কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুটি অবৈধ স্থাপনা (বসতঘর) অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছেন বনকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়ার হারবাং বনবিটের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরবর্তী উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে শতাধিক নানা প্রজাতির চারা রোপণ করেছে বনবিভাগ। অভিযানকালে হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পারভীন আক্তার এবং বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুটি অবৈধ স্থাপনা (বসতঘর) অভিযান চালিয়ে উচ্ছেদ করে দিয়েছেন বনকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়ার হারবাং বনবিটের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরবর্তী উদ্ধারকৃত প্রায় ৩০ শতক বনভূমিতে শতাধিক নানা প্রজাতির চারা রোপণ করেছে বনবিভাগ। অভিযানকালে হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা, সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার পারভীন আক্তার এবং বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।