ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
নিহতদের একজন খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির আবু সাঈদ (৫৫), অপরজন মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
ওসি আশফাক হোসেন জানান, একটি মিনি বাসে করে
খুলনা থেকে ঢাকায় সমাবেশে যাচ্ছিলেন তারা। ভাঙ্গা গোলচত্বরে বাসটি যাত্রা বিরতিতে থামার পর পেছন থেকে আসা খুলনাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসটিকে ধাক্কা দেয়। এতে মিনি বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ ও আমানত শেখ ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় মিনি বাসের ভেতরে থাকা আরও ৮-৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলে জানান ওসি আশফাক।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
নিহতদের একজন খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির আবু সাঈদ (৫৫), অপরজন মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
ওসি আশফাক হোসেন জানান, একটি মিনি বাসে করে
খুলনা থেকে ঢাকায় সমাবেশে যাচ্ছিলেন তারা। ভাঙ্গা গোলচত্বরে বাসটি যাত্রা বিরতিতে থামার পর পেছন থেকে আসা খুলনাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসটিকে ধাক্কা দেয়। এতে মিনি বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ ও আমানত শেখ ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় মিনি বাসের ভেতরে থাকা আরও ৮-৯ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে বলে জানান ওসি আশফাক।