নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে ৮ বছরের শিশু সন্তান সাদমানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গার হাফিজুর মোল্যা দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল শনিবার দুপুরে বাগুডাঙ্গার আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট (জাগ দেয়া) নিজের ঘোড়ার গাড়িতে বোঝাই করে বাড়ির দিকে যাচ্ছিলেন। হাফিজুরের সন্তানও ঘোড়ার গাড়ির সঙ্গে হাঁটছিল। হঠাৎ করে সাদমানের পা পিছলে ঘোড়ার গাড়ির চাকা তার পেটের ওপর দিয়ে উঠে যায়। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাদমানের করুণ মৃত্যুতে পরিবার, প্রতিবেশীসহ আত্মীয়-স্বজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, সাদমানের মৃত্যু খুবই কষ্টদায়ক। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে দাফনের জন্য অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার, ২০ জুলাই ২০২৫
নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বাবার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে ৮ বছরের শিশু সন্তান সাদমানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গার হাফিজুর মোল্যা দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল শনিবার দুপুরে বাগুডাঙ্গার আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট (জাগ দেয়া) নিজের ঘোড়ার গাড়িতে বোঝাই করে বাড়ির দিকে যাচ্ছিলেন। হাফিজুরের সন্তানও ঘোড়ার গাড়ির সঙ্গে হাঁটছিল। হঠাৎ করে সাদমানের পা পিছলে ঘোড়ার গাড়ির চাকা তার পেটের ওপর দিয়ে উঠে যায়। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাদমানের করুণ মৃত্যুতে পরিবার, প্রতিবেশীসহ আত্মীয়-স্বজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, সাদমানের মৃত্যু খুবই কষ্টদায়ক। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে দাফনের জন্য অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।