরুণ-তরুণীদের নজর এবার বেশ জমকালো ও আরাম দায়ক পোশাকের দিকে।

যারা ঈদে পরিবারের সদস্যদের কেনা-কাটা ঝামেলা এড়িয়ে স্তত্ব থাকতে চান তারাই রমজানের শুরু থেকে সে কাজটি করতে উপজেলার বিভিন্ন বিপণী-বিতানে ভিড় করছেন। বিভিন্ন বিপণী-বিতানগুলোতে মধ্য-বিত্ত ও নিম্নবৃত্ত মানুষের সবর উপস্থিতি। অনেকেই এসেছেন নিজের এবং পরিবারের জন্য ঈদের পোশাক কিনতে। উপজেলার বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে এসব মার্কেটে বেচা-কেনা চলছে পুরুদমে। পুরুষের পাশাপাশি নারীরাও নেই পিছিয়ে।

তাছাড়া নিত্য নতুন ডিজাইনের মালামাল চলে আসায় তাতে কাস্টমারের চাহিদা বাড়ছে। কচুয়া উপজেলার সাচার ফিক্স প্রাইজের শুভ ফ্যাশন হাউজ, এশিয়ান কালেকশান হাউজ, তালুকদার মার্কেট ভূঁইয়া মার্কেট, কামালটারয়ার, হাজী মার্কেট, শাপলা টেইলার্স, মাস্টারস টেইলার্স, সহ উপজেলার রহিমানগর, শুয়ারোল, উজানী, বারৈয়ারা, মধুপুর, আশ্রাফপুর, জগতপুর, দারাশাহী তুলপাই, নন্দনপুর, বাজারসহ, বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতা সাধারণ ও পরিবারের সবথেকে ছোট সদস্য নিয়ে দোকানে দোকানে ঘুরছেন পছন্দের পোশাকটি ক্রয় করতে। লক্ষ্য করা গেছে দিনের বেলা সকাল থেকে ইফতারির আগ পর্যন্ত ও সন্ধ্যার পর রাত পর্যন্ত দোকান ও শোরুমগুলোতে নারী পুরুষরা কেনা-কাটায় ব্যস্ত সময় পার করছেন। ছোট-বড় সব ব্যান্ডের ছোটদের জন্য জমকালো নকশা আর বৈচিত্রময় ডিজাইন ও কালারের মাঝে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছে শিশুরা। চাহিদার সঙ্গে পছন্দ মতো বাচ্চাদের জন্য পাঞ্জাবী ও কার্ট কিনছেন অভিভাবকরা।

ব্যবসায়ীরা জানান, গত ২ ঈদ বাজারের তুলনায় এবার হয়ত ভালো ব্যবসা হবে। তাদের মতে পণ্যগুলো নিয়ে হাজির হয়েছেন তা ভোক্তাদের নাগালের মধ্যে। সাচার বাজারের ফিক্স ফ্যাশন বাজারের পরিচালক সাবেক মেম্বর আবুল বাশার, কাপড় ব্যবসায়ী জাকির হোসেন, নিউ সানমুন টেইলার্স-এর পরিচালক খোরশেদ আলম মেম্বর, মাস্টার্স টেইলার্স এর পরিচালক গাজী আবু তাহেরসহ আরও অনেকে জানান, এ বছর রোজার শুরুতে ব্যবসা জমতে শুরু করছে। বিভিন্ন প্রকারের দোকানে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতাদের কথা চিন্তা করে রমজান মাসের শুরুতে হরেক রকম ডিজাইনের শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য নানান পোশাক কালেকশন করছেন। ক্রয় করছেন বিভিন্ন প্রকারের পাঞ্জাবী ও কসমেটিক্স। বিভিন্ন মার্কেটের দোকানিরা জানান বেচাকেনার শির্ষে রয়েছে ছেলেদের পাঞ্চাবি, লুঙ্গী, কার্ট, প্যান্ট, মেয়েদের শাড়ি, চুড়ি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক ইত্যাদি তবে এবার রমজানের শুরুর দিক থেকেই প্রায় সব দোকানের বেচাকেনা ভালো, ক্রেতারা আমাদের প্রতিনিধিকে জানান ঈদের আরও ১৫ দিন বাকি থাকলেও বেচাকেনা পুরুদমে শুরু হয়েছে। এবার রোজার শুরু থেকে টুক ক্রেতাদের দেখা পেয়েছেন তারা। ঈদের কাছাকাছি সময়ে বিক্রি আরও বেশি হবে আশাবাদী তারা। এদিকে বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন ভাসমান এবং অস্থায়ী কিছু দোকান ও আশেপাশের দোকানগুলোর ভালো বেচাকেনা হতে দেখা যায়। চানপাড়া থেকে আশা এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা রোকেয়া বেগম আমাদের প্রতিনিধিকে জানান বাজারের পণ্যের সমব বেশ কিন্তু তুলনামূলক দাম বেড়েছে। রমজানের শুরুতে কেনাকাটা করতে আসা প্রসঙ্গে তিনি আমাদের এ প্রতিবেদকে জানান দিন যত যাবে মার্কেটগুলোতে ভিড় তত বাড়বে। এ কারণে কেনাকাটা আগে ভাগে শেষ করতে চাচ্ছি।

এছাড়া কথা হলো আরও কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা জানান আর কয়েকদিনে মধ্যে কেনা কাটায় মানুষ জনের ভিড় বেড়ে যাবে। তাই একুট আগে ভাগে কেনা কাটা করে নিচ্ছেন। দাম নিয়ে কেউ বেশি বা আগের মতো বলে জানান। শো-রুম ও দোকান মালিক এবং কর্মচারীরা আরও জানান কেনা ভালোই হচ্ছে। দামও সাধ্যের মধ্যে রয়েছে। আর প্রতিটি শোরুম ও দোকানে আধুনিক রুচি সম্মত কাপড় চোপড় কালেকশান ও মজুত করা হয়েছে।

সেন্ডেল ও জুতার দোকানগুলোতে নতুন নতুন বাহারি কালেকশান এর সেন্ডল ও জুতা রয়েছে বলে দোকান মালিকরা জানান। এবার এর ঈদের ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার নিরাপত্তার নিশ্চিত করা প্রসঙ্গে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক উপজেলার যতগুলো বিপণীবিতান রয়েছে সব জায়গাতে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা ব্যবস্থা সব বাজারে জোরদার করা হয়েছে।

ছবি

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ, কুশপুত্তলিকায় দাহ

সিলেট থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে একই গ্রামের ৬জন নিখোঁজ

মুন্সীগঞ্জে খালে কাপড় ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

পশ্চিম শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা আসেন ইচ্ছামতো

ছবি

চুনারুঘাটে মডেল মসজিদে আরেক দফা ফাটল, কেনা হয়নি আসবাব

গাইবান্ধায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি

জয়পুরহাট পৌরসভার দোকানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি

কুড়িয়ে পাওয়া নবজাতক পেল মায়ের কোল

খোকসায় দুই পদে চাকরি করছেন এক ব্যক্তি

সিরাজগঞ্জে মামা-মামি হত্যায় ভাগ্নের মৃত্যুদণ্ড

ছবি

ভেড়ামারার গোড়েশাহ মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

নোয়াখালীতে ভারি বৃষ্টিপাতে বোরো জমি জলাবদ্ধ, বিপাকে কৃষক

ছবি

উত্তর জনপদের মানুষের জীবনযাত্রার উন্নয়নে অন্যতম অন্তরায় নদীভাঙন

জিয়া মঞ্চের সভাপতির পদ বাগিয়ে নিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

দুই জেলায় স্বামী-স্ত্রীসহ ৩ ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ৭

রাঙ্গুনিয়ায় ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৪

বদরখালীতে রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে ৩০ লাখ টাকার মাছ নিধন

মাছ ধরতে গিয়ে ভারতে ৭ জেলে আটক

ছবি

লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম ওয়াসায় পানি সরবরাহ কমেছে দৈনিক ৫ কোটি লিটার

সরকারি জায়গায় নির্মিত মার্কেট ভেঙে দিল প্রশাসন

দুই জেলায় সড়কে ও রেলে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দই তৈরি, জরিমানা

সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত

পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার

ছবি

নেতাই নদীতে নেই স্থায়ী বেড়িবাঁধ জমি-ঘরবাড়ি ভাঙার শঙ্কায় কৃষক

পৌরসভার টোল আদায় বন্ধের দাবিতে সিএনজিচালকদের বিক্ষোভ

‘দুর্নীতির’ মামলায় রাজউকের সাবেক কর্মচারীর ৭ বছরের সাজা

ফকিরাপুলে ‘গ্যাসের আগুনে’ একই পরিবারের তিনজন দগ্ধ

ছবি

বেতাগীর উন্নয়নকাজে প্রশংসায় পঞ্চমুখ পৌর প্রশাসক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ও গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ

