পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানী সাফা গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। জানা গেছে, সপ্তাহব্যাপী আষাঢ়ের ভারী বর্ষনে ধানীসাফা বাজার থেকে উদয়তারা বুড়িরচর মোমিন মসজিদ সড়কটির স্লইজগেটের পর কার্পিটিং সড়কটি ভেঙে যায়।
প্রতিদিন ওই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকসহ শতশত লোক যাতায়াত করে আসছেন। কার্পেটিং সড়কটি ভেঙে যাওয়ায় জনসাধারনসহ ব্যাটারি চালিত ইজিবাইক ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জনসাধারনের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। গত পাঁচ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের সংস্কারের কোন উদ্যোগ নেই। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান,জন দুর্ভোগের কথা ভেবে সড়ক ভেঙ্গে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ধানীসাফা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলমকে অবহিত করা হয়েছে। এছাড়াও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক আবদুল কাইয়ুম এর কার্যলয়ে উপস্থিত হয়ে সড়কটি দ্রুত মেরামত করার জন্য আবেদন জানিয়েছেন।
শনিবার, ১৯ জুলাই ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানী সাফা গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। জানা গেছে, সপ্তাহব্যাপী আষাঢ়ের ভারী বর্ষনে ধানীসাফা বাজার থেকে উদয়তারা বুড়িরচর মোমিন মসজিদ সড়কটির স্লইজগেটের পর কার্পিটিং সড়কটি ভেঙে যায়।
প্রতিদিন ওই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকসহ শতশত লোক যাতায়াত করে আসছেন। কার্পেটিং সড়কটি ভেঙে যাওয়ায় জনসাধারনসহ ব্যাটারি চালিত ইজিবাইক ও সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জনসাধারনের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। গত পাঁচ দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের সংস্কারের কোন উদ্যোগ নেই। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান,জন দুর্ভোগের কথা ভেবে সড়ক ভেঙ্গে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক ধানীসাফা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফিরোজ আলমকে অবহিত করা হয়েছে। এছাড়াও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক আবদুল কাইয়ুম এর কার্যলয়ে উপস্থিত হয়ে সড়কটি দ্রুত মেরামত করার জন্য আবেদন জানিয়েছেন।