মাদারগঞ্জ (জামালপুর) : খানাখন্দে ভরা সড়ক -সংবাদ
জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা ভাঙন দেখা দিয়েছে। ফলে পৌর এলাকার জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার অধুনালুপ্ত স্বজন সিনেমা হল চৌরাস্তা মোড় ঠাকুর বাড়ি থেকে কামারবাড়ী চৌরাস্তা মোড় থেকে পৌর সভা গেইটসংলগ্ন মিতালী বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাসহ বিভিন্ন পৌর এলাকার রাস্তায় ভাঙন থাকায় জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ২ কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মারণফাঁদে পরিণত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা সদরের সঙ্গে ঝাড়কাটা-বালিজুড়ী সড়কের প্রতি দিন লক্ষাধিক জনসাধারণের চলাচলের একমাত্র প্রবেশ পথ হওয়ায় চরপাকেরদহ ইউনিয়ন ও পার্শ্ববর্তী পূর্ব জামথল, মানিকদাইর, টেংড়াকুড়া ও চরগোবিন্দী, কাজলা, কাঠমা এলাকার অন্তত লক্ষাধিক মানুষ এই ২ কিলোমিটার ভাঙা রাস্তায় চলাচলে দীর্ঘদিন ধরে যাতায়াতের ভোগান্তি ও দুর্ভোগ পোহাচ্ছেন। ঝাড়কাটা টু বালিজুড়ী সড়কে বিশেষ করে, পৌরসভা এলাকা বালিজুড়ী বাজার ঠাকুর বাড়ি মোড় থেকে আঁকাবাঁকা ভাঙাচুরা রাস্তার একটু উত্তরে খুবই নাজুক অবস্থা। আর একটু সামনে এগিয়ে গেলেই চরবওলা চৌরাস্তা মোড় এখানে দুর্ভোগের সীমা নেই। উত্তরে মাত্র কয়েকশ গজ পেরিয়ে গেলেই মিতালী বাজার পর্যন্ত ভাঙাচুড়া রাস্তা অবস্থা খুবই ভয়ংকর। এই ব্যস্ততম সড়কে প্রতি দিন যাতায়াতে লক্ষাধিক মানুষের সীমাহীন দুর্ভোগ কারো নজরে পড়েনা। চরপাকেরদহ ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ মাদারগঞ্জ মডেল থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর সভা, সরকারি অফিস, বালিজুড়ী বাজারে বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি ভাঙা থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ হয়ে যায় রোগী।
এ বিষয়ে ঝাড়কাটা-বালিজুড়ী সড়কের যাত্রী আব্দুল মতিন সরকার সংবাদকে বলেন, এই সড়কে মাত্র ২ কিলোমিটার ভাঙাচুড়া রাস্তায় চলাচলের অনেক ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময়ে গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা।
এ বিষয়ে মাদারগঞ্জ পৌরসভা প্রকৌশলী পারেক আহমেদ সংবাদকে বলেন, এই রাস্তা সংস্কারের প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই আমরা প্রাক্কলন তৈরি করব।
মাদারগঞ্জ (জামালপুর) : খানাখন্দে ভরা সড়ক -সংবাদ
শনিবার, ১৯ জুলাই ২০২৫
জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা ভাঙন দেখা দিয়েছে। ফলে পৌর এলাকার জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার অধুনালুপ্ত স্বজন সিনেমা হল চৌরাস্তা মোড় ঠাকুর বাড়ি থেকে কামারবাড়ী চৌরাস্তা মোড় থেকে পৌর সভা গেইটসংলগ্ন মিতালী বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাসহ বিভিন্ন পৌর এলাকার রাস্তায় ভাঙন থাকায় জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ২ কিলোমিটার ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে কার্পেটিং। ইটের খোয়া সরে গিয়ে রাস্তার মাঝখানে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এসব গর্ত ও খানাখন্দে সড়কটি যেন মারণফাঁদে পরিণত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা সদরের সঙ্গে ঝাড়কাটা-বালিজুড়ী সড়কের প্রতি দিন লক্ষাধিক জনসাধারণের চলাচলের একমাত্র প্রবেশ পথ হওয়ায় চরপাকেরদহ ইউনিয়ন ও পার্শ্ববর্তী পূর্ব জামথল, মানিকদাইর, টেংড়াকুড়া ও চরগোবিন্দী, কাজলা, কাঠমা এলাকার অন্তত লক্ষাধিক মানুষ এই ২ কিলোমিটার ভাঙা রাস্তায় চলাচলে দীর্ঘদিন ধরে যাতায়াতের ভোগান্তি ও দুর্ভোগ পোহাচ্ছেন। ঝাড়কাটা টু বালিজুড়ী সড়কে বিশেষ করে, পৌরসভা এলাকা বালিজুড়ী বাজার ঠাকুর বাড়ি মোড় থেকে আঁকাবাঁকা ভাঙাচুরা রাস্তার একটু উত্তরে খুবই নাজুক অবস্থা। আর একটু সামনে এগিয়ে গেলেই চরবওলা চৌরাস্তা মোড় এখানে দুর্ভোগের সীমা নেই। উত্তরে মাত্র কয়েকশ গজ পেরিয়ে গেলেই মিতালী বাজার পর্যন্ত ভাঙাচুড়া রাস্তা অবস্থা খুবই ভয়ংকর। এই ব্যস্ততম সড়কে প্রতি দিন যাতায়াতে লক্ষাধিক মানুষের সীমাহীন দুর্ভোগ কারো নজরে পড়েনা। চরপাকেরদহ ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ মাদারগঞ্জ মডেল থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর সভা, সরকারি অফিস, বালিজুড়ী বাজারে বিভিন্ন কাজে যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি ভাঙা থাকায় অসহনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, একজন রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে এই রাস্তায় আসার পর আরও অসুস্থ হয়ে যায় রোগী।
এ বিষয়ে ঝাড়কাটা-বালিজুড়ী সড়কের যাত্রী আব্দুল মতিন সরকার সংবাদকে বলেন, এই সড়কে মাত্র ২ কিলোমিটার ভাঙাচুড়া রাস্তায় চলাচলের অনেক ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময়ে গাড়ি উল্টে গিয়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা।
এ বিষয়ে মাদারগঞ্জ পৌরসভা প্রকৌশলী পারেক আহমেদ সংবাদকে বলেন, এই রাস্তা সংস্কারের প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই আমরা প্রাক্কলন তৈরি করব।