গোপালগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর দমন নিপিড়নের প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ডাকা রোববার,(২০ জুলাই ২০২৫) সকাল সন্ধ্যার হরতালের সমর্থন কক্সবাজারের চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শনিবার মধ্যরাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া সরকারি কলেজগেট এলাকায় টায়ারে আগুন দিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।
পরে সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার ভিডিও চিত্র চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলম ছাড়াও যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীর ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ফেইসবুক থেকে সংগ্রহ করা ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে মহাসড়কে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা হরতালের সমর্থনে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ওই সময় কয়েকজনের মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।
মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। এরইমধ্যে
পুলিশের গাড়ি আসতে দেখে বিক্ষোভকারীরা সেখান থেকে তাৎক্ষণিক চলে যায়।
মহাসড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভের একটি ভিডিও চিত্র নিজের ফেইসবুকে পোস্ট দিয়েছেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু। জানতে চাইলে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার, সারাদেশে হরতালের ডাক দিয়েছেন। দলীয় কর্মী হিসেবে আমরা হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।
এব্যাপারে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়া কলেজ এলাকায় গতকাল শনিবার মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়া হয়।
খবরটি শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে ওই সময় বিক্ষোভকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার, ২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর দমন নিপিড়নের প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ডাকা রোববার,(২০ জুলাই ২০২৫) সকাল সন্ধ্যার হরতালের সমর্থন কক্সবাজারের চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শনিবার মধ্যরাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া সরকারি কলেজগেট এলাকায় টায়ারে আগুন দিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।
পরে সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার ভিডিও চিত্র চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলম ছাড়াও যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীর ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ফেইসবুক থেকে সংগ্রহ করা ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে মহাসড়কে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা হরতালের সমর্থনে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ওই সময় কয়েকজনের মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।
মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। এরইমধ্যে
পুলিশের গাড়ি আসতে দেখে বিক্ষোভকারীরা সেখান থেকে তাৎক্ষণিক চলে যায়।
মহাসড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভের একটি ভিডিও চিত্র নিজের ফেইসবুকে পোস্ট দিয়েছেন চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু। জানতে চাইলে তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার, সারাদেশে হরতালের ডাক দিয়েছেন। দলীয় কর্মী হিসেবে আমরা হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।
এব্যাপারে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়া কলেজ এলাকায় গতকাল শনিবার মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়া হয়।
খবরটি শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে ওই সময় বিক্ষোভকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।