প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া ছয়টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে বিজিবির কাছে গরুগুলো হস্তান্তর করে বিএসএফ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্ত দিয়ে গরুগুলো ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিষয়টি জানাজানি হলে বিএসএফ গরুগুলো আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই কালিকাপুর সীমান্তসহ আশপাশের এলাকা দিয়ে বাংলাদেশি গরু ভারতে প্রবেশ করছে। এ নিয়ে বিএসএফ কয়েকবার সতর্কবার্তা দিয়েছে এবং সীমান্ত এলাকায় মাইকিংও করা হয়। তবে আজ আবার ছয়টি গরু সীমান্ত অতিক্রম করায় সেগুলো আটক করে বিএসএফ।
খবর পেয়ে গরু ফেরত আনার বিষয়ে উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে বিজিবির তৎপরতায় বিএসএফ গরুগুলো ফেরত দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তিনি বলেন, "ওপারে চলে যাওয়া কয়েকটি বাংলাদেশি গরু ফেরত দেবে বলে জানায় বিএসএফ। পরে বিএসএফ সদস্যদের কাছ থেকে গরুগুলো ফেরত আনা হয়।"
প্রতীকী ছবি
রোববার, ১৫ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়া ছয়টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
রবিবার (১৫ জুন) দুপুর ১টার দিকে বিজিবির কাছে গরুগুলো হস্তান্তর করে বিএসএফ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্ত দিয়ে গরুগুলো ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিষয়টি জানাজানি হলে বিএসএফ গরুগুলো আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই কালিকাপুর সীমান্তসহ আশপাশের এলাকা দিয়ে বাংলাদেশি গরু ভারতে প্রবেশ করছে। এ নিয়ে বিএসএফ কয়েকবার সতর্কবার্তা দিয়েছে এবং সীমান্ত এলাকায় মাইকিংও করা হয়। তবে আজ আবার ছয়টি গরু সীমান্ত অতিক্রম করায় সেগুলো আটক করে বিএসএফ।
খবর পেয়ে গরু ফেরত আনার বিষয়ে উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে বিজিবির তৎপরতায় বিএসএফ গরুগুলো ফেরত দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তিনি বলেন, "ওপারে চলে যাওয়া কয়েকটি বাংলাদেশি গরু ফেরত দেবে বলে জানায় বিএসএফ। পরে বিএসএফ সদস্যদের কাছ থেকে গরুগুলো ফেরত আনা হয়।"