ছবি

নারায়ণগঞ্জে ট্রাক স্ট্যান্ড না করার দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

ছয় দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের

ঝিকরগাছা উপজেলা আ’লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

tab

সারাদেশ

কচুয়ায় ঈদের কেনাকাটা জমজমাট

প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঈদ মানে নতুন কাপড় পরার আনন্দ আর কেনাকাটার ধুম। ঈদুল ফিতর এর এখনও বাকি ১৫ দিন সোমবার ১৬তম রোজা। তবে এরার রোজার শুরু থেকেই চাঁদপুরের কচুয়া উপজেলার মার্কেটগুলোতে জমে উঠেছে পবিত্র ঈদুল ফিতর এর কেনাকাটা। এর মাধ্যমে বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদ বাজার। মূলত ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে ঈদের কেনাকাটা করে ফেলেছেন। তাই রমজানের শুরুতেই ঈদের বাজার জমজমাট হয়েছে উঠেছে। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া, সাচার, রহিমানগর, পালাখাল, গুলবাহার, শুয়ারোল, রাগদৈল, মাঝিগাছাসহ, বিভিন্ন এলাকার মার্কেটগুলো ঘুরে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে এসব এলাকার ফ্যাশন হাউজগুলো সেজেছে বাহারী সব পোশাকে। পাঞ্জাবী, ফতুয়া, শাড়ি, লুঙ্গী, স্যালাওয়ার-কামিজ, কার্ট, টি-কার্ট ও ছোটদের পোশাক। এসব কিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে শতভাগ নতুন অন্যদিকে মার্কেটগুলোতে জুতার দোকানগুলোতে ও বেচা-কেনা বাড়ছে।

সরজমিনে গিয়ে আমাদের এই প্রতিনিধি দেখেন, কেউ এসেছেনে ঘুরে দেখতে, কেউ আবার বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে অনেক খুশি। তরুণ-তরুণীদের নজর এবার বেশ জমকালো ও আরাম দায়ক পোশাকের দিকে।

যারা ঈদে পরিবারের সদস্যদের কেনা-কাটা ঝামেলা এড়িয়ে স্তত্ব থাকতে চান তারাই রমজানের শুরু থেকে সে কাজটি করতে উপজেলার বিভিন্ন বিপণী-বিতানে ভিড় করছেন। বিভিন্ন বিপণী-বিতানগুলোতে মধ্য-বিত্ত ও নিম্নবৃত্ত মানুষের সবর উপস্থিতি। অনেকেই এসেছেন নিজের এবং পরিবারের জন্য ঈদের পোশাক কিনতে। উপজেলার বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে এসব মার্কেটে বেচা-কেনা চলছে পুরুদমে। পুরুষের পাশাপাশি নারীরাও নেই পিছিয়ে।

তাছাড়া নিত্য নতুন ডিজাইনের মালামাল চলে আসায় তাতে কাস্টমারের চাহিদা বাড়ছে। কচুয়া উপজেলার সাচার ফিক্স প্রাইজের শুভ ফ্যাশন হাউজ, এশিয়ান কালেকশান হাউজ, তালুকদার মার্কেট ভূঁইয়া মার্কেট, কামালটারয়ার, হাজী মার্কেট, শাপলা টেইলার্স, মাস্টারস টেইলার্স, সহ উপজেলার রহিমানগর, শুয়ারোল, উজানী, বারৈয়ারা, মধুপুর, আশ্রাফপুর, জগতপুর, দারাশাহী তুলপাই, নন্দনপুর, বাজারসহ, বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতা সাধারণ ও পরিবারের সবথেকে ছোট সদস্য নিয়ে দোকানে দোকানে ঘুরছেন পছন্দের পোশাকটি ক্রয় করতে। লক্ষ্য করা গেছে দিনের বেলা সকাল থেকে ইফতারির আগ পর্যন্ত ও সন্ধ্যার পর রাত পর্যন্ত দোকান ও শোরুমগুলোতে নারী পুরুষরা কেনা-কাটায় ব্যস্ত সময় পার করছেন। ছোট-বড় সব ব্যান্ডের ছোটদের জন্য জমকালো নকশা আর বৈচিত্রময় ডিজাইন ও কালারের মাঝে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিচ্ছে শিশুরা। চাহিদার সঙ্গে পছন্দ মতো বাচ্চাদের জন্য পাঞ্জাবী ও কার্ট কিনছেন অভিভাবকরা।

