সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর ফুলজোর নদী থেকে জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার পাশে নদীর কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে। পরিবারের দাবি, গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সোহাগ। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার বাবা উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন ফুলজোর নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, লাশটি শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও হত্যাকা-ের পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে সহায়তা করবে।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর ফুলজোর নদী থেকে জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার পাশে নদীর কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে। পরিবারের দাবি, গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সোহাগ। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার বাবা উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন ফুলজোর নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, লাশটি শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও হত্যাকা-ের পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে সহায়তা করবে।