অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুর জেলায় ৩ ঘণ্টায় একযোগে ৮ লাখ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সেই সঙ্গে একই দিন বিকেলে গোর এ শহীদ বড় ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
‘এক শহীদ, এক বৃক্ষ’ এই সেগানকে সামনে রেখে গতকাল শনিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বন বিভাগের বাস্তবায়নে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার ১৩ উপজেলার ১০৩টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সড়ক-মাঠের ধারে, নদীর পাড়ে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৮ লাখ গাছ রোপণ করা হয়।
জুলাই বিপ্লবে শহীদ দিনাজপুরের ৯ জনের স্মরণে সকাল ৯ টায় গোর-এ শহীদ বড় ময়দানের পাশের সড়কে ৯টি বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
রোববার, ২০ জুলাই ২০২৫
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় দিনাজপুর জেলায় ৩ ঘণ্টায় একযোগে ৮ লাখ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সেই সঙ্গে একই দিন বিকেলে গোর এ শহীদ বড় ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
‘এক শহীদ, এক বৃক্ষ’ এই সেগানকে সামনে রেখে গতকাল শনিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বন বিভাগের বাস্তবায়নে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার ১৩ উপজেলার ১০৩টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, সড়ক-মাঠের ধারে, নদীর পাড়ে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৮ লাখ গাছ রোপণ করা হয়।
জুলাই বিপ্লবে শহীদ দিনাজপুরের ৯ জনের স্মরণে সকাল ৯ টায় গোর-এ শহীদ বড় ময়দানের পাশের সড়কে ৯টি বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।