মাদারগঞ্জ (জামালপুর) : হা ডু ডু খেলা দেখছেন এলাকাবাসী -সংবাদ
জামালপুরের মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি হা-ডু-ডু টুর্মামেন্ট-২০২৫-এর উদ্বোধন করা হয়। মাদারগঞ্জে যুব সমাজ কে মাদকমুক্ত, মোবাইলের আসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত, ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী ফিরে পেতে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জে জনসাধারণ নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী হা- ডু-ডু খেলা দেখতে দুপুর থেকেই মাদারগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন ও দূর দূরান্ত থেকে নানা বয়সী আবাল বৃদ্ধ বণিতা সহ শত শত মানুষ মাঠে এসে ভিড় জমান সেই সাথে দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলেছে শিশু-কিশোররা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় উত্তর মাদারগঞ্জের কোয়ালীকান্দি হাডুডু একাদশ বনাম জোনাইল মিয়া বাজার সোনার বাংলা হাডুডু একাদশ। এতে জোনাইল মিয়া বাজার সোনার বাংলা হাডুডু একাদশ বিজয়ী হয়। হা-ডু-ড খেলা দেখতে আসা কোয়ালীকান্দি গ্রামের মমিন মিয়া, সোবহান ফকির, আক্কাস আলী সহ কয়েকজন সংবাদ কে বলেন, দূরদূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন।
অনেক ভালো লেগেছে। যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।খেলোয়াড় বাবু, হোসেন মামরুল সংবাদ বলেন, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত।
হা-ডু-ডু খেলা আয়োজক কমিটির আব্দুল হামিদ বুরহান বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হা-ডু-ডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান।
মাদারগঞ্জ (জামালপুর) : হা ডু ডু খেলা দেখছেন এলাকাবাসী -সংবাদ
রোববার, ২০ জুলাই ২০২৫
জামালপুরের মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি হা-ডু-ডু টুর্মামেন্ট-২০২৫-এর উদ্বোধন করা হয়। মাদারগঞ্জে যুব সমাজ কে মাদকমুক্ত, মোবাইলের আসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত, ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী ফিরে পেতে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জে জনসাধারণ নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী হা- ডু-ডু খেলা দেখতে দুপুর থেকেই মাদারগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন ও দূর দূরান্ত থেকে নানা বয়সী আবাল বৃদ্ধ বণিতা সহ শত শত মানুষ মাঠে এসে ভিড় জমান সেই সাথে দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলেছে শিশু-কিশোররা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় উত্তর মাদারগঞ্জের কোয়ালীকান্দি হাডুডু একাদশ বনাম জোনাইল মিয়া বাজার সোনার বাংলা হাডুডু একাদশ। এতে জোনাইল মিয়া বাজার সোনার বাংলা হাডুডু একাদশ বিজয়ী হয়। হা-ডু-ড খেলা দেখতে আসা কোয়ালীকান্দি গ্রামের মমিন মিয়া, সোবহান ফকির, আক্কাস আলী সহ কয়েকজন সংবাদ কে বলেন, দূরদূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন।
অনেক ভালো লেগেছে। যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।খেলোয়াড় বাবু, হোসেন মামরুল সংবাদ বলেন, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত।
হা-ডু-ডু খেলা আয়োজক কমিটির আব্দুল হামিদ বুরহান বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হা-ডু-ডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান।