জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা জুলাই বিপ্লবের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। সোমবার সকাল আটটার দিকে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামাস্থ ওয়াসিমের গ্রামের বাড়ি পৌঁছেন। এ সময় তারা জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ফেইসবুকে পোস্ট দিয়ে জানান, শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিভাগে তাদের জুলাই পদযাত্রা শেষ করে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কবর জিয়ারতের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থানের আশপাশে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম সেখানে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা জুলাই বিপ্লবের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। সোমবার সকাল আটটার দিকে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহর পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামাস্থ ওয়াসিমের গ্রামের বাড়ি পৌঁছেন। এ সময় তারা জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ফেইসবুকে পোস্ট দিয়ে জানান, শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিভাগে তাদের জুলাই পদযাত্রা শেষ করে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কবর জিয়ারতের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থানের আশপাশে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম সেখানে দায়িত্ব পালন করেন।