বই পড়ি, বই পড়াই, জীবন গড়াই। পাঠাভ্যাস গড়ে তোলাই লক্ষ্য স্থির করে মোহনগঞ্জে চলন্ত পাঠাগার এগিয়ে যাচ্ছে। পথেঘাটে, বিদ্যালয়ে, বাড়ির আঙিনা, খালপাড়ে, রেলস্টেশন, বাসস্টেশনসহ যেখানেই জনসমাগম সেখানেই চলন্ত পাঠাগার বইয়ের পসরা নিয়ে উপস্থিত। বিগত দুই বছর ধরে বইপড়ার ব্যতিক্রমধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে চলন্ত পাঠাগার। সম্প্রতি মোহনগঞ্জের খালপাড়ে জমিয়ে দেয় শিশুপ্রহর। শিশুদের হাতে হাতে বই তুলে দেয়। পাঠাগারের পক্ষ থেকে শিশুদের বই পড়তে, বই উপহার দিতে উৎসাহিত করা হয়। বই পাঠের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে আলোকবাহী চলন্ত পাঠাগার।
রোববার, ২০ জুলাই ২০২৫
বই পড়ি, বই পড়াই, জীবন গড়াই। পাঠাভ্যাস গড়ে তোলাই লক্ষ্য স্থির করে মোহনগঞ্জে চলন্ত পাঠাগার এগিয়ে যাচ্ছে। পথেঘাটে, বিদ্যালয়ে, বাড়ির আঙিনা, খালপাড়ে, রেলস্টেশন, বাসস্টেশনসহ যেখানেই জনসমাগম সেখানেই চলন্ত পাঠাগার বইয়ের পসরা নিয়ে উপস্থিত। বিগত দুই বছর ধরে বইপড়ার ব্যতিক্রমধর্মী কার্যক্রম চালিয়ে যাচ্ছে চলন্ত পাঠাগার। সম্প্রতি মোহনগঞ্জের খালপাড়ে জমিয়ে দেয় শিশুপ্রহর। শিশুদের হাতে হাতে বই তুলে দেয়। পাঠাগারের পক্ষ থেকে শিশুদের বই পড়তে, বই উপহার দিতে উৎসাহিত করা হয়। বই পাঠের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে আলোকবাহী চলন্ত পাঠাগার।