বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত সৈয়দপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের কর্মযজ্ঞ চলছে। কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১৫ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৫৭৮ টাকায় ৬৩টি প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে ৩৪ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে আরও ২৯টি প্রকল্পের কাজ। সৈয়দপুরে পৌরসভার প্রশাসক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকীর দায়িত্ব নেয়ার পর উন্নয়ন কাজ শুরু হয়েছে পৌর এলাকায়। তার প্রশাসনিক প্রচেষ্টায় উন্নয়নের সুফল মিলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন কাজ না হওয়ায় ১৫টি ওয়ার্ডে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়। এ অবস্থায় পৌর প্রশাসক সমস্যা আমলে নিয়ে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রচেষ্টায় কোভিড-১৯, উন্নয়ন সহায়তা তহবিল ও দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়নে অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে পৌরসভায়।
সূত্র মতে, পৌরসভার ১৫টি ওয়ার্ডে দীর্ঘদিন যাবত উন্নয়ন কাজ না হওয়ায় বেশিরভাগ রাস্তা চলাচলের অযোগ্য ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন থমকে যায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ। এর মধ্যে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৬৩টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ১৫ কোটি ৮০ লাখ ৯৫ হাজার ৫৭৮ টাকা ব্যয় করা হচ্ছে। ইতোমধ্যে ৩৪টি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে ৫ দশমিক ৭৬৭ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার এবং ৪ দশমিক ৭১৩ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ। প্রকল্পের অবশিষ্ট ২৯টি প্রকল্পের কাজ জোরেশোরে চলছে। চলমান কাজের মধ্যে রয়েছে ১ দশমিক ৬১৭ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নির্মাণ চলছে ৩২৫ মিটার আরসিসি ড্রেনের কাজ। এ ছাড়া অন্যান্য কাজের মধ্যে রয়েছে ফল মার্কেটের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাউন্ডারী ওয়াল, সুপার মার্কেটের উন্নয়ন, পৌর কমিউিনিটি হলের কিচেন নির্মাণ ও পৌরসভার প্রবেশ পথের সড়কে সৃদৃশ্য স্বাগতম গেট নির্মাণের মত উল্লেখযোগ্য প্রকল্প। সূত্র আরও জানায়, এসব প্রকল্পে কাজ সম্পন্ন হলে শহরবাসীর চলাচলে আর দুর্ভোগ পোহাতে হবে না এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের ফলে গৃহস্থলী ও বৃষ্টির পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দুর হবে। এতে করে জনদুর্ভোগ লাঘবসহ নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।
উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয়রা জানান, পতিত সরকারের মেয়রের সময় শহরে তেমন কোন উন্নয়ন কাজ হয়নি। বর্তমানে পৌর প্রশাসক দায়িত্ব নেয়ার পর শহরজুড়ে উন্নয়ন কাজ হচ্ছে। বিশেষ করে রাস্তা ও ড্রেনের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে যা আগে দেখা যায়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের প্রতিটি কাজের গুণগত মান বজায় রাখতে পৌরসভার প্রকৌশলীরা প্রকল্প এলাকায় নজরদারি রাখছেন। উন্নয়নমূলক এসব প্রকল্পে শিডিউল মোতাবেক যাতে কাজ সম্পন্ন করা হয়, সেজন্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান, প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার পুঞ্জিভূত সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তারপরও উন্নয়নের প্রয়োজনীয়তা আমলে নিয়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে উন্নয়ন প্রকল্প। প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনেকাংশে লাঘব হবে ভোগান্তির। এ ছাড়া পৌর বাজেটে উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব বাস্তবায়ন করতে সরকারি ও দাতা সংস্থার অর্থ সংগ্রহের প্রচেষ্টা চালানো হচ্ছে।