বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় প্রতি রাতেই কোথায়ও না কোথায়ও ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত তিন দিনে শহরের বাসা, দোকান ও রাস্তায় ঘটেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
এদিকে চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় শহরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। রবিবার(২০-০৭-২০২৫) দিবাগত রাতে শহরের নামা পৌঁওতা মহল্লার সোহেল রানার বাসার বেলকনির গ্রিল কেটে ৮/১০ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র মুখে জিম্মি করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই রাতে স্টেশন এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা কাছে ২৫ শত টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এছাড়া গত ১৭ জুলাই রাতে উপহার টাওয়ারে সামনে ন্যাটো ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ জুলাই দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরেও চুরির ঘটনা ঘটে। এছাড়া পৌর শহরের কলা বাগান নামক স্থানে প্রতি রাতেই ছিনতাই ঘটনা ঘটছে। সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্টান। গত শুক্রবার সারাদিন বেচা-কেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। গভীর রাতে চোরের দল দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবী করেন। অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান মতি জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকানে গভীর রাতে চোরেরা দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রি তছনছ করে স্টীলের আলমারীতে থাকা প্রায় ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। সোহেল রানা বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান চুরি, ছিনতাই ও ডাকাতি বিষয়টি নিশ্চিত করে জানান, চোর সনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।
রোববার, ২০ জুলাই ২০২৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় প্রতি রাতেই কোথায়ও না কোথায়ও ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত তিন দিনে শহরের বাসা, দোকান ও রাস্তায় ঘটেছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
এদিকে চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় শহরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। রবিবার(২০-০৭-২০২৫) দিবাগত রাতে শহরের নামা পৌঁওতা মহল্লার সোহেল রানার বাসার বেলকনির গ্রিল কেটে ৮/১০ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র মুখে জিম্মি করে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। একই রাতে স্টেশন এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা কাছে ২৫ শত টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এছাড়া গত ১৭ জুলাই রাতে উপহার টাওয়ারে সামনে ন্যাটো ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ জুলাই দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরেও চুরির ঘটনা ঘটে। এছাড়া পৌর শহরের কলা বাগান নামক স্থানে প্রতি রাতেই ছিনতাই ঘটনা ঘটছে। সান্তাহার রোজা ব্যাটারি হাউজের মালিক আব্দুর রাজ্জাক জানায়, সান্তাহার ডাকবাংলোর পাশে তার ব্যবসা প্রতিষ্টান। গত শুক্রবার সারাদিন বেচা-কেনা করে তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা। গভীর রাতে চোরের দল দোকানের ভিতর রাখা অটোচার্জার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে তিনি দাবী করেন। অপরদিকে মতি মিল স্টোরের মালিক মতিউর রহমান মতি জানান, একই রাতে সান্তাহারে নওগাঁ রোডের পাশে মনিকা মার্কেটে তার দোকানে গভীর রাতে চোরেরা দোকান ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রি তছনছ করে স্টীলের আলমারীতে থাকা প্রায় ৮০ হাজার টাকাসহ দলিল ও ব্যাংক চেকসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। সোহেল রানা বলেন, এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান চুরি, ছিনতাই ও ডাকাতি বিষয়টি নিশ্চিত করে জানান, চোর সনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।