নেত্রকোণার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে হয়ে গেল খনা পাঠচক্রের তৃতীয় আসর। জলবায়ু সংকট ও লোকায়ত সঞ্জীবনী ও গবেষণা পদ্ধতি কর্মশালার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজন শনিবার বিকেলে শেষ হয়। রামেশ্বরপুর গ্রামে কৃষক কৃষাণীদের সঙ্গে উঠান বৈঠকে কৃষি বিষয়ক নানা আলোচনা গান ও গবেষণা পদ্ধতির সনদ বিতরণের মধ্যদিয়ে উৎসবের শেষ হয়। এর আগে অভয়পাশা বারসিক রিসোর্স সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত দুই দিনব্যাপী নানা আয়োজনে প্রাণ প্রকৃতি কৃষি ও জলবায়ু সংকট নিয়ে গবেষণামূলক নানা কাজ আলোচনা গান আড্ডার আয়োজন ছিল।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূত্রাধার ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক গবেষক পাভেল পার্থ। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার ও কৃষি গবেষক ব্রাত্য আমিন, দুনিয়াদারি আর্কাইভের পরিচালক গাছরক্ষা আন্দোলনের নেতা রাজিব আহমেদ, নিরাপদ খাদ্য আন্দোলন কমী প্রযত্নের প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুপিটার, সংগীতশিল্পী অধ্যাপক মুসা খলিল মুকুল।
লেখক গবেষক পাভেল পার্থ জানান, বর্তমান পৃথিবীতে জলবায়ু সংকট মানুষের জীবনধারার এক অন্যতম সমস্যা। খনাপাঠচক্রের মাধ্যমে আমরা এসব সংকট উত্তোরণের পথ খোঁজার জন্য গবেষণা পদ্ধতি কর্মশালা ও খনাপাঠচক্রের আয়োজন করা হয়।
তিনি বলেন, খনার বার্তার মাধ্যমে বাংলার লোকায়ত সঞ্জীবনী রয়েছে। গবেষণার মাধ্যমে মানুষকে লোকায়ত দর্শন কাজে লাগিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে হবে।
রোববার, ২০ জুলাই ২০২৫
নেত্রকোণার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে হয়ে গেল খনা পাঠচক্রের তৃতীয় আসর। জলবায়ু সংকট ও লোকায়ত সঞ্জীবনী ও গবেষণা পদ্ধতি কর্মশালার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজন শনিবার বিকেলে শেষ হয়। রামেশ্বরপুর গ্রামে কৃষক কৃষাণীদের সঙ্গে উঠান বৈঠকে কৃষি বিষয়ক নানা আলোচনা গান ও গবেষণা পদ্ধতির সনদ বিতরণের মধ্যদিয়ে উৎসবের শেষ হয়। এর আগে অভয়পাশা বারসিক রিসোর্স সেন্টারে সকাল থেকে রাত পর্যন্ত দুই দিনব্যাপী নানা আয়োজনে প্রাণ প্রকৃতি কৃষি ও জলবায়ু সংকট নিয়ে গবেষণামূলক নানা কাজ আলোচনা গান আড্ডার আয়োজন ছিল।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূত্রাধার ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক গবেষক পাভেল পার্থ। আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকার ও কৃষি গবেষক ব্রাত্য আমিন, দুনিয়াদারি আর্কাইভের পরিচালক গাছরক্ষা আন্দোলনের নেতা রাজিব আহমেদ, নিরাপদ খাদ্য আন্দোলন কমী প্রযত্নের প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন জুপিটার, সংগীতশিল্পী অধ্যাপক মুসা খলিল মুকুল।
লেখক গবেষক পাভেল পার্থ জানান, বর্তমান পৃথিবীতে জলবায়ু সংকট মানুষের জীবনধারার এক অন্যতম সমস্যা। খনাপাঠচক্রের মাধ্যমে আমরা এসব সংকট উত্তোরণের পথ খোঁজার জন্য গবেষণা পদ্ধতি কর্মশালা ও খনাপাঠচক্রের আয়োজন করা হয়।
তিনি বলেন, খনার বার্তার মাধ্যমে বাংলার লোকায়ত সঞ্জীবনী রয়েছে। গবেষণার মাধ্যমে মানুষকে লোকায়ত দর্শন কাজে লাগিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে হবে।