গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ফের কারফিউ জারি করেছে প্রশাসন। শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকাল পৌনে ৫টার দিকে জানানো হয়, শহরে মানুষের চলাচল এখনও সীমিত। যদিও সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল ছিল।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন নিহত হন। সংঘর্ষের সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়লে পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান তাদের নিরাপদে সরিয়ে নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করে জেলা ম্যাজিস্ট্রেট। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত চললেও তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেয় সরকার। এরপর শুক্রবার কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়।
সর্বশেষ শনিবার রাত ১১টায় জেলা প্রশাসন জানায়, পরবর্তী দিন ভোর পর্যন্ত ফের কঠোর কারফিউ জারি থাকবে।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে ফের কারফিউ জারি করেছে প্রশাসন। শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকাল পৌনে ৫টার দিকে জানানো হয়, শহরে মানুষের চলাচল এখনও সীমিত। যদিও সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল ছিল।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পাঁচজন নিহত হন। সংঘর্ষের সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়লে পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান তাদের নিরাপদে সরিয়ে নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করে জেলা ম্যাজিস্ট্রেট। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত চললেও তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেয় সরকার। এরপর শুক্রবার কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়।
সর্বশেষ শনিবার রাত ১১টায় জেলা প্রশাসন জানায়, পরবর্তী দিন ভোর পর্যন্ত ফের কঠোর কারফিউ জারি থাকবে।