ব্যবসায়ীরা জানান, গত ২ ঈদ বাজারের তুলনায় এবার হয়ত ভালো ব্যবসা হবে। তাদের মতে পণ্যগুলো নিয়ে হাজির হয়েছেন তা ভোক্তাদের নাগালের মধ্যে। সাচার বাজারের ফিক্স ফ্যাশন বাজারের পরিচালক সাবেক মেম্বর আবুল বাশার, কাপড় ব্যবসায়ী জাকির হোসেন, নিউ সানমুন টেইলার্স-এর পরিচালক খোরশেদ আলম মেম্বর, মাস্টার্স টেইলার্স এর পরিচালক গাজী আবু তাহেরসহ আরও অনেকে জানান, এ বছর রোজার শুরুতে ব্যবসা জমতে শুরু করছে। বিভিন্ন প্রকারের দোকানে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতাদের কথা চিন্তা করে রমজান মাসের শুরুতে হরেক রকম ডিজাইনের শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য নানান পোশাক কালেকশন করছেন। ক্রয় করছেন বিভিন্ন প্রকারের পাঞ্জাবী ও কসমেটিক্স। বিভিন্ন মার্কেটের দোকানিরা জানান বেচাকেনার শির্ষে রয়েছে ছেলেদের পাঞ্চাবি, লুঙ্গী, কার্ট, প্যান্ট, মেয়েদের শাড়ি, চুড়ি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক ইত্যাদি তবে এবার রমজানের শুরুর দিক থেকেই প্রায় সব দোকানের বেচাকেনা ভালো, ক্রেতারা আমাদের প্রতিনিধিকে জানান ঈদের আরও ১৫ দিন বাকি থাকলেও বেচাকেনা পুরুদমে শুরু হয়েছে। এবার রোজার শুরু থেকে টুক ক্রেতাদের দেখা পেয়েছেন তারা। ঈদের কাছাকাছি সময়ে বিক্রি আরও বেশি হবে আশাবাদী তারা। এদিকে বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন ভাসমান এবং অস্থায়ী কিছু দোকান ও আশেপাশের দোকানগুলোর ভালো বেচাকেনা হতে দেখা যায়। চানপাড়া থেকে আশা এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা রোকেয়া বেগম আমাদের প্রতিনিধিকে জানান বাজারের পণ্যের সমব বেশ কিন্তু তুলনামূলক দাম বেড়েছে। রমজানের শুরুতে কেনাকাটা করতে আসা প্রসঙ্গে তিনি আমাদের এ প্রতিবেদকে জানান দিন যত যাবে মার্কেটগুলোতে ভিড় তত বাড়বে। এ কারণে কেনাকাটা আগে ভাগে শেষ করতে চাচ্ছি।

এছাড়া কথা হলো আরও কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা জানান আর কয়েকদিনে মধ্যে কেনা কাটায় মানুষ জনের ভিড় বেড়ে যাবে। তাই একুট আগে ভাগে কেনা কাটা করে নিচ্ছেন। দাম নিয়ে কেউ বেশি বা আগের মতো বলে জানান। শো-রুম ও দোকান মালিক এবং কর্মচারীরা আরও জানান কেনা ভালোই হচ্ছে। দামও সাধ্যের মধ্যে রয়েছে। আর প্রতিটি শোরুম ও দোকানে আধুনিক রুচি সম্মত কাপড় চোপড় কালেকশান ও মজুত করা হয়েছে।

সেন্ডেল ও জুতার দোকানগুলোতে নতুন নতুন বাহারি কালেকশান এর সেন্ডল ও জুতা রয়েছে বলে দোকান মালিকরা জানান। এবার এর ঈদের ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার নিরাপত্তার নিশ্চিত করা প্রসঙ্গে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক উপজেলার যতগুলো বিপণীবিতান রয়েছে সব জায়গাতে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা ব্যবস্থা সব বাজারে জোরদার করা হয়েছে।

back to top