বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে তাদের (ভারতের) মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে। আমরা তা করতে চাই না। গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব বলেন, আমরা অনেকদিন থেকে দেখছি তারা যা তা নিউজ করছে। পক্ষান্তরে, বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে তারা অনেক ভালো নিউজ করে। এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ।
রোববার, ১১ মে ২০২৫
বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে তাদের (ভারতের) মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে তারা আমাদের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সেদেশে বন্ধ করেছে। আমরা তা করতে চাই না। গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব বলেন, আমরা অনেকদিন থেকে দেখছি তারা যা তা নিউজ করছে। পক্ষান্তরে, বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে তারা অনেক ভালো নিউজ করে। এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ।