মোহনগঞ্জ (নেত্রকোণা) : হাটে পাটি প্রদর্শন করছেন বিক্রেতা -সংবাদ
আবহমান কাল ধরে পাটির প্রচলন রয়েছে। গৃহস্থালি প্রয়োজনসহ বিভিন্ন উৎসবেও পাটির ব্যবহার পুরনো। পাটি একটি ঐতিহ্যবাহী কুটির শিল্প। গরমের দিনে শীতলপাটির পরশের তুলনা নেই। আমাদের দেশের বিভিন্ন এলাকায় পাটির বাজার রয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুরে রয়েছে পাটির বাজার। উকিল বাজার খ্যাত এখানে প্রতি শুক্রবার পাটির হাট বসে। উপজেলার পাটিপল্লি খ্যাত জনপদ জৈনপুর, ভাটাপাড়া, কেন্দুয়া, হাতনী, নোওয়াগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে পাটি নিয়ে আসেন এ বাজারে। পাইকাররা এখান থেকে পাটি কিনে দেশের বিভিন্ন এলাকায় চালান করেন । জনৈক পাইকার বলেন, জামালগঞ্জ থেকে এসেছি পাটি কিনতে। বাজারে খুচরা বিক্রেতাগণ পাটি নিয়ে আসেন। হাতনী গ্রামের পাটি ব্যবসায়ী ক্ষীতিশ সরকার দুটি পাটি নিয়ে ঘুরছেন। তার সাথে কথা বলে জানা যায়, এসব পাটি বাড়িতে মহিলারা বুনেন। আমি বাজারে নিয়ে আসলাম। তিনি একটি পাটি মেলে ক্রেতাকে দেখাচ্ছেন। তিনি আরো জানান, এখন প্লাস্টিক বেতের পাটি পাওয়া যাচ্ছে। ফলে আমাদের পাটির বেচাকেনায় কিছুটা প্রভাব পড়েছে। পাশে দাঁড়ানো একজন বলে দেন যতই প্লাস্টিকের পাটি বের হউক না কেন মুত্তার বেতের পাটির সাথে তুলনা নেই।
মোহনগঞ্জ (নেত্রকোণা) : হাটে পাটি প্রদর্শন করছেন বিক্রেতা -সংবাদ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
আবহমান কাল ধরে পাটির প্রচলন রয়েছে। গৃহস্থালি প্রয়োজনসহ বিভিন্ন উৎসবেও পাটির ব্যবহার পুরনো। পাটি একটি ঐতিহ্যবাহী কুটির শিল্প। গরমের দিনে শীতলপাটির পরশের তুলনা নেই। আমাদের দেশের বিভিন্ন এলাকায় পাটির বাজার রয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুরে রয়েছে পাটির বাজার। উকিল বাজার খ্যাত এখানে প্রতি শুক্রবার পাটির হাট বসে। উপজেলার পাটিপল্লি খ্যাত জনপদ জৈনপুর, ভাটাপাড়া, কেন্দুয়া, হাতনী, নোওয়াগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে পাটি নিয়ে আসেন এ বাজারে। পাইকাররা এখান থেকে পাটি কিনে দেশের বিভিন্ন এলাকায় চালান করেন । জনৈক পাইকার বলেন, জামালগঞ্জ থেকে এসেছি পাটি কিনতে। বাজারে খুচরা বিক্রেতাগণ পাটি নিয়ে আসেন। হাতনী গ্রামের পাটি ব্যবসায়ী ক্ষীতিশ সরকার দুটি পাটি নিয়ে ঘুরছেন। তার সাথে কথা বলে জানা যায়, এসব পাটি বাড়িতে মহিলারা বুনেন। আমি বাজারে নিয়ে আসলাম। তিনি একটি পাটি মেলে ক্রেতাকে দেখাচ্ছেন। তিনি আরো জানান, এখন প্লাস্টিক বেতের পাটি পাওয়া যাচ্ছে। ফলে আমাদের পাটির বেচাকেনায় কিছুটা প্রভাব পড়েছে। পাশে দাঁড়ানো একজন বলে দেন যতই প্লাস্টিকের পাটি বের হউক না কেন মুত্তার বেতের পাটির সাথে তুলনা নেই।