কেন্দুয়া (নেত্রকোনা) : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় -সংবাদ
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।শনিবার,(১৯ জুলাই ২০২৫) দিনব্যাপী আয়োজনগুলো ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ। দিনের শুরুতেই অনুষ্ঠিত হয়, পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন। এরপর শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। শোক র্যালি শেষে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজন ছিল কুইজ (কুইজ) প্রতিযোগিতারও, যেখানে অংশগ্রহণকারীরা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে নিজেদের জ্ঞান প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তার সৃষ্ট চরিত্রগুলো আজো পাঠকের হৃদয়ে জীবন্ত।
কেন্দুয়া (নেত্রকোনা) : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় -সংবাদ
শনিবার, ১৯ জুলাই ২০২৫
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।শনিবার,(১৯ জুলাই ২০২৫) দিনব্যাপী আয়োজনগুলো ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ। দিনের শুরুতেই অনুষ্ঠিত হয়, পবিত্র কুরআন খতম ও কালো পতাকা উত্তোলন। এরপর শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। শোক র্যালি শেষে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা হুমায়ূন আহমেদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ ও ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজন ছিল কুইজ (কুইজ) প্রতিযোগিতারও, যেখানে অংশগ্রহণকারীরা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে নিজেদের জ্ঞান প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন একটি আবেগ, এক গভীর অনুভব। তার সৃষ্ট চরিত্রগুলো আজো পাঠকের হৃদয়ে জীবন্ত।