আজ শুভ জন্মাষ্টমী। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। সনাতন ধর্মাবলম্বীদের সাংবাৎসরিক ধর্মীয় উৎসব। শাস্ত্রে আছে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখনই তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন ও ধর্ম সংস্হাপনের জন্য যুগাবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মোহনগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে নানা আয়োজনে ২ দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। আজ সকাল ৯টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। এছাড়া ২ দিন ব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে, পূজার্চ্চনা,দেশ ও জাতির মঙ্গল কামনায় শান্তি প্রার্থনা, শ্রীকৃষ্ণের শতনাম পাঠ, গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। শ্রীশ্রীগীতা থেকে পাঠ করবেন পণ্ডিত শ্রী শ্যামল চৌধুরী, শ্রীমদ্ভাগবত অমৃত কথা শোনাবেন শ্রীশ্রীজগন্নাথজিঁউর আখড়ার সেবায়েত শ্রী চন্দন চক্রবর্তী। প্রতিটি আঙ্গিকে উপস্থিত থেকে আনন্দ বর্ধন করার জন্য মোহনগঞ্জ পূঁজা উদযাপন পরিষদ উপজেলা শাখা ও পৌর শাখা সকল ভক্তবৃন্দকে প্রীতিস্নিগ্ধ আমন্ত্রণ জানিয়েছেন।