বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলাকে বান্দরবানসহ সমগ্র পার্বত্যাঞ্চলের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে ছাত্রসমাজ। এনসিপি নেতা সারজিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
রোববার,(২০ জুলাই ২০২৫) সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বান্দরবান ছাত্রসমাজ এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সারজিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য। একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয়, এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদাসম্পন্ন ও অধিকার সচেতন। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্যাঞ্চলের মানুষকে অপমান করা।
রোববার, ২০ জুলাই ২০২৫
বান্দরবানকে ‘শাস্তির জায়গা’ বলাকে বান্দরবানসহ সমগ্র পার্বত্যাঞ্চলের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে ছাত্রসমাজ। এনসিপি নেতা সারজিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
রোববার,(২০ জুলাই ২০২৫) সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বান্দরবান ছাত্রসমাজ এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সারজিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য। একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয়, এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদাসম্পন্ন ও অধিকার সচেতন। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্যাঞ্চলের মানুষকে অপমান করা।